মো. শামীম হোসেন, পাংশা (রাজবাড়ী)
খানাখন্দে পরিণত হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়ক। সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে হাসপাতালে সেবা নিতে এসে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনেরা।
জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মানুষ এই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসে। এ ছাড়া কালুখালী ও খোকসা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষও চিকিৎসাসেবা নিতে আসে এই হাসপাতালে। হাসপাতালে যাওয়ার একমাত্র সড়ক হওয়ায় এটি দিয়েই হাসপাতালে যেতে হয় সবাইকে। এ ছাড়া সড়কটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে।
হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা এক রোগীর স্বজন আবুল কাশেম বলেন, ছোট যানবাহনে চড়ে হাসপাতালের এই সড়কে প্রবেশের পর থেকে নামার আগ পর্যন্ত শুধু ঝাঁকি আর ঝাঁকি খেতে হয়। এই রাস্তা এত খারাপ যে, হাসপাতালে রোগী আসে চিকিৎসা নিতে; কিন্তু এই রাস্তায় এলে ঝাঁকিতে রোগী আরও অসুস্থ হয়ে যায়।
জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা মো. শাজাহান নামের এক রোগী বলেন, রোগীর তো এমনিতেই জান যায় যায় অবস্থা থাকে। তারপর এই রাস্তায় এলে মরার উপক্রম হয়। এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
রোগী নিয়ে আসা শীলা বিশ্বাস বলেন, ‘গত সপ্তাহে আমার বৃদ্ধ শাশুড়িকে নিয়ে হাসপাতালে আসছিলাম। ডাক্তার এক সপ্তাহ পরে আসতে বলেছেন। আমার শাশুড়ি এই রাস্তার কারণে হাসপাতালে আসতে চাচ্ছিলেন না। অনেক বলে-কয়ে, বুঝিয়ে ডাক্তারের কাছে আনতে হয়েছে। এই রাস্তায় বয়স্ক মানুষের চলাচলের কোনো উপায়ই নেই।’
আব্দুল সরদার নামের এক ভ্যানচালক বলেন, ‘প্রায় চার-পাঁচ বছর আগে থেকে রাস্তা ফাটা শুরু হয়েছে। এই রাস্তা দিয়ে গেলে রোগীরও সমস্যা হয়, আবার আমাদের গাড়িরও সমস্যা হয়। তবুও আসতে হয়।’
পাংশা পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মাস্টার বলেন, ‘উপজেলা থেকে হাসপাতাল পর্যন্ত এই রাস্তাটি অনেক আগে নির্মাণ করা হয়েছে। উপজেলা পুকুরে মাছ চাষ করার কারণে রাস্তার যে ওয়েট ছিল তা নষ্ট হয়ে গেছে। এ কারণে রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল ধরে নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে সড়কটিতে রোগী ও জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা পৌরসভার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে রাস্তাটি করার চেষ্টা করছি। ছয় মাস থেকে এক বছরের মধ্যে রাস্তাটি সংস্কার করতে পারব বলে আশা করছি।’
খানাখন্দে পরিণত হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়ক। সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে হাসপাতালে সেবা নিতে এসে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনেরা।
জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মানুষ এই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসে। এ ছাড়া কালুখালী ও খোকসা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষও চিকিৎসাসেবা নিতে আসে এই হাসপাতালে। হাসপাতালে যাওয়ার একমাত্র সড়ক হওয়ায় এটি দিয়েই হাসপাতালে যেতে হয় সবাইকে। এ ছাড়া সড়কটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে।
হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা এক রোগীর স্বজন আবুল কাশেম বলেন, ছোট যানবাহনে চড়ে হাসপাতালের এই সড়কে প্রবেশের পর থেকে নামার আগ পর্যন্ত শুধু ঝাঁকি আর ঝাঁকি খেতে হয়। এই রাস্তা এত খারাপ যে, হাসপাতালে রোগী আসে চিকিৎসা নিতে; কিন্তু এই রাস্তায় এলে ঝাঁকিতে রোগী আরও অসুস্থ হয়ে যায়।
জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা মো. শাজাহান নামের এক রোগী বলেন, রোগীর তো এমনিতেই জান যায় যায় অবস্থা থাকে। তারপর এই রাস্তায় এলে মরার উপক্রম হয়। এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
রোগী নিয়ে আসা শীলা বিশ্বাস বলেন, ‘গত সপ্তাহে আমার বৃদ্ধ শাশুড়িকে নিয়ে হাসপাতালে আসছিলাম। ডাক্তার এক সপ্তাহ পরে আসতে বলেছেন। আমার শাশুড়ি এই রাস্তার কারণে হাসপাতালে আসতে চাচ্ছিলেন না। অনেক বলে-কয়ে, বুঝিয়ে ডাক্তারের কাছে আনতে হয়েছে। এই রাস্তায় বয়স্ক মানুষের চলাচলের কোনো উপায়ই নেই।’
আব্দুল সরদার নামের এক ভ্যানচালক বলেন, ‘প্রায় চার-পাঁচ বছর আগে থেকে রাস্তা ফাটা শুরু হয়েছে। এই রাস্তা দিয়ে গেলে রোগীরও সমস্যা হয়, আবার আমাদের গাড়িরও সমস্যা হয়। তবুও আসতে হয়।’
পাংশা পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মাস্টার বলেন, ‘উপজেলা থেকে হাসপাতাল পর্যন্ত এই রাস্তাটি অনেক আগে নির্মাণ করা হয়েছে। উপজেলা পুকুরে মাছ চাষ করার কারণে রাস্তার যে ওয়েট ছিল তা নষ্ট হয়ে গেছে। এ কারণে রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল ধরে নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে সড়কটিতে রোগী ও জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা পৌরসভার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে রাস্তাটি করার চেষ্টা করছি। ছয় মাস থেকে এক বছরের মধ্যে রাস্তাটি সংস্কার করতে পারব বলে আশা করছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে