গফরগাঁও প্রতিনিধি
গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নের গয়েশপুর-উদঘাটা সড়কের সরকার বাড়িসংলগ্ন বুরাইদ খালের ওপর নির্মিত সেতুর মাঝ বরাবর ভেঙে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এ ছাড়া ভারী যানবাহন যাতায়াত করছে ঝুঁকি নিয়ে।
জানা গেছে, উপজেলার সর্ব দক্ষিণের ইউনিয়ন পাইথল থেকে পাগলা থানা এলাকায় যেতে ডুবাইল সড়কে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। এর মধ্যে দুটি সেতু দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। সেতুর মাঝ বরাবর ভেঙে বিঘ্নিত হচ্ছে যান চলাচলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইথল ইউনিয়নের ডুবাইল সড়কের সরকার বাড়ি সেতুটি বেশ কয়েক মাস আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই সড়কে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ও মোটরসাইকেল বেশি চলাচল করে। সেতুটি ভেঙে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সেতু পারাপারের সময় যাত্রীদের হেঁটে পার হতে হয়।
সিএনজিচালিত অটোরিকশাচালক নাজিম উদ্দিন বলেন, ‘যাত্রী নামিয়ে সেতু পার হতে হয়। দিন দিন ভাঙন বাড়ছে। আরও দুর্ঘটনাও বেশি হচ্ছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে ব্যবসায়ীদের পণ্যসামগ্রী নিয়ে প্রায়ই ছোট ছোট পিকআপ ভ্যান পাগলা থানা এলাকায় যাতায়াত করে। কিন্তু সেতুর মাঝ বরাবর ভাঙনের কারণে যানবাহন আটকে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে অন্য যান চলাচল ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সেতুটি ১৯৮৫ সালে নির্মাণের পর আর সংস্কার করা হয়নি। ইতিমধ্যে সেতুটির মেয়াদ শেষ হয়েছে।
পাইথল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ঢালী বলেন, এই আঞ্চলিক সড়কগুলো স্থানীয় সরকার বিভাগের। ডুবাইল সড়কের সরকার বাড়ি সেতুটি তিন মাস আগেই যান চলাচলের অযোগ্য ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষকে জন সাধারণের দুর্ভোগের কথা বলা হলেও তারা উদ্যোগ নিচ্ছে না।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ‘পরীক্ষা করে দেখা গিয়েছে ওই সড়কের ওপর বেশ কয়েকটি সেতুর ওপর দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ। উপসহকারী প্রকৌশলীরা এসব সেতু মেরামত ও পুনর্নির্মাণে কর্ম পরিকল্পনা তৈরি করে জমা দিয়েছেন।’
গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নের গয়েশপুর-উদঘাটা সড়কের সরকার বাড়িসংলগ্ন বুরাইদ খালের ওপর নির্মিত সেতুর মাঝ বরাবর ভেঙে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এ ছাড়া ভারী যানবাহন যাতায়াত করছে ঝুঁকি নিয়ে।
জানা গেছে, উপজেলার সর্ব দক্ষিণের ইউনিয়ন পাইথল থেকে পাগলা থানা এলাকায় যেতে ডুবাইল সড়কে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। এর মধ্যে দুটি সেতু দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। সেতুর মাঝ বরাবর ভেঙে বিঘ্নিত হচ্ছে যান চলাচলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইথল ইউনিয়নের ডুবাইল সড়কের সরকার বাড়ি সেতুটি বেশ কয়েক মাস আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই সড়কে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ও মোটরসাইকেল বেশি চলাচল করে। সেতুটি ভেঙে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সেতু পারাপারের সময় যাত্রীদের হেঁটে পার হতে হয়।
সিএনজিচালিত অটোরিকশাচালক নাজিম উদ্দিন বলেন, ‘যাত্রী নামিয়ে সেতু পার হতে হয়। দিন দিন ভাঙন বাড়ছে। আরও দুর্ঘটনাও বেশি হচ্ছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে ব্যবসায়ীদের পণ্যসামগ্রী নিয়ে প্রায়ই ছোট ছোট পিকআপ ভ্যান পাগলা থানা এলাকায় যাতায়াত করে। কিন্তু সেতুর মাঝ বরাবর ভাঙনের কারণে যানবাহন আটকে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে অন্য যান চলাচল ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সেতুটি ১৯৮৫ সালে নির্মাণের পর আর সংস্কার করা হয়নি। ইতিমধ্যে সেতুটির মেয়াদ শেষ হয়েছে।
পাইথল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ঢালী বলেন, এই আঞ্চলিক সড়কগুলো স্থানীয় সরকার বিভাগের। ডুবাইল সড়কের সরকার বাড়ি সেতুটি তিন মাস আগেই যান চলাচলের অযোগ্য ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষকে জন সাধারণের দুর্ভোগের কথা বলা হলেও তারা উদ্যোগ নিচ্ছে না।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ‘পরীক্ষা করে দেখা গিয়েছে ওই সড়কের ওপর বেশ কয়েকটি সেতুর ওপর দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ। উপসহকারী প্রকৌশলীরা এসব সেতু মেরামত ও পুনর্নির্মাণে কর্ম পরিকল্পনা তৈরি করে জমা দিয়েছেন।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৮ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে