সম্পাদকীয়
যখন কৃত্তিবাস পত্রিকা প্রকাশিত হলো, তখন দেখা গেল প্রথম সংখ্যার প্রথম পৃষ্ঠায় যে মানুষটির কবিতা ছাপা হয়েছে, তাঁর নাম শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ ঠিক কৃত্তিবাসের তরুণ কবিদের মতো ছিলেন না। রাতবিরাতে কলকাতা শাসন করার মতো কোনো ইচ্ছাই তাঁর জাগেনি কোনোকালে। কিন্তু তিনি কৃত্তিবাসীদের একজন হয়ে উঠতে পেরেছিলেন এবং কৃত্তিবাসের কবি সম্প্রদায়ের শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন।
এ কথা অনেকেই জানেন, শঙ্খ ঘোষ ছিলেন বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্র। পরিচয় ও অন্যান্য পত্র-পত্রিকায় তখন শঙ্খ ঘোষের কয়েকটি কবিতা প্রকাশিত হয়েছে এবং তা দারুণ প্রশংসিত হয়েছে।
সুনীল গঙ্গোপাধ্যায়রা কৃত্তিবাস প্রকাশের আগেই ঠিক করেছিলেন, এই পত্রিকা হবে তরুণদের মুখপত্র। প্রবীণদের জন্য এখানে জায়গা থাকবে শুধু প্রবন্ধের। সুনীলদের অনুরোধেই শঙ্খ ঘোষ তাদের হাতে তুলে দিয়েছিলেন একটি কবিতার খাতা। তাতেই ছিল সেই দীর্ঘ কবিতাটি—দিনগুলি রাতগুলি। এ কবিতাটির জন্য কৃত্তিবাস অনেকের দৃষ্টি আকর্ষণ করে।
খুঁতখুঁতে ছিলেন শঙ্খ ঘোষ। বুদ্ধদেব বসুদের ‘কবিতা’ পত্রিকার কবি ছিলেন না। কবিতা ভবনের বিখ্যাত আড্ডায় তাঁকে দেখা যেত না।যখন শান্তিনিকেতনে ছিলেন, তখন কেউ একজন তাঁকে জানালেন, কবিতা পত্রিকায় তাঁর একটি কবিতা ছাপা হয়েছে। শঙ্খ ঘোষ প্রায় ছুটতে ছুটতে বোলপুরের স্টলে গিয়ে একটি কপি সংগ্রহ করলেন। দেখলেন, পত্রিকার সম্পাদক কিছু পরিবর্তন করেছেন কবিতার, কিছু শব্দ বদলে দিয়েছেন। সেই অভিমানে শঙ্খ ঘোষ আর কখনোই বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় কোনো কবিতা পাঠাননি।
শঙ্খ ঘোষের ‘তুমি তো তেমন গৌরী নও’ বইটিতে রয়েছে সাতাশটি কবিতা। সদ্য প্রকাশিত বইটি হাতে পেয়ে তিনি দেখলেন, সূচিপত্রে ‘ভিখারি’ বানানটা ছাপা হয়েছে ‘ভিখারী’। তিনি তখনই ‘রী’ কেটে ‘রি’ করে দিলেন। প্রকাশক সামনে দাঁড়িয়ে ছিলেন, তাঁকে কোনো কটু কথা বললেন না। মুখের প্রসন্নতারও কোনো হেরফের হলো না। তারপর সে বইটি উপহার দিলেন অপর্ণা ও অমিত্রসূদনকে। বললেন মৃদু হেসে, ‘জানি না, টর্চার করলাম কি না।’
সূত্র: অমিত্রসূদন ভট্টাচার্য, কৃত্তিবাস, জুন, ২০২১
যখন কৃত্তিবাস পত্রিকা প্রকাশিত হলো, তখন দেখা গেল প্রথম সংখ্যার প্রথম পৃষ্ঠায় যে মানুষটির কবিতা ছাপা হয়েছে, তাঁর নাম শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ ঠিক কৃত্তিবাসের তরুণ কবিদের মতো ছিলেন না। রাতবিরাতে কলকাতা শাসন করার মতো কোনো ইচ্ছাই তাঁর জাগেনি কোনোকালে। কিন্তু তিনি কৃত্তিবাসীদের একজন হয়ে উঠতে পেরেছিলেন এবং কৃত্তিবাসের কবি সম্প্রদায়ের শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন।
এ কথা অনেকেই জানেন, শঙ্খ ঘোষ ছিলেন বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্র। পরিচয় ও অন্যান্য পত্র-পত্রিকায় তখন শঙ্খ ঘোষের কয়েকটি কবিতা প্রকাশিত হয়েছে এবং তা দারুণ প্রশংসিত হয়েছে।
সুনীল গঙ্গোপাধ্যায়রা কৃত্তিবাস প্রকাশের আগেই ঠিক করেছিলেন, এই পত্রিকা হবে তরুণদের মুখপত্র। প্রবীণদের জন্য এখানে জায়গা থাকবে শুধু প্রবন্ধের। সুনীলদের অনুরোধেই শঙ্খ ঘোষ তাদের হাতে তুলে দিয়েছিলেন একটি কবিতার খাতা। তাতেই ছিল সেই দীর্ঘ কবিতাটি—দিনগুলি রাতগুলি। এ কবিতাটির জন্য কৃত্তিবাস অনেকের দৃষ্টি আকর্ষণ করে।
খুঁতখুঁতে ছিলেন শঙ্খ ঘোষ। বুদ্ধদেব বসুদের ‘কবিতা’ পত্রিকার কবি ছিলেন না। কবিতা ভবনের বিখ্যাত আড্ডায় তাঁকে দেখা যেত না।যখন শান্তিনিকেতনে ছিলেন, তখন কেউ একজন তাঁকে জানালেন, কবিতা পত্রিকায় তাঁর একটি কবিতা ছাপা হয়েছে। শঙ্খ ঘোষ প্রায় ছুটতে ছুটতে বোলপুরের স্টলে গিয়ে একটি কপি সংগ্রহ করলেন। দেখলেন, পত্রিকার সম্পাদক কিছু পরিবর্তন করেছেন কবিতার, কিছু শব্দ বদলে দিয়েছেন। সেই অভিমানে শঙ্খ ঘোষ আর কখনোই বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় কোনো কবিতা পাঠাননি।
শঙ্খ ঘোষের ‘তুমি তো তেমন গৌরী নও’ বইটিতে রয়েছে সাতাশটি কবিতা। সদ্য প্রকাশিত বইটি হাতে পেয়ে তিনি দেখলেন, সূচিপত্রে ‘ভিখারি’ বানানটা ছাপা হয়েছে ‘ভিখারী’। তিনি তখনই ‘রী’ কেটে ‘রি’ করে দিলেন। প্রকাশক সামনে দাঁড়িয়ে ছিলেন, তাঁকে কোনো কটু কথা বললেন না। মুখের প্রসন্নতারও কোনো হেরফের হলো না। তারপর সে বইটি উপহার দিলেন অপর্ণা ও অমিত্রসূদনকে। বললেন মৃদু হেসে, ‘জানি না, টর্চার করলাম কি না।’
সূত্র: অমিত্রসূদন ভট্টাচার্য, কৃত্তিবাস, জুন, ২০২১
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৪ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৭ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে