বিনোদন প্রতিবেদক, ঢাকা
মানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। যার একটি নির্মাণ করছেন আশুতোষ সুজন। তাঁর নির্মিত গল্পের নাম ‘ফিল্ম কানন’। সিনেমাপাগল একজন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
বজলু আপাদমস্তক একজন সিনেমাপ্রেমী মানুষ। দিনরাত কাটে সিনেমার কল্পনায়। তার একমাত্র স্বপ্ন, সিনেমার নায়ক হওয়া। স্বপ্ন পূরণের আশায় বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলু দিনের পর দিন দাঁড়িয়ে থাকে এফডিসির গেটে, একটি সুযোগের আশায়। নায়ক হওয়ার স্বপ্নে বিভোর বজলুর জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পই ফুটে উঠেছে ফিল্ম কানন সিনেমায়। মূল চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ।
ফজলুর রহমান বাবু বলেন, ‘মানুষের জীবনে তো নানা রকমের স্বপ্ন থাকে। কেউ স্বপ্ন দেখে শিল্পপতি হবে, কেউ স্বপ্ন দেখে খ্যাতিমান খেলোয়াড় হবে। এই সিনেমার বজলু নামের লোকটা সারা জীবন স্বপ্ন দেখেছে সে নায়ক হবে। সেই স্বপ্নটা তার কীভাবে পূরণ হবে সে জানে না। কিন্তু নিজের স্বপ্নটা বুকে নিয়ে সে ঠিকই পথে নামে নায়ক হওয়ার আশায়। অতি সাধারণ একটা গল্পে বিরাট এক তাৎপর্য লুকিয়ে আছে।
সামিয়া অথৈ বলেন, ‘সিনেমার গল্পটা আমার খুব ভালো লেগেছে। বাবু ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে নিশ্চিত। আমি অভিনয় করেছি বলে বলছি না, ফিল্ম কানন গল্পটা দর্শকের মন ছুঁয়ে যাবে।’
ফিল্ম কানন নিয়ে নির্মাতা আশুতোষ সুজন বলেন, ‘সিনেমা অনেকের কাছেই স্বপ্নের মতো। বজলুও তেমন একজন। স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে বয়স হয়ে গেলেও সে এখনো স্বপ্ন দেখে। জীবন জুয়া সিনেমায় ফিল্ম কাননের দৈর্ঘ্য ৩০ মিনিট। এই সময়ের মধ্যেই সিনেমা নিয়ে মানুষের আবেগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
কংকর আহসানের গল্পে চিত্রনাট্য লিখেছেন আশুতোষ সুজন। জীবন জুয়া সিনেমার অন্য দুটি গল্প হচ্ছে ‘খোয়াব’ ও ‘প্রিয় প্রাক্তন’। আবুল খায়ের চাঁদের পরিচালনায় খোয়াবে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। অন্যদিকে ইফতেখার মাহমুদ ওসিন বানিয়েছেন প্রিয় প্রাক্তন। এতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও সুদীপ বিশ্বাস দীপ।
জীবন জুয়া প্রযোজনা করছেন শেখ নওয়িদ রাশিদ। প্রযোজক রাশিদ বলেন, ‘জীবন জুয়ার তিনটি গল্প তিনটি ভিন্ন জীবনের কথা বলে। বেঁচে থাকার তাগিদে মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। সেই স্বপ্ন পূরণে কখনো কখনো জীবন বাজি রাখে মানুষ। বাজি ধরা সেই সব মানুষের গল্প জীবন জুয়া।’
ইতিমধ্যে শেষ হয়েছে জীবন জুয়া সিনেমার তিনটি গল্পের শুটিং। আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
মানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। যার একটি নির্মাণ করছেন আশুতোষ সুজন। তাঁর নির্মিত গল্পের নাম ‘ফিল্ম কানন’। সিনেমাপাগল একজন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
বজলু আপাদমস্তক একজন সিনেমাপ্রেমী মানুষ। দিনরাত কাটে সিনেমার কল্পনায়। তার একমাত্র স্বপ্ন, সিনেমার নায়ক হওয়া। স্বপ্ন পূরণের আশায় বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলু দিনের পর দিন দাঁড়িয়ে থাকে এফডিসির গেটে, একটি সুযোগের আশায়। নায়ক হওয়ার স্বপ্নে বিভোর বজলুর জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পই ফুটে উঠেছে ফিল্ম কানন সিনেমায়। মূল চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ।
ফজলুর রহমান বাবু বলেন, ‘মানুষের জীবনে তো নানা রকমের স্বপ্ন থাকে। কেউ স্বপ্ন দেখে শিল্পপতি হবে, কেউ স্বপ্ন দেখে খ্যাতিমান খেলোয়াড় হবে। এই সিনেমার বজলু নামের লোকটা সারা জীবন স্বপ্ন দেখেছে সে নায়ক হবে। সেই স্বপ্নটা তার কীভাবে পূরণ হবে সে জানে না। কিন্তু নিজের স্বপ্নটা বুকে নিয়ে সে ঠিকই পথে নামে নায়ক হওয়ার আশায়। অতি সাধারণ একটা গল্পে বিরাট এক তাৎপর্য লুকিয়ে আছে।
সামিয়া অথৈ বলেন, ‘সিনেমার গল্পটা আমার খুব ভালো লেগেছে। বাবু ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে নিশ্চিত। আমি অভিনয় করেছি বলে বলছি না, ফিল্ম কানন গল্পটা দর্শকের মন ছুঁয়ে যাবে।’
ফিল্ম কানন নিয়ে নির্মাতা আশুতোষ সুজন বলেন, ‘সিনেমা অনেকের কাছেই স্বপ্নের মতো। বজলুও তেমন একজন। স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে বয়স হয়ে গেলেও সে এখনো স্বপ্ন দেখে। জীবন জুয়া সিনেমায় ফিল্ম কাননের দৈর্ঘ্য ৩০ মিনিট। এই সময়ের মধ্যেই সিনেমা নিয়ে মানুষের আবেগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
কংকর আহসানের গল্পে চিত্রনাট্য লিখেছেন আশুতোষ সুজন। জীবন জুয়া সিনেমার অন্য দুটি গল্প হচ্ছে ‘খোয়াব’ ও ‘প্রিয় প্রাক্তন’। আবুল খায়ের চাঁদের পরিচালনায় খোয়াবে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। অন্যদিকে ইফতেখার মাহমুদ ওসিন বানিয়েছেন প্রিয় প্রাক্তন। এতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও সুদীপ বিশ্বাস দীপ।
জীবন জুয়া প্রযোজনা করছেন শেখ নওয়িদ রাশিদ। প্রযোজক রাশিদ বলেন, ‘জীবন জুয়ার তিনটি গল্প তিনটি ভিন্ন জীবনের কথা বলে। বেঁচে থাকার তাগিদে মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। সেই স্বপ্ন পূরণে কখনো কখনো জীবন বাজি রাখে মানুষ। বাজি ধরা সেই সব মানুষের গল্প জীবন জুয়া।’
ইতিমধ্যে শেষ হয়েছে জীবন জুয়া সিনেমার তিনটি গল্পের শুটিং। আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে