সম্পাদকীয়
জন লেনন সম্পর্কে ভালো-মন্দ নানা কথাই শোনা যায়। তবে লেনন যে বিংশ শতাব্দীর একজন তারকাশিল্পী, সে ব্যাপারে কারও দ্বিমত নেই। লেননের জীবনে এমন অনেক ঘটনাই আছে, যেগুলো নিয়ে কথা হয়েছে কম। এই যেমন তাঁর চোখ। ছেলেবেলা থেকেই চোখে কম দেখতেন লেনন, কিন্তু চশমা ব্যবহার করতে চাইতেন না একেবারেই। চোখে এতটাই কম দেখতেন যে পাশে বসা দর্শককে অনুরোধ করতেন কী ঘটছে তা বর্ণনা করতে। মা-বাবার বিচ্ছেদের প্রতিবাদ হিসেবে তিনি সেই সময়ে এই স্বেচ্ছা অন্ধত্ব বেছে নিয়েছিলেন। তবে যখন নিজের পছন্দমতো চশমার খোঁজ পেলেন, তখন থেকেই প্রতিবছর এক ডজন করে চশমা কিনতে থাকলেন।
১৯৬৫ সালে বিটলসের সদস্যরা ‘মেম্বারস অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ খেতাব পান। বিটলসের চার তারকা সেই খেতাবের মেডেলসহ ছবিও তুললেন, যা ছাপা হলো পত্রিকায়। কিন্তু সেই খেতাব লেনন ফিরিয়ে দেন ১৯৬৯ সালে। এটা ছিল লেননের প্রতিবাদ। সে সময় নাইজেরিয়া আর বায়াফ্রায় ব্রিটেন যে হামলা চালাচ্ছিল, তা মেনে নিতে পারেননি লেনন। মেনে নিতে পারেননি ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের আগ্রাসন। খেতাব ফিরিয়ে দেওয়ার সময় লিখেছিলেন, ‘ভালোবাসাসহ জন লেনন।’
১৯৬৭ সালে অদ্ভুত এক খেয়াল এসেছিল লেননের মাথায়। তিনি আয়ারল্যান্ডে ডোরিনিশ নামের একটি দ্বীপ কিনেছিলেন। সেখানে একদল হিপ্পিকে তিনি
আমন্ত্রণ জানিয়েছিলেন কমিউন করে থাকার জন্য। প্রায় দুই বছর সেখানে ছিল হিপ্পিদের রমরমা। কিন্তু আগুন লেগে সেই দ্বীপ পুড়ে গিয়েছিল। লেননের মৃত্যুর পর ইয়োকো ওনো দ্বীপটি বিক্রি করে দিয়েছিলেন এবং যে টাকা পেয়েছিলেন, সেটা আয়ারল্যান্ডের এতিমখানায় দান করেছিলেন।
বিটলস-সদস্যদের মধ্যে একমাত্র জন লেননই ছিলেন আমিষভোজী। বিটলসের আর তিন সদস্য জর্জ হ্যারিসন ও পল ম্যাকার্টনি তাঁদের দর্শনজনিত কারণে নিরামিষাশী হয়েছিলেন। আর রিঙ্গো স্টার নিরামিষভোজী হয়েছিলেন শারীরিক কারণে।
সূত্র: নাউকনাউ ডট রু
জন লেনন সম্পর্কে ভালো-মন্দ নানা কথাই শোনা যায়। তবে লেনন যে বিংশ শতাব্দীর একজন তারকাশিল্পী, সে ব্যাপারে কারও দ্বিমত নেই। লেননের জীবনে এমন অনেক ঘটনাই আছে, যেগুলো নিয়ে কথা হয়েছে কম। এই যেমন তাঁর চোখ। ছেলেবেলা থেকেই চোখে কম দেখতেন লেনন, কিন্তু চশমা ব্যবহার করতে চাইতেন না একেবারেই। চোখে এতটাই কম দেখতেন যে পাশে বসা দর্শককে অনুরোধ করতেন কী ঘটছে তা বর্ণনা করতে। মা-বাবার বিচ্ছেদের প্রতিবাদ হিসেবে তিনি সেই সময়ে এই স্বেচ্ছা অন্ধত্ব বেছে নিয়েছিলেন। তবে যখন নিজের পছন্দমতো চশমার খোঁজ পেলেন, তখন থেকেই প্রতিবছর এক ডজন করে চশমা কিনতে থাকলেন।
১৯৬৫ সালে বিটলসের সদস্যরা ‘মেম্বারস অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ খেতাব পান। বিটলসের চার তারকা সেই খেতাবের মেডেলসহ ছবিও তুললেন, যা ছাপা হলো পত্রিকায়। কিন্তু সেই খেতাব লেনন ফিরিয়ে দেন ১৯৬৯ সালে। এটা ছিল লেননের প্রতিবাদ। সে সময় নাইজেরিয়া আর বায়াফ্রায় ব্রিটেন যে হামলা চালাচ্ছিল, তা মেনে নিতে পারেননি লেনন। মেনে নিতে পারেননি ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের আগ্রাসন। খেতাব ফিরিয়ে দেওয়ার সময় লিখেছিলেন, ‘ভালোবাসাসহ জন লেনন।’
১৯৬৭ সালে অদ্ভুত এক খেয়াল এসেছিল লেননের মাথায়। তিনি আয়ারল্যান্ডে ডোরিনিশ নামের একটি দ্বীপ কিনেছিলেন। সেখানে একদল হিপ্পিকে তিনি
আমন্ত্রণ জানিয়েছিলেন কমিউন করে থাকার জন্য। প্রায় দুই বছর সেখানে ছিল হিপ্পিদের রমরমা। কিন্তু আগুন লেগে সেই দ্বীপ পুড়ে গিয়েছিল। লেননের মৃত্যুর পর ইয়োকো ওনো দ্বীপটি বিক্রি করে দিয়েছিলেন এবং যে টাকা পেয়েছিলেন, সেটা আয়ারল্যান্ডের এতিমখানায় দান করেছিলেন।
বিটলস-সদস্যদের মধ্যে একমাত্র জন লেননই ছিলেন আমিষভোজী। বিটলসের আর তিন সদস্য জর্জ হ্যারিসন ও পল ম্যাকার্টনি তাঁদের দর্শনজনিত কারণে নিরামিষাশী হয়েছিলেন। আর রিঙ্গো স্টার নিরামিষভোজী হয়েছিলেন শারীরিক কারণে।
সূত্র: নাউকনাউ ডট রু
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে