আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
সম্প্রতি রেল কর্তৃপক্ষ ট্রেনের টিকিট বিক্রির দায়িত্ব দেয় ‘সহজ অ্যাপ’কে। ইতিমধ্যে অ্যাপে টাকা কেটে নেওয়ার পর টিকিট না পাওয়ার অভিযোগ মিলেছে। সেই সঙ্গে ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা বাধ্য হয়ে টিকিট কাউন্টারে আসছেন। সেখানে টিকিটের বরাদ্দ কম। এতে কেউ টিকিট পাচ্ছেন, কেউ না পেয়ে ফিরে যাচ্ছেন।
গতকাল সকাল ৯টায় সান্তাহার টিকিট কাউন্টারে কথা হয় নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে টিকিট কাটতে আসা ঢাকায় তিতুমীর কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র জহির রায়হানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে জানান, গত রোববার সকালে ‘সহজ’-এর ওয়েবসাইট থেকে সান্তাহার থেকে ঢাকা যাওয়ার জন্য দ্রুত ট্রেনের দুটি চেয়ার কোচের টিকিটের আবেদন করেন। ওয়েবসাইটে টাকা দেওয়ার পর ওটিপি নম্বর এলে তিনি সেটি নিশ্চিত করেন। এরপর ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ চেষ্টার পরও আর ওই ওয়েবসাইটে ঢুকতে পারেননি এবং কাঙ্ক্ষিত টিকিটও পাননি। পরে তিনি সহজের ১৬৩৭৪ নম্বরের হটলাইনে সহযোগিতা চাইলে তাঁকে কোনো প্রকার সহযোগিতা করা হয়নি।
আরেক ট্রেনযাত্রী শৈবাল ইসলাম বলেন, তিনিও গত সোমবার সকালে সহজের ওয়েবসাইট থেকে ঢাকা থেকে সান্তাহার জংশন স্টেশনে যাওয়ার জন্য ডেবিড কার্ডের মাধ্যমে ১ হাজার ৫২৪ টাকা দিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের (শীতাতপ নিয়ন্ত্রিত) দুটি স্নিগ্ধা টিকিটের জন্য আবেদন করেন। ওয়েবসাইটে টাকা প্রদানের পর ওটিপি নম্বর এলে তিনি সেটি নিশ্চিত করেন। এরপর থেকে ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ চেষ্টার পরও টিকিট পাননি।
আদমদীঘির ট্রেনযাত্রী মিহির কুমার বলেন, সহজের নতুন ই-টিকিট ওয়েবসাইটের সমস্যা লেগেই আছে। ওটিপি নম্বর আসে না। প্রোফাইল এডিট করার সুযোগ নেই। ওয়েবসাইটের ইন্টারফেস তেমন ভালো না। তাই তিনি সহজ ওয়েবসাইটটি নামে যেমন সহজ, তেমনি কাজেও সহজ করার দাবি জানিয়েছেন। যাতে করে যাত্রীরা ঘরে বসে সহজে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারেন।
এ বিষয়ে সহজের হটলাইনে যোগাযোগ করা হলে সেখানে সেবা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ওয়েবসাইটে ঢুকে ‘কন্টাক্ট আস’ নামের মেইলে ঢুকে সমস্যার বিষয় নিয়ে আবেদন করতে হবে। এসব সমস্যা সমাধানের বিষয়ে জানতে চাইলে সঠিক কোনো মন্তব্য করেনি তিনি।
নাম প্রকাশ না করার শর্তে টিকিট কাউন্টারের সহজের এক প্রতিনিধি বলেন, ‘টাকা কেটে নিয়ে টিকিট পাচ্ছে না এমন অভিযোগের কথা আমরাও শুনেছি এবং বিষয়টি নিয়ে আমরা চরম বিড়ম্বনায় রয়েছি।’
রেলওয়ের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
সম্প্রতি রেল কর্তৃপক্ষ ট্রেনের টিকিট বিক্রির দায়িত্ব দেয় ‘সহজ অ্যাপ’কে। ইতিমধ্যে অ্যাপে টাকা কেটে নেওয়ার পর টিকিট না পাওয়ার অভিযোগ মিলেছে। সেই সঙ্গে ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা বাধ্য হয়ে টিকিট কাউন্টারে আসছেন। সেখানে টিকিটের বরাদ্দ কম। এতে কেউ টিকিট পাচ্ছেন, কেউ না পেয়ে ফিরে যাচ্ছেন।
গতকাল সকাল ৯টায় সান্তাহার টিকিট কাউন্টারে কথা হয় নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে টিকিট কাটতে আসা ঢাকায় তিতুমীর কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র জহির রায়হানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে জানান, গত রোববার সকালে ‘সহজ’-এর ওয়েবসাইট থেকে সান্তাহার থেকে ঢাকা যাওয়ার জন্য দ্রুত ট্রেনের দুটি চেয়ার কোচের টিকিটের আবেদন করেন। ওয়েবসাইটে টাকা দেওয়ার পর ওটিপি নম্বর এলে তিনি সেটি নিশ্চিত করেন। এরপর ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ চেষ্টার পরও আর ওই ওয়েবসাইটে ঢুকতে পারেননি এবং কাঙ্ক্ষিত টিকিটও পাননি। পরে তিনি সহজের ১৬৩৭৪ নম্বরের হটলাইনে সহযোগিতা চাইলে তাঁকে কোনো প্রকার সহযোগিতা করা হয়নি।
আরেক ট্রেনযাত্রী শৈবাল ইসলাম বলেন, তিনিও গত সোমবার সকালে সহজের ওয়েবসাইট থেকে ঢাকা থেকে সান্তাহার জংশন স্টেশনে যাওয়ার জন্য ডেবিড কার্ডের মাধ্যমে ১ হাজার ৫২৪ টাকা দিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের (শীতাতপ নিয়ন্ত্রিত) দুটি স্নিগ্ধা টিকিটের জন্য আবেদন করেন। ওয়েবসাইটে টাকা প্রদানের পর ওটিপি নম্বর এলে তিনি সেটি নিশ্চিত করেন। এরপর থেকে ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ চেষ্টার পরও টিকিট পাননি।
আদমদীঘির ট্রেনযাত্রী মিহির কুমার বলেন, সহজের নতুন ই-টিকিট ওয়েবসাইটের সমস্যা লেগেই আছে। ওটিপি নম্বর আসে না। প্রোফাইল এডিট করার সুযোগ নেই। ওয়েবসাইটের ইন্টারফেস তেমন ভালো না। তাই তিনি সহজ ওয়েবসাইটটি নামে যেমন সহজ, তেমনি কাজেও সহজ করার দাবি জানিয়েছেন। যাতে করে যাত্রীরা ঘরে বসে সহজে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারেন।
এ বিষয়ে সহজের হটলাইনে যোগাযোগ করা হলে সেখানে সেবা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ওয়েবসাইটে ঢুকে ‘কন্টাক্ট আস’ নামের মেইলে ঢুকে সমস্যার বিষয় নিয়ে আবেদন করতে হবে। এসব সমস্যা সমাধানের বিষয়ে জানতে চাইলে সঠিক কোনো মন্তব্য করেনি তিনি।
নাম প্রকাশ না করার শর্তে টিকিট কাউন্টারের সহজের এক প্রতিনিধি বলেন, ‘টাকা কেটে নিয়ে টিকিট পাচ্ছে না এমন অভিযোগের কথা আমরাও শুনেছি এবং বিষয়টি নিয়ে আমরা চরম বিড়ম্বনায় রয়েছি।’
রেলওয়ের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে