লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাস বন্ধ রেখে কর্মবিরতিতে শ্রমিকেরা। গতকাল সোমবার সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত জেলায় বাস চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগে গত রোববার দফায় দফায় সংঘর্ষে পাঁচজন আহত হন।
শ্রমিকদের অভিযোগ, প্রায় দুই বছর আগেই বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কমিটির মেয়াদ শেষ হয়েছে। কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল শ্রমিকদের কার্যালয়ের জন্য কেনা জমি গোপনে বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং এতে দুটি পক্ষে বিভক্ত হন শ্রমিকেরা।
এদিকে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তের দাবিতে গত রোববার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় বাস টার্মিনালে যান এক পক্ষের শ্রমিকেরা। এ সময় আমিনুল-বুলবুল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দিন রাত ৮টার দিকে আমিনুল-বুলবুল পক্ষের শ্রমিকেরা শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বাস টার্মিনালে যাওয়ার পথে স্থানীয় বিনিময় ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর করেন। এর প্রতিবাদে ও বিচারের দাবিতে অন্য পক্ষের শ্রমিকেরা লালমনিরহাট-ঢাকা-মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করেন। এ সময় ঢাকাগামী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা। প্রশাসন থেকে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
এদিকে হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় গতকাল সোমবার সকাল থেকে বাস বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বাসযাত্রী আলমগীর বাদশা বলেন, ‘পরিবার নিয়ে রংপুর যাওয়ার জন্য টার্মিনালে এসে দেখি বাস বন্ধ। চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি। এখন ইজিবাইক নিয়ে কষ্ট করে যেতে হচ্ছে।’
এ বিষয়ে শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি বলেন, ‘আমিনুল-বুলবুলের লোকজন হামলা চালিয়ে আমাদের আহত করেন। পরে আবার তাঁরা রাতে সাধারণ শ্রমিকদের না পেয়ে বিনিময় তেলের পাম্পে হামলা চালান।’
এ ঘটনায় শিফাত হোসেন মুন্না নামের বাস শ্রমিক বাদী হয়ে কমিটির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে প্রধান করে ছয়জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় রোববার বিকেলে অভিযোগ দায়ের করেন।
এদিকে শারীরিক নির্যাতন ও মারধরের অভিযোগ এনে কমিটির সভাপতি আমিনুল ইসলাম থানায় রোববার সন্ধ্যায় অভিযোগ দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল বলেন, ‘এ বিষয়ে দুটি অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই পক্ষকে থানায় আনা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।’
লালমনিরহাট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাস বন্ধ রেখে কর্মবিরতিতে শ্রমিকেরা। গতকাল সোমবার সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত জেলায় বাস চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগে গত রোববার দফায় দফায় সংঘর্ষে পাঁচজন আহত হন।
শ্রমিকদের অভিযোগ, প্রায় দুই বছর আগেই বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কমিটির মেয়াদ শেষ হয়েছে। কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল শ্রমিকদের কার্যালয়ের জন্য কেনা জমি গোপনে বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং এতে দুটি পক্ষে বিভক্ত হন শ্রমিকেরা।
এদিকে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তের দাবিতে গত রোববার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় বাস টার্মিনালে যান এক পক্ষের শ্রমিকেরা। এ সময় আমিনুল-বুলবুল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দিন রাত ৮টার দিকে আমিনুল-বুলবুল পক্ষের শ্রমিকেরা শহরে বিক্ষোভ মিছিল নিয়ে বাস টার্মিনালে যাওয়ার পথে স্থানীয় বিনিময় ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর করেন। এর প্রতিবাদে ও বিচারের দাবিতে অন্য পক্ষের শ্রমিকেরা লালমনিরহাট-ঢাকা-মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করেন। এ সময় ঢাকাগামী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা। প্রশাসন থেকে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
এদিকে হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় গতকাল সোমবার সকাল থেকে বাস বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বাসযাত্রী আলমগীর বাদশা বলেন, ‘পরিবার নিয়ে রংপুর যাওয়ার জন্য টার্মিনালে এসে দেখি বাস বন্ধ। চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি। এখন ইজিবাইক নিয়ে কষ্ট করে যেতে হচ্ছে।’
এ বিষয়ে শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি বলেন, ‘আমিনুল-বুলবুলের লোকজন হামলা চালিয়ে আমাদের আহত করেন। পরে আবার তাঁরা রাতে সাধারণ শ্রমিকদের না পেয়ে বিনিময় তেলের পাম্পে হামলা চালান।’
এ ঘটনায় শিফাত হোসেন মুন্না নামের বাস শ্রমিক বাদী হয়ে কমিটির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে প্রধান করে ছয়জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় রোববার বিকেলে অভিযোগ দায়ের করেন।
এদিকে শারীরিক নির্যাতন ও মারধরের অভিযোগ এনে কমিটির সভাপতি আমিনুল ইসলাম থানায় রোববার সন্ধ্যায় অভিযোগ দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল বলেন, ‘এ বিষয়ে দুটি অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই পক্ষকে থানায় আনা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে