মনিরামপুর প্রতিনিধি
আর মাত্র দুদিন পর আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে মনিরামপুরের ১৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে এ নির্বাচন। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। ঘুরছেন ভোটারের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এ দিকে নিজ দলের চেয়ারম্যান পদপ্রার্থীদের জয়ী করতে প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। শুধু উপজেলা নয়, জেলার শীর্ষ নেতারাও প্রতিদিন তাঁদের প্রার্থীদের পক্ষে পথসভা করে ভোট চাইছেন।
শুধু পথসভা নয় দলের বিদ্রোহীদের ঠেকিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। ইতিমধ্যে নৌকার ১৪ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গোপনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার থেকে বাদ যাননি ছাত্রলীগের নেতারাও। নৌকার বিপক্ষের প্রার্থীর পক্ষে কাজ করায় খানপুর ইউনিয়নের তিন ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান শান্ত, শাকিল হোসেন ও সাগর হোসেনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। যদিও দলের কঠোর অবস্থানের বিরুদ্ধে থেকে নির্বাচনী লড়াইয়ে অনড় দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা।
নিয়মিত এ পথসভায় অংশ নেওয়া আওয়ামী লীগের নেতাদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি আব্দুল মজিদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, ভাইস চেয়ারম্যান জলি আক্তার প্রমুখ।
এ দিকে দলীয় প্রতীক না দিলেও মনিরামপুরে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। প্রতি ইউনিয়নে নির্বাচনে নেমেছেন এ দলের একাধিক প্রার্থী। শুরু থেকে বিএনপির প্রার্থীদের প্রচারণা খুব একটা প্রকাশ্যে না দেখা না গেলেও সম্প্রতি পছন্দের প্রার্থীর পক্ষে মোটরসাইকেল বহর নিয়ে মাঠে নেমেছেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল। দলের থানা পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি ইতিমধ্যে খানপুর, কুলটিয়া ও খেদাপাড়ায় পথসভা করেছেন।
তবে ইউপি নির্বাচনকে ঘিরে মনিরামপুরে সহিংসতার ঘটনাও ঘটছে। সম্প্রতি নৌকার প্রার্থীর কর্মী–সমর্থকদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন হরিদাসকাটি ইউনিয়নের নৌকার বিদ্রোহী আলমগীর কবির লিটন ও তাঁর ভাই জাহাঙ্গীর কবির।
আর মাত্র দুদিন পর আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে মনিরামপুরের ১৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে এ নির্বাচন। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। ঘুরছেন ভোটারের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এ দিকে নিজ দলের চেয়ারম্যান পদপ্রার্থীদের জয়ী করতে প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। শুধু উপজেলা নয়, জেলার শীর্ষ নেতারাও প্রতিদিন তাঁদের প্রার্থীদের পক্ষে পথসভা করে ভোট চাইছেন।
শুধু পথসভা নয় দলের বিদ্রোহীদের ঠেকিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। ইতিমধ্যে নৌকার ১৪ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গোপনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার থেকে বাদ যাননি ছাত্রলীগের নেতারাও। নৌকার বিপক্ষের প্রার্থীর পক্ষে কাজ করায় খানপুর ইউনিয়নের তিন ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান শান্ত, শাকিল হোসেন ও সাগর হোসেনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। যদিও দলের কঠোর অবস্থানের বিরুদ্ধে থেকে নির্বাচনী লড়াইয়ে অনড় দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা।
নিয়মিত এ পথসভায় অংশ নেওয়া আওয়ামী লীগের নেতাদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি আব্দুল মজিদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, ভাইস চেয়ারম্যান জলি আক্তার প্রমুখ।
এ দিকে দলীয় প্রতীক না দিলেও মনিরামপুরে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। প্রতি ইউনিয়নে নির্বাচনে নেমেছেন এ দলের একাধিক প্রার্থী। শুরু থেকে বিএনপির প্রার্থীদের প্রচারণা খুব একটা প্রকাশ্যে না দেখা না গেলেও সম্প্রতি পছন্দের প্রার্থীর পক্ষে মোটরসাইকেল বহর নিয়ে মাঠে নেমেছেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল। দলের থানা পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি ইতিমধ্যে খানপুর, কুলটিয়া ও খেদাপাড়ায় পথসভা করেছেন।
তবে ইউপি নির্বাচনকে ঘিরে মনিরামপুরে সহিংসতার ঘটনাও ঘটছে। সম্প্রতি নৌকার প্রার্থীর কর্মী–সমর্থকদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন হরিদাসকাটি ইউনিয়নের নৌকার বিদ্রোহী আলমগীর কবির লিটন ও তাঁর ভাই জাহাঙ্গীর কবির।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে