জামিনে মুক্তি পেলেন হেফাজত কর্মী সৈকত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০৫: ২৪
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ২৯

নরসিংদীর আলোচিত হেফাজত কর্মী সৈকত হোসেন দীর্ঘ ৮ মাস ১৬ দিন জেল খেটে জামিনে মুক্তি পেয়েছেন। গত সোমবার বিকেলে নরসিংদীর কারাগার থেকে তিনি মুক্তি পান। এ তথ্য নিশ্চিত করেন হেফাজত নেতা ও পলাশের হালিমা সাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুর রহিম কাসেমী। গত ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে ঘোড়া নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন সৈকত হোসেন। তিনি পলাশ উপজেলার ঢালুয়ারচর গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, নাশকতা ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে গত ৩ এপ্রিল রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকা থেকে সৈকত হোসেনকে আটক করা হয়। ওই সময় তাঁর বিরুদ্ধে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি, নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে নরসিংদী মডেল থানায় মামলা হয়।

২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল কর্মসূচি নরসিংদীর ভেলানগরের জেলখানা মোড়ে চলছিল। ওই সময় সৈকত হোসেন ঘোড়া নিয়ে কর্মসূচিতে অংশ নেন। ঘোড়ায় চড়ে হরতাল পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কারামুক্তির পর সৈকতকে হেফাজত নেতা–কর্মীরা ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত