শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ার থেকে সেলিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে জপসা ইউনিয়নের মীর কান্দাপারা গ্রামে গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী হানিফ খান ও তার পরিবারের অন্য সদস্যরা। সেলিনা আক্তারের বাবা আব্দুল গনি ব্যাপারী বাদী হয়ে স্বামী হানিফ খান, শাশুড়ি হোসেন আরা বেগমসহ ৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ২০২০ সালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মীর কান্দাপারা এলাকার হানিফ খানের সঙ্গে ডামুড্যা উপজেলার সিড্ডা ইউনিয়নের আব্দুল গনি ব্যাপারীর মেয়ে সেলিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য সেলিনার ওপর নির্যাতন করতে থাকে স্বামী হানিফ ও তাঁর পরিবারের সদস্যরা। সম্প্রতি বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য সেলিনাকে চাপ দেওয়া হয়। টাকা না দিতে চাইলে তাঁকে মারধর করা হয়।
রোববার সকালে তাঁর ওপর শারীরিক নির্যাতনের বিষয়টি ফোন করে পরিবারকে জান সেলিনা। একই দিন বিকেলে সেলিনার মৃত্যুর খবর পান তাঁর বাবা। এরপরই সেলিনার লাশ ঘরে ফেলে রেখে স্বামী হানিফ খান তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে সেলিনার পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করেন।
সেলিনার বাবা আব্দুল গনি ব্যাপারী বলেন, ‘যৌতুকের টাকা না পেয়ে সবাই মিলে আমার মেয়েটাকে মেরে ফেলল। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ঘটনার পর থেকে হানিফ ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
নড়িয়া থানার ওসি অবনি শংকর কর বলেন, ‘গৃহবধূ নিহতের ঘটনায় মেয়ের বাবা থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।’
শরীয়তপুরের নড়িয়ার থেকে সেলিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে জপসা ইউনিয়নের মীর কান্দাপারা গ্রামে গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী হানিফ খান ও তার পরিবারের অন্য সদস্যরা। সেলিনা আক্তারের বাবা আব্দুল গনি ব্যাপারী বাদী হয়ে স্বামী হানিফ খান, শাশুড়ি হোসেন আরা বেগমসহ ৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ২০২০ সালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মীর কান্দাপারা এলাকার হানিফ খানের সঙ্গে ডামুড্যা উপজেলার সিড্ডা ইউনিয়নের আব্দুল গনি ব্যাপারীর মেয়ে সেলিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য সেলিনার ওপর নির্যাতন করতে থাকে স্বামী হানিফ ও তাঁর পরিবারের সদস্যরা। সম্প্রতি বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য সেলিনাকে চাপ দেওয়া হয়। টাকা না দিতে চাইলে তাঁকে মারধর করা হয়।
রোববার সকালে তাঁর ওপর শারীরিক নির্যাতনের বিষয়টি ফোন করে পরিবারকে জান সেলিনা। একই দিন বিকেলে সেলিনার মৃত্যুর খবর পান তাঁর বাবা। এরপরই সেলিনার লাশ ঘরে ফেলে রেখে স্বামী হানিফ খান তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে সেলিনার পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করেন।
সেলিনার বাবা আব্দুল গনি ব্যাপারী বলেন, ‘যৌতুকের টাকা না পেয়ে সবাই মিলে আমার মেয়েটাকে মেরে ফেলল। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ঘটনার পর থেকে হানিফ ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
নড়িয়া থানার ওসি অবনি শংকর কর বলেন, ‘গৃহবধূ নিহতের ঘটনায় মেয়ের বাবা থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে