দুর্নীতি প্রতিরোধে শপথ

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০৫: ৫৮
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ১০

মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে দুর্নীতি রোধের শপথ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। প্রতিনিধিদের পাঠানো খবর:

কাঠালিয়া (ঝালকাঠি) : কাঠালিয়া উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও শপথ অনুষ্ঠান হয়। মানববন্ধন শেষে উপজেলা পাবলিক লাইব্রেরির সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুফল চন্দ্র গোলদার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ ইদ্রিস মিঞার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন অর রশিদ, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন প্রমুখ।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : ভেদরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা চত্বরে এই মানববন্ধন ও আলোচনা সভা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আজম ফরিদী সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি দেলোয়ার হোসেন বাবুল খান।

চরফ্যাশন (ভোলা) : ‘দুর্নীতি করব না, সইব না, মানব না’ স্লোগানে চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পরিবার উন্নয়ন সংস্থার সহযোগিতায় দিবসটি পালন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ।

রাজৈর (মাদারীপুর) : রাজৈরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আছমত আলী খান মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশিম সেপাহীর সভাপতিত্বে আলোচনা সভা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রংপুরে সাবেক দুই এমপিসহ আ.লীগ-জাতীয় পার্টির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা

‘এই দিন দিন না, আরও দিন আছে’, আদালতে বললেন কামরুল

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা

প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনতে আইন সংশোধন হচ্ছে: আসিফ নজরুল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত