লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে খালের পানিতে ভেসে যাওয়া নির্মাণশ্রমিক মো. বাবুল হোসেনের (৫৬) লাশ এক দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওয়াপদা খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত শ্রমিক ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক।
ওসি জানান, দিঘলীর ওয়াপদা খালের ওপর নির্মিত একটি সেতুর পাইলিং গ্রুপের শ্রমিক হিসেবে কাজ করতেন বাবুল। মেসার্স নুর জাহান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ওই সেতু নির্মাণের দায়িত্বে ছিলেন তিনি। গত বুধবার সকালে কাজ শুরু করার সময় খালের পানিতে একটি তেলের ড্রাম পড়ে গেলে সেটি উদ্ধার করতে সেখানে ঝাঁপ দেন তিনি। পরে পানির তীব্র স্রোত থাকায় তিনি আর উঠতে পারেননি।
সঙ্গে আরেকজন শ্রমিক তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। রাতে অভিযান চালিয়েও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকের বাবুলের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার জিল্লুর রহিম বলেন, বুধবার সকালে বাবুল পাইলিংয়ের শ্রমিকের দায়িত্বে ছিলেন। সাইট ঠিকাদারের হয়ে কাজ করতেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুরে খালের পানিতে ভেসে যাওয়া নির্মাণশ্রমিক মো. বাবুল হোসেনের (৫৬) লাশ এক দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওয়াপদা খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত শ্রমিক ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক।
ওসি জানান, দিঘলীর ওয়াপদা খালের ওপর নির্মিত একটি সেতুর পাইলিং গ্রুপের শ্রমিক হিসেবে কাজ করতেন বাবুল। মেসার্স নুর জাহান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ওই সেতু নির্মাণের দায়িত্বে ছিলেন তিনি। গত বুধবার সকালে কাজ শুরু করার সময় খালের পানিতে একটি তেলের ড্রাম পড়ে গেলে সেটি উদ্ধার করতে সেখানে ঝাঁপ দেন তিনি। পরে পানির তীব্র স্রোত থাকায় তিনি আর উঠতে পারেননি।
সঙ্গে আরেকজন শ্রমিক তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। রাতে অভিযান চালিয়েও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকের বাবুলের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার জিল্লুর রহিম বলেন, বুধবার সকালে বাবুল পাইলিংয়ের শ্রমিকের দায়িত্বে ছিলেন। সাইট ঠিকাদারের হয়ে কাজ করতেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩০ মিনিট আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১ ঘণ্টা আগেপ্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগে