সৈয়দপুরে বেড়েছে চুরি, জনমনে উদ্বেগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০৫: ০৫

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটছে। গতকাল বুধবার একই রাতে দুটি দোকানে চুরি হয়েছে। পুলিশের নজরদারি না থাকায় চুরির ঘটনা বাড়ছে বলে দাবি ভুক্তভোগীদের।

জানা যায়, বুধবার ভোর ৪টার দিকে শহরের নিয়মতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাইপাস সড়ক সংলগ্ন সাইদ মটরস ও আলিফ মটরস নামে দুটি দোকানে চুরি হয়। চোরেরা দোকান দুটির সামনে পিকআপ ভ্যান লাগিয়ে তালা ভেঙে ১৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যান। এর মধ্যে সাইদ মটরসের ১০ লাখ টাকার ৩৫টি টায়ার ও আলিফ মটরসের ছোট গাড়ির ৪টি এবং বড় গাড়ির ১০টি টায়ারসহ আনুমানিক ৪ লাখ টাকার মালামাল রয়েছে।

এর আগে মঙ্গলবার বেলা এগারোটার দিকে শহরের মুন্সিপাড়া খেজুরবাগ এলাকায় শাহারিয়ার ইসলাম সবুজ নামের একজনের বাসা থেকে নগদ ৩০ হাজার টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, চুরির যে ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, তা তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে চোরদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

ছাত্র সমন্বয়ক আম্মারের শাস্তি চায় রাবির কর্মকর্তা-কর্মচারীদের ৪ সংগঠন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত