তানোর (রাজশাহী) প্রতিনিধি
অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তবুও দমে যাননি রাজশাহীর তানোর উপজেলার এস এম রায়হান। তিনি দরিদ্রকে হার মানিয়ে সাফল্যের মুখ দেখেছেন। তিনি এবার সদ্য সমাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন।
রায়হান পৌরশহরের ভাতরন্ড এলাকার হাসিনা বিবি ও আইনাল হক দম্পতির ছেলে। তাঁর মা গৃহিণী এবং বাবা একজন ভূমিহীন বর্গাচাষি। তিনি ২০১৯ সালে স্থানীয় আকচা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২১ সালে সরকারি আব্দুল করিম সরকার কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
খোঁজ নিয়ে জানা গেছে, টানাটানির সংসারে তিন বেলা খাবারই জোটে না রায়হানের পরিবারের। তাঁর বাবা অসুস্থ হওয়ার পরে সংসার দেখাশোনার দায়িত্ব আসে রায়হানের কাঁধে। তিনি মাঝেমধ্যে অন্যের জমিতে শ্রমিকের কাজ করতেন। এর পাশাপাশি তিনি পড়ালেখাও চালিয়ে গেছেন। এত কিছুর পরও পরিবারকে হতাশ করেননি তিনি। এবার রাবির ‘এ’ ইউনিট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জন করেছেন তিনি। পাশাপাশি রাবির ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে তৃতীয় স্থান অর্জন করেছেন।
ছেলের এমন ভালো ফলাফল হওয়ার প্রতিক্রিয়ায় বাবা আইনাল হক বলেন, তিনি গরিব মানুষ। তবে তাঁর ছেলে ছোট থেকেই খুব মেধাবী। তাঁকে লেখাপড়ার জন্য কখনো বলতে হয়নি।
এস এম রায়হান বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় এলে নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁর মা-বাবা তাঁকে রাজশাহীতে পাঠান। সেখানে কয়েক মাসের চেষ্টায় তিনি আল্লাহর অশেষ রহমতে সফল হতে পেরেছেন।
রায়হান আরও বলেন, পড়ার ইচ্ছা থাকলেও অভাব কোনো বাধা নয়। শিক্ষকদের কাছ থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছেন। অনেক সময় প্রাইভেট পড়তে গেলে শিক্ষকেরা তাঁকে বিনা বেতনে পড়াতেন। এ জন্য তিনি তাঁর শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এ ছাড়া পড়ালেখা শেষ করে তিনি শিক্ষা ক্যাডারে আত্মনিয়োগ করতে চান।
অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তবুও দমে যাননি রাজশাহীর তানোর উপজেলার এস এম রায়হান। তিনি দরিদ্রকে হার মানিয়ে সাফল্যের মুখ দেখেছেন। তিনি এবার সদ্য সমাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন।
রায়হান পৌরশহরের ভাতরন্ড এলাকার হাসিনা বিবি ও আইনাল হক দম্পতির ছেলে। তাঁর মা গৃহিণী এবং বাবা একজন ভূমিহীন বর্গাচাষি। তিনি ২০১৯ সালে স্থানীয় আকচা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২১ সালে সরকারি আব্দুল করিম সরকার কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
খোঁজ নিয়ে জানা গেছে, টানাটানির সংসারে তিন বেলা খাবারই জোটে না রায়হানের পরিবারের। তাঁর বাবা অসুস্থ হওয়ার পরে সংসার দেখাশোনার দায়িত্ব আসে রায়হানের কাঁধে। তিনি মাঝেমধ্যে অন্যের জমিতে শ্রমিকের কাজ করতেন। এর পাশাপাশি তিনি পড়ালেখাও চালিয়ে গেছেন। এত কিছুর পরও পরিবারকে হতাশ করেননি তিনি। এবার রাবির ‘এ’ ইউনিট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান অর্জন করেছেন তিনি। পাশাপাশি রাবির ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে তৃতীয় স্থান অর্জন করেছেন।
ছেলের এমন ভালো ফলাফল হওয়ার প্রতিক্রিয়ায় বাবা আইনাল হক বলেন, তিনি গরিব মানুষ। তবে তাঁর ছেলে ছোট থেকেই খুব মেধাবী। তাঁকে লেখাপড়ার জন্য কখনো বলতে হয়নি।
এস এম রায়হান বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় এলে নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁর মা-বাবা তাঁকে রাজশাহীতে পাঠান। সেখানে কয়েক মাসের চেষ্টায় তিনি আল্লাহর অশেষ রহমতে সফল হতে পেরেছেন।
রায়হান আরও বলেন, পড়ার ইচ্ছা থাকলেও অভাব কোনো বাধা নয়। শিক্ষকদের কাছ থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছেন। অনেক সময় প্রাইভেট পড়তে গেলে শিক্ষকেরা তাঁকে বিনা বেতনে পড়াতেন। এ জন্য তিনি তাঁর শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এ ছাড়া পড়ালেখা শেষ করে তিনি শিক্ষা ক্যাডারে আত্মনিয়োগ করতে চান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে