নোয়াখালী প্রতিনিধি
২০১৬ সালে নোয়াখালীতে তিন খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়।
জানা গেছে, ঘটনার দিন দুপুর ২টার দিকে মামলার অভিযুক্ত ৪ নম্বর আসামি সৌরভ নোয়াখালী সরকারি পুরোনো কলেজ হোস্টেলের পুকুরে কুকুরকে গোসল করাচ্ছিলেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যুবক আনোয়ারের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সন্ধ্যায় উভয় পক্ষে সালিশি বৈঠক ডাকা হয়। আনোয়ারের পক্ষ নিয়ে সালিশি বৈঠকে যান তাঁর বন্ধু ফজলে হুদা রাজিব ও ওয়াসিম। বৈঠক চলাকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাজু, সুলতান, সৌরভ, বাপ্পিসহ একদল সন্ত্রাসী আনোয়ার রাজিব, ওয়াসিম ও ইয়াছিনের ওপর হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে হকিস্টিক, লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের আহত করে। পরে সাজু তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে রাজিবকে গুলি করে। এ সময় রাজিবকে উদ্ধার করতে গেলে সুলতান গুলি করেন ওয়াসিমকে আর সৌরভ গুলি করেন ইয়াছিনকে। পরে অনেকগুলো ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে ওয়াসিম ও ইয়াছিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের দুজনেরও মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ফজলে হুদা রাজিবের মা কামরুন নাহার বাদী হয়ে আটজনকে আসামি করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে এ ঘটনায় আদালতে আরও দুটি মামলা করা হয়। যেখানে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করা হয়।
ঘটনার পর থেকে এ পর্যন্ত মামলার ৭ নম্বর আসামি ফয়সাল মাহমুদ রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামিরা দেশে ও দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু পুলিশ তাঁদের গ্রেপ্তারে কোনো ভূমিকাই নিচ্ছে না।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা তিন খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
মামলার বিষয়ে জানতে চাইলে নোয়াখালী বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এমদাদ হোসেন কৈশোর বলেন, মামলাটির সাক্ষ্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাদীর সাক্ষ্য শেষ হয়েছে। একজন আসামি ছাড়া সবাই পলাতক রয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, ২০১৭ সালের ৩১ মে এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন। যেহেতু ঘটনাটি অনেক আগের, তাই এ বিষয়ে খবর নিতে হবে।
২০১৬ সালে নোয়াখালীতে তিন খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়।
জানা গেছে, ঘটনার দিন দুপুর ২টার দিকে মামলার অভিযুক্ত ৪ নম্বর আসামি সৌরভ নোয়াখালী সরকারি পুরোনো কলেজ হোস্টেলের পুকুরে কুকুরকে গোসল করাচ্ছিলেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যুবক আনোয়ারের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সন্ধ্যায় উভয় পক্ষে সালিশি বৈঠক ডাকা হয়। আনোয়ারের পক্ষ নিয়ে সালিশি বৈঠকে যান তাঁর বন্ধু ফজলে হুদা রাজিব ও ওয়াসিম। বৈঠক চলাকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাজু, সুলতান, সৌরভ, বাপ্পিসহ একদল সন্ত্রাসী আনোয়ার রাজিব, ওয়াসিম ও ইয়াছিনের ওপর হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে হকিস্টিক, লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের আহত করে। পরে সাজু তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে রাজিবকে গুলি করে। এ সময় রাজিবকে উদ্ধার করতে গেলে সুলতান গুলি করেন ওয়াসিমকে আর সৌরভ গুলি করেন ইয়াছিনকে। পরে অনেকগুলো ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে ওয়াসিম ও ইয়াছিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের দুজনেরও মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ফজলে হুদা রাজিবের মা কামরুন নাহার বাদী হয়ে আটজনকে আসামি করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে এ ঘটনায় আদালতে আরও দুটি মামলা করা হয়। যেখানে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করা হয়।
ঘটনার পর থেকে এ পর্যন্ত মামলার ৭ নম্বর আসামি ফয়সাল মাহমুদ রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামিরা দেশে ও দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু পুলিশ তাঁদের গ্রেপ্তারে কোনো ভূমিকাই নিচ্ছে না।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা তিন খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
মামলার বিষয়ে জানতে চাইলে নোয়াখালী বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এমদাদ হোসেন কৈশোর বলেন, মামলাটির সাক্ষ্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাদীর সাক্ষ্য শেষ হয়েছে। একজন আসামি ছাড়া সবাই পলাতক রয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, ২০১৭ সালের ৩১ মে এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন। যেহেতু ঘটনাটি অনেক আগের, তাই এ বিষয়ে খবর নিতে হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে