আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ার ৫টি ইউনিয়নে ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে। ওই নির্বাচনে দুটি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় ফলাফল স্থগিত রেখে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
গত শনিবার সকালে এ তথ্য জানিয়েছে উপজেলা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে গত শুক্রবার রাতে পাওয়া চিঠিতে আগামী ২৪ নভেম্বর পুনরায় ভোট গ্রহণের কথা নিশ্চিত করা হয় উপজেলা নির্বাচন কার্যালয়কে।
তফসিল অনুযায়ী উপজেলার রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুল্যাহ।
নির্বাচন কর্মকর্তা জানান, ১ নম্বর ওয়ার্ডের বেলুহার মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মোরগ মার্কার প্রার্থী আজিজুল শাহ এবং ফুটবল মার্কার প্রার্থী সোহেল মোল্লা সমান ৭০৫ ভোট পান।
অপরদিকে ৬ নম্বর ওয়ার্ড বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোরগ মার্কার প্রার্থী হাসানাত সন্যামত এবং ফুটবল প্রতীকের পান্নু ভূঁইয়া সমান ৩৩৫ ভোট পান।
দুটি কেন্দ্রে দুজন করে প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা না করে ওই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ারের কাছে এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বরাবরের মতোই প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
বরিশালের আগৈলঝাড়ার ৫টি ইউনিয়নে ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে। ওই নির্বাচনে দুটি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় ফলাফল স্থগিত রেখে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
গত শনিবার সকালে এ তথ্য জানিয়েছে উপজেলা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে গত শুক্রবার রাতে পাওয়া চিঠিতে আগামী ২৪ নভেম্বর পুনরায় ভোট গ্রহণের কথা নিশ্চিত করা হয় উপজেলা নির্বাচন কার্যালয়কে।
তফসিল অনুযায়ী উপজেলার রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুল্যাহ।
নির্বাচন কর্মকর্তা জানান, ১ নম্বর ওয়ার্ডের বেলুহার মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মোরগ মার্কার প্রার্থী আজিজুল শাহ এবং ফুটবল মার্কার প্রার্থী সোহেল মোল্লা সমান ৭০৫ ভোট পান।
অপরদিকে ৬ নম্বর ওয়ার্ড বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোরগ মার্কার প্রার্থী হাসানাত সন্যামত এবং ফুটবল প্রতীকের পান্নু ভূঁইয়া সমান ৩৩৫ ভোট পান।
দুটি কেন্দ্রে দুজন করে প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা না করে ওই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ারের কাছে এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বরাবরের মতোই প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে