যশোর প্রতিনিধি
যশোরে একই পরিবারের হাতে রয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ডিলারের ৫টি লাইসেন্স। নিয়ম অমান্য করে এসব লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগপাওয়া গেছে।
ওই লাইসেন্সের বিপরীতে টিসিবির ভর্তুকি পণ্য বিক্রি করা নিয়ে অভিযোগ রয়েছে।
এমনকি সংকটের সময় টিসিবির পাশে না থাকার অভিযোগও রয়েছে পরিবারটির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।
এতে সরকারের ন্যায্যমূল্যে সাধারণের কাছে পণ্য বিক্রির কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের।
বিভিন্ন সূত্রে জান গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে টিসিবি ভর্তুকি মূল্যে নিম্নআয়ের মানুষের মাজে পণ্য বিক্রি করে থাকে। এই পণ্য যাতে বিভিন্ন এলাকার মানুষ পান সেই লক্ষ্যে ডিলারদের লাইসেন্স দেওয়া হয়। নজর রাখা হয় যেন এক জায়গায় একাধিক লাইসেন্স না যায়। কিন্তু যশোরের বসুন্দিয়ার নূর মোহাম্মদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। এক নূর মোহাম্মদের পরিবারেই রয়েছেন টিসিবির পাঁচজন ডিলার।
খোঁজ নিয়ে জানা গেছে, বসুন্দিয়ার নূর মোহাম্মদ নিজে, দুই ছেলে, মেয়ে ও জামাইয়ের নামে টিসিবির লাইসেন্স নিয়েছেন অনৈতিক পন্থায়। তাঁর পরিবারের পাঁচটি লাইসেন্সের মধ্যে তিনটি বসুন্দিয়ায় ও দুটি রয়েছে মনিরামপুরে।
বসুন্দিয়ার তিনটির মধ্যে একটি নূর মোহাম্মদের নামে। দুই ছেলের নামে নিয়েছেন বাকি দুটি। এই তিনটি লাইসেন্স হচ্ছে, মেসার্স নূর মোহাম্মদ ট্রেডার্স, রিফাত এন্টারপ্রাইজ ও আরাফাত এন্টারপ্রাইজ।
এ ছাড়া মনিরামপুরের ঠিকানায় থাকা দুটি লাইসেন্সের একটি মেয়ের নামে এবং অপরটি রয়েছে জামাইয়ের নামে। এই দুটি লাইসেন্স হচ্ছে রিক্তি এন্টারপ্রাইজ ও নোমান এন্টারপ্রাইজ।
যখন অন্যান্যরা টিসিবির লাইসেন্স নিতে গিয়ে ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে, সে সময়ে এক নূর মোহাম্মদের পরিবারেই পাঁচটি লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে বসুন্দিয়ার একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, নূর মোহাম্মদ অনৈতিক পন্থায় একাই পাঁচটি লাইসেন্স নিয়েছেন।
তিনি বেশির ভাগ ক্ষেত্রেই দাম বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে সয়াবিন তেল, চিনিসহ অন্যান্য পণ্য ভিন্ন মুদি দোকানে বিক্রি করছেন। এতে ওই সব এলাকার নির্ধারিত সংখ্যক মানুষ ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে পারছেন না। সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে ফিরে যেতে হয়েছে।
এ বিষয়ে টিসিবির ডিলার নূর মোহাম্মদের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, ‘এসব অভিযোগ আমরাও পেয়েছি। নতুন বিধিমালা অনুযায়ী নূর মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।’
টিসিবির ঝিনাইদহ অফিসের সহকারী কার্য নির্বাহী ও অফিস প্রধান মো. সোহেল রানা বলেন, ‘ডিলার নূর মোহাম্মদ একজন সুবিধাবাদী চরিত্রের লোক। টিসিবি বিপদে থাকলে তাঁকে পাশে পাওয়া যায় না। যে পণ্যের চাহিদা কম সেই পণ্য তিনি নিতে চান না।’
তিনি বলেন, ‘এ কারণে গত বছর তাঁকে শোকজ করা হয়েছিল। এর পর তাঁকে ছয় মাস পণ্য বিক্রি থেকে দূরে রাখা হয়েছিল। পরে মুচলেকা দেওয়ায় তাঁকে আবারও পণ্য দেওয়া হচ্ছে।’
অফিস প্রধান সোহেল রানা আরও বলেন, ‘নূর মোহাম্মদের বিরুদ্ধে আমাদের কাছেও অভিযোগ এসেছে। সেগুলোর তদন্ত চলছে। প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরে একই পরিবারের হাতে রয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ডিলারের ৫টি লাইসেন্স। নিয়ম অমান্য করে এসব লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগপাওয়া গেছে।
ওই লাইসেন্সের বিপরীতে টিসিবির ভর্তুকি পণ্য বিক্রি করা নিয়ে অভিযোগ রয়েছে।
এমনকি সংকটের সময় টিসিবির পাশে না থাকার অভিযোগও রয়েছে পরিবারটির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।
এতে সরকারের ন্যায্যমূল্যে সাধারণের কাছে পণ্য বিক্রির কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের।
বিভিন্ন সূত্রে জান গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে টিসিবি ভর্তুকি মূল্যে নিম্নআয়ের মানুষের মাজে পণ্য বিক্রি করে থাকে। এই পণ্য যাতে বিভিন্ন এলাকার মানুষ পান সেই লক্ষ্যে ডিলারদের লাইসেন্স দেওয়া হয়। নজর রাখা হয় যেন এক জায়গায় একাধিক লাইসেন্স না যায়। কিন্তু যশোরের বসুন্দিয়ার নূর মোহাম্মদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। এক নূর মোহাম্মদের পরিবারেই রয়েছেন টিসিবির পাঁচজন ডিলার।
খোঁজ নিয়ে জানা গেছে, বসুন্দিয়ার নূর মোহাম্মদ নিজে, দুই ছেলে, মেয়ে ও জামাইয়ের নামে টিসিবির লাইসেন্স নিয়েছেন অনৈতিক পন্থায়। তাঁর পরিবারের পাঁচটি লাইসেন্সের মধ্যে তিনটি বসুন্দিয়ায় ও দুটি রয়েছে মনিরামপুরে।
বসুন্দিয়ার তিনটির মধ্যে একটি নূর মোহাম্মদের নামে। দুই ছেলের নামে নিয়েছেন বাকি দুটি। এই তিনটি লাইসেন্স হচ্ছে, মেসার্স নূর মোহাম্মদ ট্রেডার্স, রিফাত এন্টারপ্রাইজ ও আরাফাত এন্টারপ্রাইজ।
এ ছাড়া মনিরামপুরের ঠিকানায় থাকা দুটি লাইসেন্সের একটি মেয়ের নামে এবং অপরটি রয়েছে জামাইয়ের নামে। এই দুটি লাইসেন্স হচ্ছে রিক্তি এন্টারপ্রাইজ ও নোমান এন্টারপ্রাইজ।
যখন অন্যান্যরা টিসিবির লাইসেন্স নিতে গিয়ে ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে, সে সময়ে এক নূর মোহাম্মদের পরিবারেই পাঁচটি লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে বসুন্দিয়ার একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, নূর মোহাম্মদ অনৈতিক পন্থায় একাই পাঁচটি লাইসেন্স নিয়েছেন।
তিনি বেশির ভাগ ক্ষেত্রেই দাম বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে সয়াবিন তেল, চিনিসহ অন্যান্য পণ্য ভিন্ন মুদি দোকানে বিক্রি করছেন। এতে ওই সব এলাকার নির্ধারিত সংখ্যক মানুষ ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে পারছেন না। সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে ফিরে যেতে হয়েছে।
এ বিষয়ে টিসিবির ডিলার নূর মোহাম্মদের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, ‘এসব অভিযোগ আমরাও পেয়েছি। নতুন বিধিমালা অনুযায়ী নূর মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।’
টিসিবির ঝিনাইদহ অফিসের সহকারী কার্য নির্বাহী ও অফিস প্রধান মো. সোহেল রানা বলেন, ‘ডিলার নূর মোহাম্মদ একজন সুবিধাবাদী চরিত্রের লোক। টিসিবি বিপদে থাকলে তাঁকে পাশে পাওয়া যায় না। যে পণ্যের চাহিদা কম সেই পণ্য তিনি নিতে চান না।’
তিনি বলেন, ‘এ কারণে গত বছর তাঁকে শোকজ করা হয়েছিল। এর পর তাঁকে ছয় মাস পণ্য বিক্রি থেকে দূরে রাখা হয়েছিল। পরে মুচলেকা দেওয়ায় তাঁকে আবারও পণ্য দেওয়া হচ্ছে।’
অফিস প্রধান সোহেল রানা আরও বলেন, ‘নূর মোহাম্মদের বিরুদ্ধে আমাদের কাছেও অভিযোগ এসেছে। সেগুলোর তদন্ত চলছে। প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৪ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৭ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে