রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রায় ১৫ বছর পর আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগের সম্মেলন। দিনটিকে উৎসবে পরিণত করতে চলছে ব্যাপক প্রস্তুতি। দলের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সফলতা কামনা করে বানানো হয়েছে বহুসংখ্যক তোরণ। শহরের সর্বত্র শোভা পাচ্ছে বর্ণিল ব্যানার-ফেস্টুন।
খোঁজ নিয়ে জানা যায়, পৌর সভাপতি থাকা অবস্থায় ২০০৬ সালের ২৬ এপ্রিল মারা যান কামাল উদ্দিন ভূঁইয়া। এরপর কয়েকটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০১২ সালের ১২ নভেম্বর কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহকে আহ্বায়ক ও আইনুল কবীর মনির ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক করে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়। ছয় মাসের জন্য দেওয়া এ কমিটির নেতারা ৯ বছর বহু চেষ্টা করেও সম্মেলন করতে পারেননি। ১০-১২ বার পিছিয়ে গত ৮ নভেম্বর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ক্রীড়া ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। তিনি এ আসনের সাবেক সাংসদ।
সম্মেলনে সভাপতি পদে কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ, সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর আইনুল কবির মনির ভূঁইয়া, কাউন্সিলর জাকির হোসেন নোমান, কাউন্সিলর রুবেল প্রধানীয়া ও আবু সাঈদ ঝুটন ব্যাপক প্রচার চালাচ্ছেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রচার চালাচ্ছেন ইসমাইল হোসেন, নাজমুল আহসান রিপন, রোমান পাটওয়ারী। এখন পর্যন্ত তাঁদের ছাড়া অন্য কারও ব্যানার, ফেস্টুন ও তোরণ দেখা যায়নি। তবে সম্মেলনের দিন কেউ কেউ নিজের প্রার্থিতা জানান দিতে পারেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সম্ভাব্য প্রার্থী জানিয়েছেন।
পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আইনুল কবীর মনির ভূঁইয়া বলেন, ‘নিয়মিত সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্ব সৃষ্টি থেকে আমরা বঞ্চিত ছিলাম। কর্মীদের চাওয়া-পাওয়ার ভিত্তিতেই দীর্ঘ ৯ বছর পর আমাদের বহুল আকাঙ্ক্ষিত পৌর কমিটির সম্মেলন হতে যাচ্ছে। এ জন্য নেতা-কর্মীরা উজ্জীবিত। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’
রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, ‘সম্মেলন ঘিরে আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলররা ভোট দিয়ে আগামীর নেতা নির্বাচন করবেন। আমরা চাই প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সফলভাবে সম্মেলনটি সম্পন্ন হোক। বিগত দিনের মতো বিএনপি-জামায়াতের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় পৌর আওয়ামী লীগ বলিষ্ঠভাবে নেতৃত্ব দিতে পারবে এমন নেতৃত্ব প্রত্যাশা করছি।’
প্রায় ১৫ বছর পর আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগের সম্মেলন। দিনটিকে উৎসবে পরিণত করতে চলছে ব্যাপক প্রস্তুতি। দলের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সফলতা কামনা করে বানানো হয়েছে বহুসংখ্যক তোরণ। শহরের সর্বত্র শোভা পাচ্ছে বর্ণিল ব্যানার-ফেস্টুন।
খোঁজ নিয়ে জানা যায়, পৌর সভাপতি থাকা অবস্থায় ২০০৬ সালের ২৬ এপ্রিল মারা যান কামাল উদ্দিন ভূঁইয়া। এরপর কয়েকটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০১২ সালের ১২ নভেম্বর কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহকে আহ্বায়ক ও আইনুল কবীর মনির ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক করে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়। ছয় মাসের জন্য দেওয়া এ কমিটির নেতারা ৯ বছর বহু চেষ্টা করেও সম্মেলন করতে পারেননি। ১০-১২ বার পিছিয়ে গত ৮ নভেম্বর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ক্রীড়া ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। তিনি এ আসনের সাবেক সাংসদ।
সম্মেলনে সভাপতি পদে কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ, সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর আইনুল কবির মনির ভূঁইয়া, কাউন্সিলর জাকির হোসেন নোমান, কাউন্সিলর রুবেল প্রধানীয়া ও আবু সাঈদ ঝুটন ব্যাপক প্রচার চালাচ্ছেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রচার চালাচ্ছেন ইসমাইল হোসেন, নাজমুল আহসান রিপন, রোমান পাটওয়ারী। এখন পর্যন্ত তাঁদের ছাড়া অন্য কারও ব্যানার, ফেস্টুন ও তোরণ দেখা যায়নি। তবে সম্মেলনের দিন কেউ কেউ নিজের প্রার্থিতা জানান দিতে পারেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সম্ভাব্য প্রার্থী জানিয়েছেন।
পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আইনুল কবীর মনির ভূঁইয়া বলেন, ‘নিয়মিত সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্ব সৃষ্টি থেকে আমরা বঞ্চিত ছিলাম। কর্মীদের চাওয়া-পাওয়ার ভিত্তিতেই দীর্ঘ ৯ বছর পর আমাদের বহুল আকাঙ্ক্ষিত পৌর কমিটির সম্মেলন হতে যাচ্ছে। এ জন্য নেতা-কর্মীরা উজ্জীবিত। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’
রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, ‘সম্মেলন ঘিরে আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলররা ভোট দিয়ে আগামীর নেতা নির্বাচন করবেন। আমরা চাই প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সফলভাবে সম্মেলনটি সম্পন্ন হোক। বিগত দিনের মতো বিএনপি-জামায়াতের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় পৌর আওয়ামী লীগ বলিষ্ঠভাবে নেতৃত্ব দিতে পারবে এমন নেতৃত্ব প্রত্যাশা করছি।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে