কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে রেজাউল ইসলাম (৫৬) নামের এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রেজাউল কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, রেজাউলের অনেক টাকা ধার-দেনা ছিল। কিছুদিন যাবৎ বিভিন্ন মানুষের কাছে মৃত্যুর কথা বলে মাফ চেয়েছিলেন। তাঁদের ধারণা, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে রেজাউল ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল কেশবপুরের নিদেনতলায় শ্বশুরবাড়িতে থাকতেন। উপজেলার শালঘর মধুয়ায় তাঁর নিজের বাড়ি। স্ত্রী শেফালী আক্তার চর আগ্রাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দম্পতির ২ ছেলে রয়েছে। রেজাউল নতুন বাড়ি ও বাজারে একটি মার্কেট নির্মাণ করতে গিয়ে প্রায় ২০ লাখ টাকা ধার-দেনা করেন। দেনার টাকার জন্য স্বজনদের কাছে সহযোগিতা চাইতেন। গত সোমবার বিকেলে তিনি নিজ গ্রামে যান। সেখানে গিয়ে বলেন, দুই লাখ টাকা না দিলে তাঁকে আর পাওয়া যাবে না। পরে তাঁর ভাইয়েরা তাঁকে ১ লাখ ৭০ হাজার টাকা দেন। বাড়ি এসে অন্যান্য দিনের মতোই ঘুমিয়ে পড়েন। ভোররাতে স্ত্রী ঘরের পাশের গ্রিলে রশির সঙ্গে ঝুলতে দেখেন। তাঁর স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে নিচে নামান।
কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসুর আলী বলেন, ‘গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক আড্ডায় চিরবিদায়ের কথা বলেছিলেন। কিন্তু সত্যিই চলে যাবেন, ভাবতে পারিনি।’ তিনি বলেন, ‘আজ শুনছি, তাঁর অনেক টাকা দেনা। হয়তো দেনার চাপে আত্মহত্যা করেছেন।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল করে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেজাউল আত্মহত্যা করেছেন।
কুষ্টিয়ার কুমারখালীতে রেজাউল ইসলাম (৫৬) নামের এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রেজাউল কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, রেজাউলের অনেক টাকা ধার-দেনা ছিল। কিছুদিন যাবৎ বিভিন্ন মানুষের কাছে মৃত্যুর কথা বলে মাফ চেয়েছিলেন। তাঁদের ধারণা, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে রেজাউল ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল কেশবপুরের নিদেনতলায় শ্বশুরবাড়িতে থাকতেন। উপজেলার শালঘর মধুয়ায় তাঁর নিজের বাড়ি। স্ত্রী শেফালী আক্তার চর আগ্রাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দম্পতির ২ ছেলে রয়েছে। রেজাউল নতুন বাড়ি ও বাজারে একটি মার্কেট নির্মাণ করতে গিয়ে প্রায় ২০ লাখ টাকা ধার-দেনা করেন। দেনার টাকার জন্য স্বজনদের কাছে সহযোগিতা চাইতেন। গত সোমবার বিকেলে তিনি নিজ গ্রামে যান। সেখানে গিয়ে বলেন, দুই লাখ টাকা না দিলে তাঁকে আর পাওয়া যাবে না। পরে তাঁর ভাইয়েরা তাঁকে ১ লাখ ৭০ হাজার টাকা দেন। বাড়ি এসে অন্যান্য দিনের মতোই ঘুমিয়ে পড়েন। ভোররাতে স্ত্রী ঘরের পাশের গ্রিলে রশির সঙ্গে ঝুলতে দেখেন। তাঁর স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে নিচে নামান।
কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসুর আলী বলেন, ‘গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক আড্ডায় চিরবিদায়ের কথা বলেছিলেন। কিন্তু সত্যিই চলে যাবেন, ভাবতে পারিনি।’ তিনি বলেন, ‘আজ শুনছি, তাঁর অনেক টাকা দেনা। হয়তো দেনার চাপে আত্মহত্যা করেছেন।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল করে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেজাউল আত্মহত্যা করেছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে