আবদুল আযীয কাসেমি
আরবের এক কবি শিশুদের দারুণ এক উপমায় তুলে এনেছেন। তিনি বলেন, ‘আমাদের শিশুরা মূলত আমাদের কলিজার টুকরো, যা মানুষের আকারে হেঁটে বেড়াচ্ছে পৃথিবীর বুকে।’ সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যেক সচেতন মা-বাবাই কামনা করেন। সন্তানের শারীরিক বিকাশের ব্যাপারে তাঁরা যেমন যত্নবান থাকেন, মানসিক ও নৈতিক বিকাশের ব্যাপারেও তাঁরা সচেতন থাকেন। শিশুদের মন অত্যন্ত কোমল। তাই তাদের মনে যা-ই গেঁথে দেওয়া হয়, তা তাদের চিরকাল মনে থাকে। বলা হয়ে থাকে, যে অভ্যাস শৈশব থেকে যৌবন পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, তা বার্ধক্যেও দূর করা যায় না। তাই সন্তানের শৈশবের শুরুতেই অভিভাবকদের উচিত তার নৈতিক জীবন গঠনে যত্নশীল হওয়া।
সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ। বাচ্চারা সাধারণত মিথ্যা বলে না। তবে বন্ধুদের মিথ্যা বলতে দেখলে সে প্রভাবিত হয় এবং মিথ্যা বলতে শেখে। মা-বাবার জন্য আবশ্যক হলো, সন্তানের সামনে কখনো মিথ্যা না বলা। যিনি শিশুদের শিক্ষক হবেন, তার জন্যও এ বিষয়ে পূর্ণ সচেতন থাকা আবশ্যক।
শিশুদের প্রহার করে কোনো কিছু শেখানো সম্ভব নয়; বরং ক্ষেত্রবিশেষে হিতে বিপরীত হয়। শিশুদের সঙ্গে আমরা যখনই কোনো ভুল করে ফেলব, আমাদের উচিত—তাদের কাছে দুঃখ প্রকাশ করা এবং ক্ষমা চাওয়া। এতে সে যেভাবে বিনয় শিখতে পারবে, তেমনি অর্জন করতে পারবে ক্ষমা করতে পারার যোগ্যতা। শিশু যদি কারও নামে বিচার দেয় এবং সে কাঁদতে থাকে, তখন যার নামে বিচার দেওয়া হয়েছে, তাকে তার সামনে শাস্তি দেওয়া ঠিক নয়; বরং শিশুকে সান্ত্বনা দিয়ে ক্ষমা করে দেওয়া উচিত।
শিশুরা সাধারণত অনেক কৃপণ হয়ে থাকে। তাদের পেটের ক্ষুধার চেয়ে চোখের ক্ষুধা থাকে অনেক বেশি। তারা কোনো কিছুই হাতছাড়া করতে চায় না। এ জন্য অভিভাবকদের উচিত, তাদের হাত দিয়ে অসহায় মানুষদের সাহায্য করা। এমনকি তার ভাইবোন ও আত্মীয়স্বজনকে তার হাত দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। এতে তার স্বভাবে লুকিয়ে থাকা কার্পণ্য দূর হয়ে যাবে।
মনে রাখতে হবে, শিশুরা দেখেই বেশি শেখে। তাই আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে যেমন নৈতিকতা থাকবে, তারাও আমাদের থেকে সেটাই শিখবে। এ ছাড়া উৎসাহ পেলে শিশুরা কাজ করতে আগ্রহী হয়। তাই তাদের বিভিন্ন ভালো কাজে উৎসাহ দেওয়া আমাদের দায়িত্ব। শিশুমনে শৈশবেই নৈতিকতার বীজ বুনতে পারলে আদর্শ মানুষ বানাতে তেমন বেগ পেতে হয় না।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
আরবের এক কবি শিশুদের দারুণ এক উপমায় তুলে এনেছেন। তিনি বলেন, ‘আমাদের শিশুরা মূলত আমাদের কলিজার টুকরো, যা মানুষের আকারে হেঁটে বেড়াচ্ছে পৃথিবীর বুকে।’ সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যেক সচেতন মা-বাবাই কামনা করেন। সন্তানের শারীরিক বিকাশের ব্যাপারে তাঁরা যেমন যত্নবান থাকেন, মানসিক ও নৈতিক বিকাশের ব্যাপারেও তাঁরা সচেতন থাকেন। শিশুদের মন অত্যন্ত কোমল। তাই তাদের মনে যা-ই গেঁথে দেওয়া হয়, তা তাদের চিরকাল মনে থাকে। বলা হয়ে থাকে, যে অভ্যাস শৈশব থেকে যৌবন পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, তা বার্ধক্যেও দূর করা যায় না। তাই সন্তানের শৈশবের শুরুতেই অভিভাবকদের উচিত তার নৈতিক জীবন গঠনে যত্নশীল হওয়া।
সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ। বাচ্চারা সাধারণত মিথ্যা বলে না। তবে বন্ধুদের মিথ্যা বলতে দেখলে সে প্রভাবিত হয় এবং মিথ্যা বলতে শেখে। মা-বাবার জন্য আবশ্যক হলো, সন্তানের সামনে কখনো মিথ্যা না বলা। যিনি শিশুদের শিক্ষক হবেন, তার জন্যও এ বিষয়ে পূর্ণ সচেতন থাকা আবশ্যক।
শিশুদের প্রহার করে কোনো কিছু শেখানো সম্ভব নয়; বরং ক্ষেত্রবিশেষে হিতে বিপরীত হয়। শিশুদের সঙ্গে আমরা যখনই কোনো ভুল করে ফেলব, আমাদের উচিত—তাদের কাছে দুঃখ প্রকাশ করা এবং ক্ষমা চাওয়া। এতে সে যেভাবে বিনয় শিখতে পারবে, তেমনি অর্জন করতে পারবে ক্ষমা করতে পারার যোগ্যতা। শিশু যদি কারও নামে বিচার দেয় এবং সে কাঁদতে থাকে, তখন যার নামে বিচার দেওয়া হয়েছে, তাকে তার সামনে শাস্তি দেওয়া ঠিক নয়; বরং শিশুকে সান্ত্বনা দিয়ে ক্ষমা করে দেওয়া উচিত।
শিশুরা সাধারণত অনেক কৃপণ হয়ে থাকে। তাদের পেটের ক্ষুধার চেয়ে চোখের ক্ষুধা থাকে অনেক বেশি। তারা কোনো কিছুই হাতছাড়া করতে চায় না। এ জন্য অভিভাবকদের উচিত, তাদের হাত দিয়ে অসহায় মানুষদের সাহায্য করা। এমনকি তার ভাইবোন ও আত্মীয়স্বজনকে তার হাত দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। এতে তার স্বভাবে লুকিয়ে থাকা কার্পণ্য দূর হয়ে যাবে।
মনে রাখতে হবে, শিশুরা দেখেই বেশি শেখে। তাই আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে যেমন নৈতিকতা থাকবে, তারাও আমাদের থেকে সেটাই শিখবে। এ ছাড়া উৎসাহ পেলে শিশুরা কাজ করতে আগ্রহী হয়। তাই তাদের বিভিন্ন ভালো কাজে উৎসাহ দেওয়া আমাদের দায়িত্ব। শিশুমনে শৈশবেই নৈতিকতার বীজ বুনতে পারলে আদর্শ মানুষ বানাতে তেমন বেগ পেতে হয় না।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে