ইমরান হোসাইন, পেকুয়া (কক্সবাজার)
তিন একর জমি ৬০ হাজার টাকায় বর্গা নিয়েছিলেন কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নের সোইনছড়ি এলাকার কৃষক নবী হোছাইন। গত বছরের সেপ্টেম্বরে সেই জমিতে লাগান থাই পেয়ারা। ২২৫ টাকা করে চুয়াডাঙ্গা থেকে চারা কিনে এসেছিলেন। বর্তমানে গাছভর্তি পেয়ারা ও ফুল। প্রতিটি পেয়ারার ওজন ৩০০ থেকে ৬০০ গ্রাম। তিন একর জমিতে পেয়ারাগাছ রয়েছে ২ হাজার ৫০০টি।
সম্প্রতি কথা হয় বাগানের শ্রমিক মোহাম্মদ ইউনুসের সঙ্গে। ইউনুস বলেন, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে পেয়ারা বিক্রি করছেন। ইতিমধ্যে দুই লক্ষাধিক টাকার পেয়ারা বিক্রি হয়েছে। তাঁর মতো আরও ৮-১০ জন এই বাগানে কাজ করেন।
কৃষক নবী হোছাইন বলেন, ‘পেকুয়ায় প্রথম আমি থাই পেয়ারার চাষ করেছি। উপকূলীয় এই পরিবেশে এই জাত খাপ খাবে কি না, তা নিয়ে শঙ্কায় ছিলাম। ঝুঁকি নিয়ে সফল হয়েছি। তিন মাসের মধ্যে প্রতিটি গাছে ফলন আসতে শুরু করে। এখন প্রতি কেজি পেয়ারা ৬০ থেকে ৭০ টাকা করে পাইকারি বিক্রি করছি। আমি অত্যন্ত খুশি।’
নবী হোছাইন আরও বলেন, ‘আশা করি আগামী তিন মাসের মধ্যে মূলধন উঠে আসবে। বাগানে এ পর্যন্ত ১০ লাখ টাকা খরচ হয়েছে।’
পেকুয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আকবর হোছাইন ছিদ্দিকী বলেন, ‘কৃষক নবী হোছাইনকে মাঠ প্রস্তুত থেকে শুরু করে সব সহায়তা আমরা করেছি। সঠিক পরিচর্যা পেলে তাঁর গাছগুলো অন্তত ১০-১২ বছর ফলন দেবে। এই থাই পেয়ারা খেতে অত্যন্ত সুস্বাদু। বাজারমূল্যও ভালো।’
উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার রায় বলেন, ‘উপকূলীয় এলাকার লবণাক্ত পরিবেশে নতুন জাতের চাষ কিছুটা ঝুঁকিপূর্ণ। তবে থাই পেয়ারা চাষে কৃষক নবী হোছাইনের সফলতা অন্য কৃষকদের মুগ্ধ করেছে। এই চাষে আগ্রহী হয়ে অনেকেই আমাদের কাছে আসছেন।
তিন একর জমি ৬০ হাজার টাকায় বর্গা নিয়েছিলেন কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নের সোইনছড়ি এলাকার কৃষক নবী হোছাইন। গত বছরের সেপ্টেম্বরে সেই জমিতে লাগান থাই পেয়ারা। ২২৫ টাকা করে চুয়াডাঙ্গা থেকে চারা কিনে এসেছিলেন। বর্তমানে গাছভর্তি পেয়ারা ও ফুল। প্রতিটি পেয়ারার ওজন ৩০০ থেকে ৬০০ গ্রাম। তিন একর জমিতে পেয়ারাগাছ রয়েছে ২ হাজার ৫০০টি।
সম্প্রতি কথা হয় বাগানের শ্রমিক মোহাম্মদ ইউনুসের সঙ্গে। ইউনুস বলেন, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে পেয়ারা বিক্রি করছেন। ইতিমধ্যে দুই লক্ষাধিক টাকার পেয়ারা বিক্রি হয়েছে। তাঁর মতো আরও ৮-১০ জন এই বাগানে কাজ করেন।
কৃষক নবী হোছাইন বলেন, ‘পেকুয়ায় প্রথম আমি থাই পেয়ারার চাষ করেছি। উপকূলীয় এই পরিবেশে এই জাত খাপ খাবে কি না, তা নিয়ে শঙ্কায় ছিলাম। ঝুঁকি নিয়ে সফল হয়েছি। তিন মাসের মধ্যে প্রতিটি গাছে ফলন আসতে শুরু করে। এখন প্রতি কেজি পেয়ারা ৬০ থেকে ৭০ টাকা করে পাইকারি বিক্রি করছি। আমি অত্যন্ত খুশি।’
নবী হোছাইন আরও বলেন, ‘আশা করি আগামী তিন মাসের মধ্যে মূলধন উঠে আসবে। বাগানে এ পর্যন্ত ১০ লাখ টাকা খরচ হয়েছে।’
পেকুয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আকবর হোছাইন ছিদ্দিকী বলেন, ‘কৃষক নবী হোছাইনকে মাঠ প্রস্তুত থেকে শুরু করে সব সহায়তা আমরা করেছি। সঠিক পরিচর্যা পেলে তাঁর গাছগুলো অন্তত ১০-১২ বছর ফলন দেবে। এই থাই পেয়ারা খেতে অত্যন্ত সুস্বাদু। বাজারমূল্যও ভালো।’
উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার রায় বলেন, ‘উপকূলীয় এলাকার লবণাক্ত পরিবেশে নতুন জাতের চাষ কিছুটা ঝুঁকিপূর্ণ। তবে থাই পেয়ারা চাষে কৃষক নবী হোছাইনের সফলতা অন্য কৃষকদের মুগ্ধ করেছে। এই চাষে আগ্রহী হয়ে অনেকেই আমাদের কাছে আসছেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে