ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক পর্যায়ে ২৩ শতাংশ নতুন বই এখনো আসেনি। পুরোনো বইয়ে চলছে পাঠদান। তাই শিক্ষার্থীরা পড়াশোনায় ঠিকমতো মনোযোগী ও নতুন শ্রেণির পড়াও শুরু করতে পারছে না। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শেখ শহিদুল ইসলাম মাধ্যমিক পর্যায়ে বাকি বইগুলো প্রতিদিন আসছে বলে জানান।
ব্রাহ্মণবাড়িয়ায় ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত চাহিদার ৪১ লাখ ৮৬ হাজার বইয়ের মধ্যে ২৮ লাখ বই এসেছে। অর্থাৎ ৬৭ শতাংশ বই এসেছে গেছে। বাকি ২৩ শতাংশ বই এখনো আসেনি। এদিকে এখনো অষ্টম শ্রেণির সব পাঠ্যবই পৌঁছেনি। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি এসেছে। বই না আসায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, বছরে প্রথম দিন অনেকটা অনাড়ম্বর পরিবেশে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীকে তিন ভাগে বিভক্ত করে ১২ কার্যদিবসের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। কিন্তু বই না আসায় অষ্টম শ্রেণির বই বিতরণ করা সম্ভব হয়নি।
এদিকে নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘উপজেলায় ৩ লাখ ৯৯ হাজার ৫০ বইয়ের চাহিদা রয়েছে। এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৭৬২ বই পেয়েছি। আর অষ্টম শ্রেণির ৯২ হাজার ৪০০ বইয়ের চাহিদা রয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ৬ হাজার ৬০০ বই পেয়েছি।’
নাম প্রকাশ না করার শর্তে জেলার সরকারি একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ষষ্ঠ ও সপ্তমের মূল বইগুলো পেয়েছি। চারুকারু ও ক্যারিয়ার এই ধরনের কয়েকটি বই বাকি আছে। আর নবম শ্রেণির সব বই এসেছে। তবে অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এসেছে। পুরোনো বই দিয়ে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। এতে পাঠদানে অনেক সমস্যা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ লাখ ৪০ হাজার বইয়ের চাহিদা পাঠানো হয়েছে। চাহিদার মধ্যে এখন পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ১০ হাজার বই এসেছে। সদর উপজেলায় মাধ্যমিকের ৬ লাখ ৮ হাজার ৯৩০টি বই, দাখিলের ৬৬ হাজার ৬৪০ ও ইবতেদায়ির ৩১ হাজার ৬০০ বইয়ের চাহিদা রয়েছে। তবে চাহিদামতো বই না পেয়ে বিপাকে আছে শিক্ষার্থীরা। তাই তারা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ ও নতুন শ্রেণির পড়াও শুরু করতে পারছে না।
এই ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শেখ শহিদুল ইসলাম গত রোববার রাতে বলেন, মাধ্যমিক পর্যায়ে বাকি বইগুলো প্রতিদিনই আসছে। জানুয়ারির মধ্যে শেষ না হলে ফেব্রুয়ারি শুরুতে মাধ্যমিকের সব বই চলে আসবে জেলা মাধ্যমিক কর্মকর্তা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক পর্যায়ে ২৩ শতাংশ নতুন বই এখনো আসেনি। পুরোনো বইয়ে চলছে পাঠদান। তাই শিক্ষার্থীরা পড়াশোনায় ঠিকমতো মনোযোগী ও নতুন শ্রেণির পড়াও শুরু করতে পারছে না। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শেখ শহিদুল ইসলাম মাধ্যমিক পর্যায়ে বাকি বইগুলো প্রতিদিন আসছে বলে জানান।
ব্রাহ্মণবাড়িয়ায় ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত চাহিদার ৪১ লাখ ৮৬ হাজার বইয়ের মধ্যে ২৮ লাখ বই এসেছে। অর্থাৎ ৬৭ শতাংশ বই এসেছে গেছে। বাকি ২৩ শতাংশ বই এখনো আসেনি। এদিকে এখনো অষ্টম শ্রেণির সব পাঠ্যবই পৌঁছেনি। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি এসেছে। বই না আসায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, বছরে প্রথম দিন অনেকটা অনাড়ম্বর পরিবেশে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীকে তিন ভাগে বিভক্ত করে ১২ কার্যদিবসের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। কিন্তু বই না আসায় অষ্টম শ্রেণির বই বিতরণ করা সম্ভব হয়নি।
এদিকে নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘উপজেলায় ৩ লাখ ৯৯ হাজার ৫০ বইয়ের চাহিদা রয়েছে। এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৭৬২ বই পেয়েছি। আর অষ্টম শ্রেণির ৯২ হাজার ৪০০ বইয়ের চাহিদা রয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ৬ হাজার ৬০০ বই পেয়েছি।’
নাম প্রকাশ না করার শর্তে জেলার সরকারি একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ষষ্ঠ ও সপ্তমের মূল বইগুলো পেয়েছি। চারুকারু ও ক্যারিয়ার এই ধরনের কয়েকটি বই বাকি আছে। আর নবম শ্রেণির সব বই এসেছে। তবে অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এসেছে। পুরোনো বই দিয়ে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। এতে পাঠদানে অনেক সমস্যা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ লাখ ৪০ হাজার বইয়ের চাহিদা পাঠানো হয়েছে। চাহিদার মধ্যে এখন পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ১০ হাজার বই এসেছে। সদর উপজেলায় মাধ্যমিকের ৬ লাখ ৮ হাজার ৯৩০টি বই, দাখিলের ৬৬ হাজার ৬৪০ ও ইবতেদায়ির ৩১ হাজার ৬০০ বইয়ের চাহিদা রয়েছে। তবে চাহিদামতো বই না পেয়ে বিপাকে আছে শিক্ষার্থীরা। তাই তারা পড়াশোনায় ঠিকমতো মনোযোগ ও নতুন শ্রেণির পড়াও শুরু করতে পারছে না।
এই ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শেখ শহিদুল ইসলাম গত রোববার রাতে বলেন, মাধ্যমিক পর্যায়ে বাকি বইগুলো প্রতিদিনই আসছে। জানুয়ারির মধ্যে শেষ না হলে ফেব্রুয়ারি শুরুতে মাধ্যমিকের সব বই চলে আসবে জেলা মাধ্যমিক কর্মকর্তা জানিয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে