নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরের লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলালের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলেছে ওয়ার্ড আওয়ামী লীগের একাংশ। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন ওয়ার্ড আওয়ামী লীগের ক, খ ও গ ইউনিটের নেতারা।
সংবাদ সম্মেলনে চার পৃষ্ঠার লিখিত বক্তব্য পড়ে শোনান গ ইউনিটের সাধারণ সম্পাদক সমীর দাস। দীর্ঘ বক্তব্যে কাউন্সিলর দরিদ্র পরিবারের ফ্যামিলি কার্ড নিজের লোকদের কাছে বিতরণ করার অভিযোগ করা হয়। বলা হয়, ‘সরকারিভাবে ১ কোটি দরিদ্র পরিবারের মাঝে বিশেষ কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়ার পর লালখান বাজার এলাকার অধিকাংশ দরিদ্র পরিবার এই কার্ড পেতে বারবার কাউন্সিলর অফিসে ধরনা দিয়েছে। কিন্তু তারা কার্ড পায়নি। বিএনপি নেতা-কর্মীদের মাধ্যমে টিসিবির কার্ড বিতরণ করা হয়েছে। অনুগতদের কার্ড দেওয়া হয়েছে। এতে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে।’
সংবাদ সম্মেলনে কাউন্সিলরকে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ উল্লেখ করে তাঁর এক বছর আগে নির্বাচিত হওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়। বলা হয়, দলীয় হাইকমান্ডের কাছে ভুয়া তথ্য দিয়ে দলীয় মনোনয়ন বাগিয়ে নেন বেলাল। পরে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সন্ত্রাসী গ্রুপ নিয়ে নির্বাচনে শোভাযাত্রা করে ভোটার ও প্রার্থীদের বাসায় বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে কাউন্সিলর বনে যান। নির্বাচিত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক নির্যাতন-নিপীড়ন ও মামলায় আটকাতে ব্যস্ত হয়ে পড়েন।
কাউন্সিলর শিক্ষার্থী ও যুবকদের মাদকের নেশায় বুঁদ করে তাদের দিয়ে জুয়া খেলায় মত্ত করে রমরমা ব্যবসা চালাচ্ছেন বলেও অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্যে বলা হয়, ‘ওয়াসা মোড় এলাকায় মুনতাসির ভবনসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে মদ ও জুয়ার আসর বসানো হচ্ছে। এতে পুরো এলাকায় সামাজিক অবক্ষয়, ছিনতাই, চুরি, রাহাজানিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।’ কাউন্সিলের ‘লাগাম টেনে’ ধরতে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ক ইউনিটের সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, খ ইউনিটের সভাপতি এস এম ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আসলাম হোসেন মাসুম এবং গ ইউনিটের সভাপতি নুরুল আলম।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, ‘এসব কথা ভিত্তিহীন। নির্বাচন হয়েছে এক বছর আগে। এত দিন পর সেই প্রসঙ্গ আনা অবান্তর। ফ্যামিলি কার্ডগুলো রাজনৈতিক পরিচয় নয়, মানুষ বিবেচনায় বিতরণ করা হয়েছে। এগুলো পেয়েছেন যাঁদের প্রয়োজন তাঁরা। তাঁরা চাইলে সেই তালিকা সংগ্রহ করে দেখতে পারেন। আর যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁরা বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ পরিচয় দিচ্ছেন, সেটিও তো অবৈধ। কেননা কমিটি এখনো অনুমোদন পায়নি।’
নগরের লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলালের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলেছে ওয়ার্ড আওয়ামী লীগের একাংশ। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন ওয়ার্ড আওয়ামী লীগের ক, খ ও গ ইউনিটের নেতারা।
সংবাদ সম্মেলনে চার পৃষ্ঠার লিখিত বক্তব্য পড়ে শোনান গ ইউনিটের সাধারণ সম্পাদক সমীর দাস। দীর্ঘ বক্তব্যে কাউন্সিলর দরিদ্র পরিবারের ফ্যামিলি কার্ড নিজের লোকদের কাছে বিতরণ করার অভিযোগ করা হয়। বলা হয়, ‘সরকারিভাবে ১ কোটি দরিদ্র পরিবারের মাঝে বিশেষ কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়ার পর লালখান বাজার এলাকার অধিকাংশ দরিদ্র পরিবার এই কার্ড পেতে বারবার কাউন্সিলর অফিসে ধরনা দিয়েছে। কিন্তু তারা কার্ড পায়নি। বিএনপি নেতা-কর্মীদের মাধ্যমে টিসিবির কার্ড বিতরণ করা হয়েছে। অনুগতদের কার্ড দেওয়া হয়েছে। এতে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে।’
সংবাদ সম্মেলনে কাউন্সিলরকে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ উল্লেখ করে তাঁর এক বছর আগে নির্বাচিত হওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়। বলা হয়, দলীয় হাইকমান্ডের কাছে ভুয়া তথ্য দিয়ে দলীয় মনোনয়ন বাগিয়ে নেন বেলাল। পরে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সন্ত্রাসী গ্রুপ নিয়ে নির্বাচনে শোভাযাত্রা করে ভোটার ও প্রার্থীদের বাসায় বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে কাউন্সিলর বনে যান। নির্বাচিত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক নির্যাতন-নিপীড়ন ও মামলায় আটকাতে ব্যস্ত হয়ে পড়েন।
কাউন্সিলর শিক্ষার্থী ও যুবকদের মাদকের নেশায় বুঁদ করে তাদের দিয়ে জুয়া খেলায় মত্ত করে রমরমা ব্যবসা চালাচ্ছেন বলেও অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্যে বলা হয়, ‘ওয়াসা মোড় এলাকায় মুনতাসির ভবনসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে মদ ও জুয়ার আসর বসানো হচ্ছে। এতে পুরো এলাকায় সামাজিক অবক্ষয়, ছিনতাই, চুরি, রাহাজানিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।’ কাউন্সিলের ‘লাগাম টেনে’ ধরতে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ক ইউনিটের সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, খ ইউনিটের সভাপতি এস এম ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আসলাম হোসেন মাসুম এবং গ ইউনিটের সভাপতি নুরুল আলম।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, ‘এসব কথা ভিত্তিহীন। নির্বাচন হয়েছে এক বছর আগে। এত দিন পর সেই প্রসঙ্গ আনা অবান্তর। ফ্যামিলি কার্ডগুলো রাজনৈতিক পরিচয় নয়, মানুষ বিবেচনায় বিতরণ করা হয়েছে। এগুলো পেয়েছেন যাঁদের প্রয়োজন তাঁরা। তাঁরা চাইলে সেই তালিকা সংগ্রহ করে দেখতে পারেন। আর যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁরা বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ পরিচয় দিচ্ছেন, সেটিও তো অবৈধ। কেননা কমিটি এখনো অনুমোদন পায়নি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে