ভোট না দেওয়ায় কম্বল ফেরত নেওয়ার অভিযোগ

কালিহাতী প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০৯: ১৫
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ২৭

কালিহাতীতে ভোট না দেওয়ায় অনুদানের কম্বল ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে এক পরাজিত সদস্য প্রার্থীর বিরুদ্ধে। সহদেবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ নম্বর সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী রমেছা খানমের বিরুদ্ধে এ অভিযোগ করেন আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকু।

আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকু বলেন, রমেছা সদস্য থাকাকালে দুই বছর আগে শীতকালীন সময়ে পরিষদের অনুদানের একটি করে কম্বল দেন। আমরা বর্তমান বিজয়ী প্রার্থী জোসনা বেগমের প্রতিবেশী। আর এ কারণেই রমেছা খানম আমাদের কাছ থেকে অনুদানের দেওয়া সেই কম্বল ফেরত নিয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার রমেছা কলম প্রতীকে ১ হাজার ৩৮৭ ভোট পান। ১ হাজার ৭১৪ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। হেলিকপ্টার প্রতীকে ৩ হাজার ১০১ ভোট পেয়ে বিজয়ী হন জোসনা বেগম। অপরদিকে বক প্রতীকে ১ হাজার ৩৬৬ ভোট পেয়ে তৃতীয় হন সৈয়দা পপি আক্তার।

কম্বল ফেরত নেওয়া সম্পর্কে মকবুল হোসেন বলেন, ‘দুই বছর আগে আমাদের চার ভাইকে চারটি কম্বল দিয়েছিলেন রমেছা খানম। পরে আমার পাশের বাড়ির জোসনা বেগম এ বছর নির্বাচন করলে আমরা তাঁর পক্ষে কাজ করি। জোসনার পক্ষে কাজ করার কারণে রমেছা খানম কম্বলগুলো নিয়ে গেছেন।’

রমেছা খানম এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই বছর আগের কম্বলগুলো কী ব্যবহার করার মতো আছে? এগুলো ফেরত নেওয়ার প্রশ্নই আসে না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত