কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। গতকাল বুধবার উপজেলার চাপরাশিরহাট বাজার ও বসুরহাট পৌরসভার বটতলায় এ সমাবেশ হয়। এতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদেরের দিকে তাঁকে হত্যাচেষ্টার অভিযোগের তির ছোড়েন।
অপর দিকে কাদের মির্জার প্রতিপক্ষ ও উপজেলা আওয়ামী লীগের একাংশ চাপরাশরিহাট বাজারে সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনাস্থলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সাংবাদিক মুজাক্কির, শ্রমিক লীগের কর্মী আলাউদ্দনি হত্যাকাণ্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলায় জড়িতের অভিযোগে মেয়র কাদের মির্জা ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে এ সমাবেশ হয়।
গতকাল বুধবার বিকেলে বসুরহাট পৌরসভার বটতলায় আয়োজিত কাল দিবস পালন ও বিক্ষোভ সমাবেশে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘একটি হত্যার বিচার না হলে, আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত বছর ৯ মার্চ কাল রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে পৌরভবনে দুই সহস্রাধিক গুলি ছোড়া হয়েছিল। কিন্তু এ ঘটনার এখনো কোনো কূল-কিনারা হয়নি। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থতার সুযোগে তাঁর স্ত্রী (অ্যাডভোকেট ইসরাতুন্নছা কাদের), সেতুমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর, এমপি একরামুল করিম চৌধুরী এবং এমপি নিজাম হাজারী এখনো আমাকে হত্যার ষড়যন্ত্র করছেন। সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক লীগের কর্মী আলা উদ্দিন হত্যা নিয়ে জজ মিয়া নাটক সাজানো হচ্ছে। খুনি সন্ত্রাসী পাঙ্খা বেলাল ও ফাল্গুনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে এ দুটি খুনের রহস্য উদ্ঘাটন হবে।’
কাদের মির্জা অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহসভাপতি হাসান ইমাম বাদল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, মুছাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা বেগম শিপা, যুবলীগের সাধারণ সম্পাদক নজিম উদ্দিন মুন্না প্রমুখ।
এদিকে কাদের মির্জার প্রতিপক্ষ ও উপজেলা আওয়ামী লীগের একাংশ চাপরাশরিহাট বাজারে সাংবাদিক মুজাক্কি হত্যার ঘটনাস্থলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সাংবাদিক মুজাক্কির, শ্রমিক লীগের কর্মী আলাউদ্দনি হত্যাকাণ্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার সঙ্গে জড়িত মেয়র কাদের মির্জা ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, মহিলা আওয়ামী লীগের সভাপতি আরজুমান পারভীন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তিন ভাগনে দলের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, চেয়ারম্যান আবদুর রাজ্জাক, চেয়ারম্যান জায়দল হক কচি, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন, বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশার প্রমুখ।
পৌর মেয়র আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘গতবারও আমি আমেরিকা যাওয়ার পর আমার নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও তাঁদের পিবিআইয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা মোস্তাফিজ সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার করেছিলেন। ১৩ মার্চ আমি আমেরিকা যাচ্ছি। আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে। সবাই সতর্ক থাকবেন। কাল রাতে দুর্নীতিবাজ ইউএনও মো. জয়িউল হক মীর কোম্পানীগঞ্জ থেকে পালিয়ে গেছেন। যদি আমার নেতা-কর্মীদের হয়রানি করা হয়, তাহলে নারী-পুরুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজ ওসিকে তাড়ানোর ব্যবস্থা করা হবে।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। গতকাল বুধবার উপজেলার চাপরাশিরহাট বাজার ও বসুরহাট পৌরসভার বটতলায় এ সমাবেশ হয়। এতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদেরের দিকে তাঁকে হত্যাচেষ্টার অভিযোগের তির ছোড়েন।
অপর দিকে কাদের মির্জার প্রতিপক্ষ ও উপজেলা আওয়ামী লীগের একাংশ চাপরাশরিহাট বাজারে সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনাস্থলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সাংবাদিক মুজাক্কির, শ্রমিক লীগের কর্মী আলাউদ্দনি হত্যাকাণ্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলায় জড়িতের অভিযোগে মেয়র কাদের মির্জা ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে এ সমাবেশ হয়।
গতকাল বুধবার বিকেলে বসুরহাট পৌরসভার বটতলায় আয়োজিত কাল দিবস পালন ও বিক্ষোভ সমাবেশে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘একটি হত্যার বিচার না হলে, আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত বছর ৯ মার্চ কাল রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে পৌরভবনে দুই সহস্রাধিক গুলি ছোড়া হয়েছিল। কিন্তু এ ঘটনার এখনো কোনো কূল-কিনারা হয়নি। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থতার সুযোগে তাঁর স্ত্রী (অ্যাডভোকেট ইসরাতুন্নছা কাদের), সেতুমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর, এমপি একরামুল করিম চৌধুরী এবং এমপি নিজাম হাজারী এখনো আমাকে হত্যার ষড়যন্ত্র করছেন। সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক লীগের কর্মী আলা উদ্দিন হত্যা নিয়ে জজ মিয়া নাটক সাজানো হচ্ছে। খুনি সন্ত্রাসী পাঙ্খা বেলাল ও ফাল্গুনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে এ দুটি খুনের রহস্য উদ্ঘাটন হবে।’
কাদের মির্জা অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহসভাপতি হাসান ইমাম বাদল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, মুছাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা বেগম শিপা, যুবলীগের সাধারণ সম্পাদক নজিম উদ্দিন মুন্না প্রমুখ।
এদিকে কাদের মির্জার প্রতিপক্ষ ও উপজেলা আওয়ামী লীগের একাংশ চাপরাশরিহাট বাজারে সাংবাদিক মুজাক্কি হত্যার ঘটনাস্থলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সাংবাদিক মুজাক্কির, শ্রমিক লীগের কর্মী আলাউদ্দনি হত্যাকাণ্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার সঙ্গে জড়িত মেয়র কাদের মির্জা ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, মহিলা আওয়ামী লীগের সভাপতি আরজুমান পারভীন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তিন ভাগনে দলের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, চেয়ারম্যান আবদুর রাজ্জাক, চেয়ারম্যান জায়দল হক কচি, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন, বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশার প্রমুখ।
পৌর মেয়র আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘গতবারও আমি আমেরিকা যাওয়ার পর আমার নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও তাঁদের পিবিআইয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা মোস্তাফিজ সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার করেছিলেন। ১৩ মার্চ আমি আমেরিকা যাচ্ছি। আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে। সবাই সতর্ক থাকবেন। কাল রাতে দুর্নীতিবাজ ইউএনও মো. জয়িউল হক মীর কোম্পানীগঞ্জ থেকে পালিয়ে গেছেন। যদি আমার নেতা-কর্মীদের হয়রানি করা হয়, তাহলে নারী-পুরুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজ ওসিকে তাড়ানোর ব্যবস্থা করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে