মুলাদী প্রতিনিধি
মুলাদীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভুলে টিকা না পেয়ে ফিরে গেছে দুই শতাধিক শিক্ষার্থী। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এসে টিকা নিতে না পেরে হতাশ হয়েছে তারা। গতকাল শনিবার উপজেলার চরকালেখান আদর্শ কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রে এসে টিকা না পেয়ে ফিরে যায়। টিকা না থাকার বিষয়টি শিক্ষা কর্মকর্তা না জানানোয় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা।
জানা গেছে, চরকালেখান আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য ৮ জানুয়ারি নির্ধারণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। সেই হিসেবে কলেজ অধ্যক্ষকে চিঠিও দেন তিনি। ওই কলেজের অধ্যক্ষ ছেলেদের মুলাদী সরকারি কলেজ কেন্দ্রে এবং মেয়েদের মুলাদী সরকারি মাহমুদজান কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেন।
শনিবার সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা টিকা নেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হতে থাকে। কিন্তু কেন্দ্রে টিকাদান কর্মীদের না দেখে হতাশ হয় তারা। পরবর্তীকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে টিকা নেই বলে জানান তিনি।
কলেজের শিক্ষার্থী হাজেরা আক্তার জানায়, কলেজের সব শিক্ষার্থীই টিকা কেন্দ্রে এসেছে। তারা প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে টিকা নিতে এসেছে। আগেও টিকা নিতে এসে না পেয়ে ফিরে গেছে তারা।
চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। কলেজ থেকে ২৩৯ জন শিক্ষার্থীকে শনিবার টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বিষয়টি না জানানোয় শিক্ষার্থীরা টিকা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, টিকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছিল। বিষয়টি ভুলে কলেজ কর্তৃপক্ষকে না জানানোয় শিক্ষার্থীরা কেন্দ্রে এসে ফিরে গেছে।
মুলাদীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভুলে টিকা না পেয়ে ফিরে গেছে দুই শতাধিক শিক্ষার্থী। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এসে টিকা নিতে না পেরে হতাশ হয়েছে তারা। গতকাল শনিবার উপজেলার চরকালেখান আদর্শ কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রে এসে টিকা না পেয়ে ফিরে যায়। টিকা না থাকার বিষয়টি শিক্ষা কর্মকর্তা না জানানোয় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা।
জানা গেছে, চরকালেখান আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য ৮ জানুয়ারি নির্ধারণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। সেই হিসেবে কলেজ অধ্যক্ষকে চিঠিও দেন তিনি। ওই কলেজের অধ্যক্ষ ছেলেদের মুলাদী সরকারি কলেজ কেন্দ্রে এবং মেয়েদের মুলাদী সরকারি মাহমুদজান কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেন।
শনিবার সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা টিকা নেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হতে থাকে। কিন্তু কেন্দ্রে টিকাদান কর্মীদের না দেখে হতাশ হয় তারা। পরবর্তীকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে টিকা নেই বলে জানান তিনি।
কলেজের শিক্ষার্থী হাজেরা আক্তার জানায়, কলেজের সব শিক্ষার্থীই টিকা কেন্দ্রে এসেছে। তারা প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে টিকা নিতে এসেছে। আগেও টিকা নিতে এসে না পেয়ে ফিরে গেছে তারা।
চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। কলেজ থেকে ২৩৯ জন শিক্ষার্থীকে শনিবার টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বিষয়টি না জানানোয় শিক্ষার্থীরা টিকা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, টিকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছিল। বিষয়টি ভুলে কলেজ কর্তৃপক্ষকে না জানানোয় শিক্ষার্থীরা কেন্দ্রে এসে ফিরে গেছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে