জসিম উদ্দিন, নীলফামারী
করোনায় বন্ধ থাকা নীলফামারীর বিনোদনকেন্দ্রগুলো আবার সরব হয়ে উঠেছে। এসব কেন্দ্রে ফুলবাগান, সীমানাপ্রাচীরের সৌন্দর্য ও সুইমিং পুলসহ গাছপালা দিয়ে নতুন করে সাজাচ্ছেন মালিকেরা। এতে তাঁদের মোটা অঙ্কের মূলধন জোগান দিতে ঋণের পরিমাণ বাড়ছে। পয়লা বৈশাখ ও ঈদুল ফিতর সামনে রেখে তাঁরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
নীলফামারী চেম্বার অব কমার্সের সদস্য সিদ্দিকুল আলম বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে এ শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পার্কের মালিক ব্যাংকের ঋণ পরিশোধ না করায় দেনার দায় বেড়েছে। সরকার এসব প্রতিষ্ঠানের মালিকদের স্বল্পসুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করলে শিল্পটি আবারও মাথা তুলে দাঁড়াতে পারবে।
তিনি আরও জানান, করোনা শুরুর আগে বৈশাখ মাসের প্রথম এক সপ্তাহজুড়ে পার্কগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। কিন্তু এবারে বিনোদনের সরঞ্জামগুলো সচল না থাকায় তেমন সাড়া মিলবে কি না সন্দেহ রয়েছে।
সরেজমিন দেখা গেছে, দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় বিনোদন পার্কের গাছপালা, ফুলের বাগান, দর্শনার্থীদের চলাচলের রাস্তা, বিভিন্ন রাইড মেরামত ও পরিচর্যার কাজে এখন ব্যস্ত বিনোদন কেন্দ্রের কর্মচারীরা। দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হয়ে যাওয়া অনেক রাইড ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। অর্থসংকটে পড়া মালিকেরা ওইসব রাইড মেরামতের মাধ্যমে সচল করার চেষ্টা করছেন।
পার্কের কর্মচারী সেকেন্দার আলী জানান, করোনার সময় পার্কের কোনো আয়-রোজগার না থাকায় অর্ধেক বেতনে কাজ করতে হয়েছে। অনেকে অন্য পেশায় যোগ দিয়ে আর ফিরে আসেনি।
তিনি আরও জানান, পার্ক বন্ধ থাকায় ফুলের বাগান ও গাছপালার ক্ষতি হয়েছে। এগুলো সাজাতে দীর্ঘ সময়ের প্রয়োজন। তা ছাড়া রাইডসগুলো সম্পূর্ণরূপে সচল না হওয়ায় দর্শনার্থীদের সংখ্যা অনেকটা কমে গেছে।
সৈয়দপুর থিম পার্কের পরিচালক আসাদ জাহান সাগর আজকের পত্রিকাকে জানান, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় প্যাডেল ও ইলেকট্রনিক বোট, ব্যালেরিনা, স্পাইডার, পাইরেট শিপ, জ্যাম্পকিং ক্যাসেল, কিডস রাইটস, রেসিং কার, কিডস ট্রেন রাইডসের ৬০ শতাংশ বিকল হয়ে গেছে; যা এখন মেরামত করে সচল করার কাজ চলছে। পয়লা বৈশাখ উপলক্ষে কিছু রাইটস ইতিমধ্যে সচল করা হয়েছে। ঈদের আগে এসব মেরামতের পাশাপাশি নতুন কিছু রাইটস সংযোজন করা হবে। শুধু নষ্ট হয়ে যাওয়া পার্কের বিভিন্ন জিনিসপত্র মেরামতে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হবে বলে জানান তিনি।
নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বিনোদন কেন্দ্রগুলোতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। সে জন্য প্রতিনিয়ত এসব বিনোদন কেন্দ্রে মনিটরিং করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল নীলফামারী জেলায় ব্যক্তিমালিকানা চারটি বিনোদন পার্ক। আয়-রোজগার না থাকায় কর্তৃপক্ষ ছাঁটাই করেছেন কর্মচারীদের। ফলে রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হয়ে গেছে বিনোদনের বিভিন্ন রাইটস।
করোনায় বন্ধ থাকা নীলফামারীর বিনোদনকেন্দ্রগুলো আবার সরব হয়ে উঠেছে। এসব কেন্দ্রে ফুলবাগান, সীমানাপ্রাচীরের সৌন্দর্য ও সুইমিং পুলসহ গাছপালা দিয়ে নতুন করে সাজাচ্ছেন মালিকেরা। এতে তাঁদের মোটা অঙ্কের মূলধন জোগান দিতে ঋণের পরিমাণ বাড়ছে। পয়লা বৈশাখ ও ঈদুল ফিতর সামনে রেখে তাঁরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
নীলফামারী চেম্বার অব কমার্সের সদস্য সিদ্দিকুল আলম বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে এ শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পার্কের মালিক ব্যাংকের ঋণ পরিশোধ না করায় দেনার দায় বেড়েছে। সরকার এসব প্রতিষ্ঠানের মালিকদের স্বল্পসুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করলে শিল্পটি আবারও মাথা তুলে দাঁড়াতে পারবে।
তিনি আরও জানান, করোনা শুরুর আগে বৈশাখ মাসের প্রথম এক সপ্তাহজুড়ে পার্কগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। কিন্তু এবারে বিনোদনের সরঞ্জামগুলো সচল না থাকায় তেমন সাড়া মিলবে কি না সন্দেহ রয়েছে।
সরেজমিন দেখা গেছে, দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় বিনোদন পার্কের গাছপালা, ফুলের বাগান, দর্শনার্থীদের চলাচলের রাস্তা, বিভিন্ন রাইড মেরামত ও পরিচর্যার কাজে এখন ব্যস্ত বিনোদন কেন্দ্রের কর্মচারীরা। দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হয়ে যাওয়া অনেক রাইড ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। অর্থসংকটে পড়া মালিকেরা ওইসব রাইড মেরামতের মাধ্যমে সচল করার চেষ্টা করছেন।
পার্কের কর্মচারী সেকেন্দার আলী জানান, করোনার সময় পার্কের কোনো আয়-রোজগার না থাকায় অর্ধেক বেতনে কাজ করতে হয়েছে। অনেকে অন্য পেশায় যোগ দিয়ে আর ফিরে আসেনি।
তিনি আরও জানান, পার্ক বন্ধ থাকায় ফুলের বাগান ও গাছপালার ক্ষতি হয়েছে। এগুলো সাজাতে দীর্ঘ সময়ের প্রয়োজন। তা ছাড়া রাইডসগুলো সম্পূর্ণরূপে সচল না হওয়ায় দর্শনার্থীদের সংখ্যা অনেকটা কমে গেছে।
সৈয়দপুর থিম পার্কের পরিচালক আসাদ জাহান সাগর আজকের পত্রিকাকে জানান, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় প্যাডেল ও ইলেকট্রনিক বোট, ব্যালেরিনা, স্পাইডার, পাইরেট শিপ, জ্যাম্পকিং ক্যাসেল, কিডস রাইটস, রেসিং কার, কিডস ট্রেন রাইডসের ৬০ শতাংশ বিকল হয়ে গেছে; যা এখন মেরামত করে সচল করার কাজ চলছে। পয়লা বৈশাখ উপলক্ষে কিছু রাইটস ইতিমধ্যে সচল করা হয়েছে। ঈদের আগে এসব মেরামতের পাশাপাশি নতুন কিছু রাইটস সংযোজন করা হবে। শুধু নষ্ট হয়ে যাওয়া পার্কের বিভিন্ন জিনিসপত্র মেরামতে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হবে বলে জানান তিনি।
নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বিনোদন কেন্দ্রগুলোতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। সে জন্য প্রতিনিয়ত এসব বিনোদন কেন্দ্রে মনিটরিং করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল নীলফামারী জেলায় ব্যক্তিমালিকানা চারটি বিনোদন পার্ক। আয়-রোজগার না থাকায় কর্তৃপক্ষ ছাঁটাই করেছেন কর্মচারীদের। ফলে রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হয়ে গেছে বিনোদনের বিভিন্ন রাইটস।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে