লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মাছ ধরার সময় অপহরণ করে মুক্তিপণ দাবি করা পাঁচ জেলেকে উদ্ধার করার পাশাপাশি পাঁচ জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে নৌপুলিশ। গত শনিবার সন্ধ্যায় তাঁদের আটক করার পর পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মজুচৌধুরী ঘাট নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর এলাকায় মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় নোয়াখালীর হাতিয়ার জেলে নুরনবী, মো. মহিউদ্দিন, বাসু দেব, কোম্পানীগঞ্জের অলি আহমেদ ও লক্ষ্মীপুরের রামগতির আবদুল বারেককে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। পরে চররমণীর এক চরে ইঞ্জিনচালিত ট্রলারে আটকে রেখে নির্যাতন চালানো হয়। এ সময় পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে নদীতে অভিযান চালায় নৌপুলিশ। সন্ধ্যায় অপহৃত ওই পাঁচ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় গ্রেপ্তার করা হয় ভোলার কালুপুর গ্রামের জলদস্যু মঞ্জুর আলম বেপারী, একই গ্রামের আবদুর রহিম, লক্ষ্মীপুর সদরের চররমণী মোহন এলাকার হজরত আলী, রামগতির আলেকজান্ডার গ্রামের জাহাঙ্গীর আলম ও একই গ্রামের মো. হাসানকে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ছেনি, নদীর দুটি টর্চ লাইট উদ্ধার করা হয়। জব্দ করা হয় মুক্তিপণের কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা।
মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, আটক পাঁচ জলদস্যুর বিরুদ্ধে অপহরণ ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে। ওই দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তদন্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলবে।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মাছ ধরার সময় অপহরণ করে মুক্তিপণ দাবি করা পাঁচ জেলেকে উদ্ধার করার পাশাপাশি পাঁচ জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে নৌপুলিশ। গত শনিবার সন্ধ্যায় তাঁদের আটক করার পর পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মজুচৌধুরী ঘাট নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর এলাকায় মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় নোয়াখালীর হাতিয়ার জেলে নুরনবী, মো. মহিউদ্দিন, বাসু দেব, কোম্পানীগঞ্জের অলি আহমেদ ও লক্ষ্মীপুরের রামগতির আবদুল বারেককে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। পরে চররমণীর এক চরে ইঞ্জিনচালিত ট্রলারে আটকে রেখে নির্যাতন চালানো হয়। এ সময় পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে নদীতে অভিযান চালায় নৌপুলিশ। সন্ধ্যায় অপহৃত ওই পাঁচ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় গ্রেপ্তার করা হয় ভোলার কালুপুর গ্রামের জলদস্যু মঞ্জুর আলম বেপারী, একই গ্রামের আবদুর রহিম, লক্ষ্মীপুর সদরের চররমণী মোহন এলাকার হজরত আলী, রামগতির আলেকজান্ডার গ্রামের জাহাঙ্গীর আলম ও একই গ্রামের মো. হাসানকে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ছেনি, নদীর দুটি টর্চ লাইট উদ্ধার করা হয়। জব্দ করা হয় মুক্তিপণের কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা।
মজুচৌধুরীরহাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, আটক পাঁচ জলদস্যুর বিরুদ্ধে অপহরণ ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে। ওই দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তদন্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলবে।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে