পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোট এলাকায় স্থাপিত পণ্য পরিবহনের ওজন নিয়ন্ত্রণ যন্ত্র আট বছর ধরে বিকল। অতিরিক্ত পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় হুমকিতে পড়েছে মহাসড়ক।
লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার মির্জারকোট গ্রামের মহাসড়কের পাশে ২০১৩ সালের ডিসেম্বরে ৫৫ লাখ টাকা ব্যয়ে ওজন নিয়ন্ত্রণ যন্ত্রটি স্থাপন করে সওজ। স্থাপনের মাসে পরপর দুবার পরীক্ষামূলক চালু করার সময়ই সেটি বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য চীনা কোম্পানির প্রকৌশলীরা নিয়ে যান। মেরামত করতে না পেরে ওই যন্ত্র নষ্ট অবস্থায় তাঁরা ফেরত দেন।
ব্যবসায়ীরা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন ৫০০-এর বেশি পণ্যবাহী গাড়ি এ মহাসড়ক দিয়ে চলাচল করে। এ ছাড়া পাটগ্রাম উপজেলা থেকে তোলা পাথর, বালু নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্থানে। অতিরিক্ত ওজনের এসব পণ্য দেদার নিয়ে যাওয়ায় মহাসড়ক নষ্ট হচ্ছে। পাশাপাশি পাটগ্রাম-ঢাকা রুটের একাধিক স্থানে নির্মিত সেতু ঝুঁকিতে পড়েছে। বেপরোয়া গতিতে পণ্য নিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে ঘটছে দুর্ঘটনা।
গতকাল বুধবার উপজেলার মির্জারকোট এলাকায় গিয়ে দেখা যায়, ওজন নিয়ন্ত্রণকেন্দ্রটি তালাবদ্ধ।
২০১০ সালে বুড়িমারী শুল্কস্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করে সরকার। ওই বছরই এ বন্দরের উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দুই বছর পর স্থলবন্দর সড়ক দিয়ে অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণে ২০১৩ সালে ওজন নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন করা হয়। এই উপজেলায় বেসরকারিভাবে আরও ছয়টি ওজন নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপিত রয়েছে।
পাটগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মহাসড়কে অতিরিক্ত পণ্যবোঝাই গাড়ি-ট্রাক চলাচল রোধে আলোচনা হয়। ওই সময় সওজের ওজন নিয়ন্ত্রণকেন্দ্রটি নষ্ট হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সেটি দ্রুত চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ করছে ট্রাফিক পুলিশ বিভাগ।
সওজের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার বলেন, ‘ওজন নিয়ন্ত্রণ যন্ত্রটি স্থাপনের পরই যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য সংশ্লিষ্ট কোম্পানিতে পাঠানো হয়। ওই কোম্পানিও মেরামত করতে পারেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, সড়ক ও সেতুর স্থায়িত্ব ধরে রাখতে ওজন নিয়ন্ত্রণকেন্দ্রটি দ্রুত সচল করা প্রয়োজন। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোট এলাকায় স্থাপিত পণ্য পরিবহনের ওজন নিয়ন্ত্রণ যন্ত্র আট বছর ধরে বিকল। অতিরিক্ত পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় হুমকিতে পড়েছে মহাসড়ক।
লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার মির্জারকোট গ্রামের মহাসড়কের পাশে ২০১৩ সালের ডিসেম্বরে ৫৫ লাখ টাকা ব্যয়ে ওজন নিয়ন্ত্রণ যন্ত্রটি স্থাপন করে সওজ। স্থাপনের মাসে পরপর দুবার পরীক্ষামূলক চালু করার সময়ই সেটি বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য চীনা কোম্পানির প্রকৌশলীরা নিয়ে যান। মেরামত করতে না পেরে ওই যন্ত্র নষ্ট অবস্থায় তাঁরা ফেরত দেন।
ব্যবসায়ীরা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন ৫০০-এর বেশি পণ্যবাহী গাড়ি এ মহাসড়ক দিয়ে চলাচল করে। এ ছাড়া পাটগ্রাম উপজেলা থেকে তোলা পাথর, বালু নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্থানে। অতিরিক্ত ওজনের এসব পণ্য দেদার নিয়ে যাওয়ায় মহাসড়ক নষ্ট হচ্ছে। পাশাপাশি পাটগ্রাম-ঢাকা রুটের একাধিক স্থানে নির্মিত সেতু ঝুঁকিতে পড়েছে। বেপরোয়া গতিতে পণ্য নিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে ঘটছে দুর্ঘটনা।
গতকাল বুধবার উপজেলার মির্জারকোট এলাকায় গিয়ে দেখা যায়, ওজন নিয়ন্ত্রণকেন্দ্রটি তালাবদ্ধ।
২০১০ সালে বুড়িমারী শুল্কস্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করে সরকার। ওই বছরই এ বন্দরের উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দুই বছর পর স্থলবন্দর সড়ক দিয়ে অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণে ২০১৩ সালে ওজন নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন করা হয়। এই উপজেলায় বেসরকারিভাবে আরও ছয়টি ওজন নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপিত রয়েছে।
পাটগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মহাসড়কে অতিরিক্ত পণ্যবোঝাই গাড়ি-ট্রাক চলাচল রোধে আলোচনা হয়। ওই সময় সওজের ওজন নিয়ন্ত্রণকেন্দ্রটি নষ্ট হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সেটি দ্রুত চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ করছে ট্রাফিক পুলিশ বিভাগ।
সওজের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার বলেন, ‘ওজন নিয়ন্ত্রণ যন্ত্রটি স্থাপনের পরই যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য সংশ্লিষ্ট কোম্পানিতে পাঠানো হয়। ওই কোম্পানিও মেরামত করতে পারেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, সড়ক ও সেতুর স্থায়িত্ব ধরে রাখতে ওজন নিয়ন্ত্রণকেন্দ্রটি দ্রুত সচল করা প্রয়োজন। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে