সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মান ভালো না হওয়ায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ আলু কিনে বাড়ি নিয়ে কেটে আবার ফেরত দিচ্ছেন কৃষকেরা। এ ছাড়া বেশি দামে বেসরকারি কোম্পানির বীজ আলু কিনছেন। কিন্তু দাম কম থাকার পরও বিএডিসির আলু কেউ কিনতে চান না। এতে এবারও লোকসানের মুখে পড়েছেন ডিলাররা।
গতকাল মঙ্গলবার সিরাজদিখান বাজারে দেখা যায়, বিএডিসির ডিলারদের গুদামে যথেষ্ট পরিমাণ কাটা বীজ আলু রয়েছে। বিক্রি করার পর এসব বীজ ফেরত দিয়ে গেছেন কৃষকেরা। এতে কাটা আলুতে পচন ধরেছে। এর ফলে লোকসান হয়েছে ডিলারদের। তবে বেসরকারি কোম্পানির বীজ আলুর ডিলারদের দোকানের চিত্র ছিল ভিন্ন।
উপজেলার বিএডিসির ডিলারদের সূত্রে জানা যায়, এ উপজেলায় ৫০ জন বিএডিসির ডিলার রয়েছেন। তাঁরা ১ হাজার টন আলু বিক্রি করেছেন। এর মধ্যে প্রায় ৩০ লাখ টাকার লোকসান হয়েছে। এ ছাড়া অনেক ডিলারের দোকানে কাটা আলু রয়েছে।
একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, বিএডিসির বীজ আলুর মান ভালো নয়। গাছগুলোতে জটলা ও আলুতে দাদ হয়। ফলন কম হওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ জন্য বিএডিসির আলুবীজ কিনছেন না কৃষকেরা। বিএডিসির বীজ আলুর দাম কম হওয়ার পরও অন্য কোম্পানির বীজ কিনছেন তাঁরা।
বিএডিসির বীজ আলুর ডিলার মেসার্স অপু ট্রেডার্সের মালিক মো. মোতাহার হোসেন বলেন, ‘বিএডিসি থেকে ৩০ টন বীজ আলু বরাদ্দ পেয়েছি। তাঁর মধ্যে ২ টন নষ্ট হয়েছে। গুদামে থাকায় পচন ধরেছে, আবার অনেকে কেনার পর খারাপ হওয়ায় ফেরত দিয়ে গেছেন।’
তালুকদার ট্রেডার্সের মালিক মো. মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, ‘আমি ২১৫ টন বীজ আলু বরাদ্দ পেয়েছি। এই আলু বিক্রি করতে ঘাম বের হয়ে গেছে।’
মুন্সিগঞ্জ বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক মো. মনির হোসেন বলেন, ‘অন্যান্য কোম্পানির বীজ আলু থেকে বিএডিসির বীজের মান ভালো। এটা বোঝানোর জন্য আমরা জেলার বিভিন্ন এলাকায় বিএডিসির বীজ আলুর প্রদর্শনী করেছি।’
মান ভালো না হওয়ায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ আলু কিনে বাড়ি নিয়ে কেটে আবার ফেরত দিচ্ছেন কৃষকেরা। এ ছাড়া বেশি দামে বেসরকারি কোম্পানির বীজ আলু কিনছেন। কিন্তু দাম কম থাকার পরও বিএডিসির আলু কেউ কিনতে চান না। এতে এবারও লোকসানের মুখে পড়েছেন ডিলাররা।
গতকাল মঙ্গলবার সিরাজদিখান বাজারে দেখা যায়, বিএডিসির ডিলারদের গুদামে যথেষ্ট পরিমাণ কাটা বীজ আলু রয়েছে। বিক্রি করার পর এসব বীজ ফেরত দিয়ে গেছেন কৃষকেরা। এতে কাটা আলুতে পচন ধরেছে। এর ফলে লোকসান হয়েছে ডিলারদের। তবে বেসরকারি কোম্পানির বীজ আলুর ডিলারদের দোকানের চিত্র ছিল ভিন্ন।
উপজেলার বিএডিসির ডিলারদের সূত্রে জানা যায়, এ উপজেলায় ৫০ জন বিএডিসির ডিলার রয়েছেন। তাঁরা ১ হাজার টন আলু বিক্রি করেছেন। এর মধ্যে প্রায় ৩০ লাখ টাকার লোকসান হয়েছে। এ ছাড়া অনেক ডিলারের দোকানে কাটা আলু রয়েছে।
একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, বিএডিসির বীজ আলুর মান ভালো নয়। গাছগুলোতে জটলা ও আলুতে দাদ হয়। ফলন কম হওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ জন্য বিএডিসির আলুবীজ কিনছেন না কৃষকেরা। বিএডিসির বীজ আলুর দাম কম হওয়ার পরও অন্য কোম্পানির বীজ কিনছেন তাঁরা।
বিএডিসির বীজ আলুর ডিলার মেসার্স অপু ট্রেডার্সের মালিক মো. মোতাহার হোসেন বলেন, ‘বিএডিসি থেকে ৩০ টন বীজ আলু বরাদ্দ পেয়েছি। তাঁর মধ্যে ২ টন নষ্ট হয়েছে। গুদামে থাকায় পচন ধরেছে, আবার অনেকে কেনার পর খারাপ হওয়ায় ফেরত দিয়ে গেছেন।’
তালুকদার ট্রেডার্সের মালিক মো. মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, ‘আমি ২১৫ টন বীজ আলু বরাদ্দ পেয়েছি। এই আলু বিক্রি করতে ঘাম বের হয়ে গেছে।’
মুন্সিগঞ্জ বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক মো. মনির হোসেন বলেন, ‘অন্যান্য কোম্পানির বীজ আলু থেকে বিএডিসির বীজের মান ভালো। এটা বোঝানোর জন্য আমরা জেলার বিভিন্ন এলাকায় বিএডিসির বীজ আলুর প্রদর্শনী করেছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে