নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হোল্ডিংগুলোতে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কোয়ার্টারে প্রকাশিত পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়ন স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত রোববার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম স্বাক্ষরিত চিঠিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়ের মূল উৎস গৃহকর। সিটি করপোরেশন বিধিতে (১৯৮৬) প্রতি পাঁচ বছর পর পর কায়িক অনুসন্ধানের মাধ্যমে গৃহকর পুনর্মূল্যায়নের এখতিয়ার সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশন সরকারি ও বেসরকারি হোল্ডিংসমূহের গৃহকর পুনর্মূল্যায়নের কার্যক্রম সমাপ্ত করা হয়। এরপর ২০১৭-১৮ অর্থ বছরের প্রথম কোয়ার্টার হতে বলবতকৃত নতুন পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের ওপর দায়েরকৃত আপিল আবেদন নিষ্পত্তি করে কর আদায়কালে বিভিন্ন মহলের বিরোধিতার মুখে পড়ে চসিক। এ কারণে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ২০১৭ সালের ১০ ডিসেম্বর গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এতে আরও বলা হয়, স্থগিতাদেশ থাকার কারণে তা কার্যকর করা যাচ্ছে না। যে কারণে ২০১০-১১ অর্থবছরের পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়ন অনুযায়ী নির্ধারিত হারে কর আদায় কার্যক্রম চালু রয়েছে। চলমান আয়ের মাধ্যমে সিটি করপোরেশনের ৬০ লাখ জনসাধারণের নাগরিক সেবা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এই অবস্থায় নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল রাখতে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কোয়ার্টারে প্রকাশিত পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমতি প্রদানের অনুরোধ করা হলো।
ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হোল্ডিংগুলোতে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কোয়ার্টারে প্রকাশিত পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়ন স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত রোববার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম স্বাক্ষরিত চিঠিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়ের মূল উৎস গৃহকর। সিটি করপোরেশন বিধিতে (১৯৮৬) প্রতি পাঁচ বছর পর পর কায়িক অনুসন্ধানের মাধ্যমে গৃহকর পুনর্মূল্যায়নের এখতিয়ার সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশন সরকারি ও বেসরকারি হোল্ডিংসমূহের গৃহকর পুনর্মূল্যায়নের কার্যক্রম সমাপ্ত করা হয়। এরপর ২০১৭-১৮ অর্থ বছরের প্রথম কোয়ার্টার হতে বলবতকৃত নতুন পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের ওপর দায়েরকৃত আপিল আবেদন নিষ্পত্তি করে কর আদায়কালে বিভিন্ন মহলের বিরোধিতার মুখে পড়ে চসিক। এ কারণে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ২০১৭ সালের ১০ ডিসেম্বর গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এতে আরও বলা হয়, স্থগিতাদেশ থাকার কারণে তা কার্যকর করা যাচ্ছে না। যে কারণে ২০১০-১১ অর্থবছরের পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়ন অনুযায়ী নির্ধারিত হারে কর আদায় কার্যক্রম চালু রয়েছে। চলমান আয়ের মাধ্যমে সিটি করপোরেশনের ৬০ লাখ জনসাধারণের নাগরিক সেবা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এই অবস্থায় নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল রাখতে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম কোয়ার্টারে প্রকাশিত পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমতি প্রদানের অনুরোধ করা হলো।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৮ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে