বাগমারা প্রতিনিধি
বাগমারার হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সানোয়ারা খাতুন। নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন মাত্র ৫৮২ ভোট।
আর নৌকার মনোনয়ন কেড়ে নেওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন ৪১১৭ ভোট পেয়ে সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার তাঁকে প্রথমে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগে অভিযোগ করা হয়। এরপর প্রার্থী পরিবর্তন করে দলটি।
নৌকা কেড়ে নেওয়া হলে আনোয়ার হোসেন আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে ২০১৬ সালে তাঁকে প্রথমবারে মতো নৌকার মনোনয়ন দিয়েও কেড়ে নেওয়া হয়েছিল। সেবারও আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আনোয়ার হোসেন।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত বুধবার বাগমারার ১৬টি ইউপিতে ভোট হয়। নির্বাচনে ৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী, ৬ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ৫ ইউপিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।
হামিরকুৎসা ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাকি তিনজন হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাফিনুর নাহার, বিএনপির স্বতন্ত্র প্রার্থী রাশেদুল হক ফিরোজ ও বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী বেলাল উদ্দীন। দিন শেষে দেখা যায় নৌকার বিদ্রোহী আনোয়ার হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে শাফিনুর নাহার পেয়েছেন ৪০২৮ ভোট, বিএনপির স্বতন্ত্র প্রার্থী রাশেদুল হক ফিরোজ চশমা প্রতীকে পেয়েছেন ২৪৯৮ ভোট, বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী বেলাল উদ্দীন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩৮০ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সানোয়ারা খাতুন পেয়েছেন ছয় শর কম ভোট।
দলীয় প্রার্থীর এত কম ভোটের মূলে নেতা-কর্মীদের মধ্যকার বিভেদকেই দায়ী করছেন কেউ কেউ।
সানোয়ারা বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী। আমার প্রতীক নৌকা। আমি দলীয় প্রতীকে ভোট করলেও দলের লোকজন স্বতন্ত্র প্রার্থীর হয়ে প্রচার চালান, তাঁদের ভোট দেন। দলীয় লোকজন নৌকার হয়ে কাজ করলে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতাম।’
বাগমারার হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সানোয়ারা খাতুন। নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন মাত্র ৫৮২ ভোট।
আর নৌকার মনোনয়ন কেড়ে নেওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন ৪১১৭ ভোট পেয়ে সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার তাঁকে প্রথমে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগে অভিযোগ করা হয়। এরপর প্রার্থী পরিবর্তন করে দলটি।
নৌকা কেড়ে নেওয়া হলে আনোয়ার হোসেন আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে ২০১৬ সালে তাঁকে প্রথমবারে মতো নৌকার মনোনয়ন দিয়েও কেড়ে নেওয়া হয়েছিল। সেবারও আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আনোয়ার হোসেন।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত বুধবার বাগমারার ১৬টি ইউপিতে ভোট হয়। নির্বাচনে ৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী, ৬ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ৫ ইউপিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।
হামিরকুৎসা ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাকি তিনজন হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাফিনুর নাহার, বিএনপির স্বতন্ত্র প্রার্থী রাশেদুল হক ফিরোজ ও বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী বেলাল উদ্দীন। দিন শেষে দেখা যায় নৌকার বিদ্রোহী আনোয়ার হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে শাফিনুর নাহার পেয়েছেন ৪০২৮ ভোট, বিএনপির স্বতন্ত্র প্রার্থী রাশেদুল হক ফিরোজ চশমা প্রতীকে পেয়েছেন ২৪৯৮ ভোট, বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী বেলাল উদ্দীন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩৮০ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সানোয়ারা খাতুন পেয়েছেন ছয় শর কম ভোট।
দলীয় প্রার্থীর এত কম ভোটের মূলে নেতা-কর্মীদের মধ্যকার বিভেদকেই দায়ী করছেন কেউ কেউ।
সানোয়ারা বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী। আমার প্রতীক নৌকা। আমি দলীয় প্রতীকে ভোট করলেও দলের লোকজন স্বতন্ত্র প্রার্থীর হয়ে প্রচার চালান, তাঁদের ভোট দেন। দলীয় লোকজন নৌকার হয়ে কাজ করলে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতাম।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৪ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৬ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে