আনোয়ার হোসেন, মনিরামপুর
মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) নামে ছয় মাসমেয়াদি বয়স্ক শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত মনিরামপুরের শিক্ষকদের অনেকেই বেতন পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে অনেকে বেতন না পাওয়ায় স্কুল বন্ধ করে দিয়েছেন।
তবে কয়েকজন শিক্ষক বেতনের আশায় এখনো স্কুল চালু রেখেছেন। যদিও সেখানে ঠিকমতো উপস্থিত হচ্ছে না শিক্ষার্থীরা।
অনুসন্ধানে জানা গেছে, শিক্ষকদের প্রশিক্ষণ ও নিয়োগপত্র দিয়ে ২০২০ সালের ২৮ মার্চ দীপ শিখা বেসরকারি সংস্থার মাধ্যমে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে মনিরামপুরে শুরু হয় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) নামের বয়স্ক শিক্ষা কার্যক্রম। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আওতায় এ কার্যক্রম চালু হয়। তখন ৩২০ জন পুরুষ ও ৩২০ জন নারী মোট ৬৪০ জন শিক্ষককে ৪-৫ দিন করে প্রশিক্ষণ দিয়ে উপজেলাব্যাপী ৩২০ স্কুল চালু করা হয়। প্রতি শিক্ষকের আওতায় ৩০ জন শিক্ষার্থীর তালিকা করা হয়।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের ৮ ডিসেম্বর শিক্ষা কার্যক্রম শুরু হয়। শুরুতে ৩২০টি গুচ্ছে বিভক্ত করে কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে এ শিক্ষার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা রাজি না হওয়ায় বিভিন্ন বাড়িতে শুরু হয় শিক্ষাদানের কাজ। প্রতি শিক্ষকের মাসিক বেতন ধরা হয় ২ হাজার ৪০০ টাকা। ৬ মাসের এ প্রকল্পের কেন্দ্রগুলো দেখভালের জন্য ২ হাজার ৫০০ টাকা সম্মানীতে ১৬ জন তদারককারী (সুপারভাইজার) নিয়োগ দেওয়া হয়। আর উপজেলাব্যাপী এ শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আজহারুল ইসলাম নামে একজন উপজেলা প্রোগ্রাম কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়।
অনুসন্ধানে জানা গেছে, এ প্রকল্পের ৬৪০ জন শিক্ষকের অধিকাংশ বেতন না পেয়ে স্কুল বন্ধ করে দিয়েছেন। যারা কাজ করছেন তারা ভাতা পাচ্ছেন না নিয়মিত।
সুপারভাইজাররা ঠিকমতো সম্মানী না পাওয়ায় তাঁরা নিয়মিত স্কুল তদারকি করছেন না। স্কুল চলছে কি না তার খোঁজ রাখেন না উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা আজহারুল নিজেও।
উপজেলার মশিয়াহাঁটি বাজারে অবস্থিত দীপ শিখার (রেজি. নম্বর-য-৫৫৫/৯৮) পরিচালক প্রকাশ চন্দ্রের মাধ্যমে মনিরামপুরে বয়স্ক শিক্ষার কার্যক্রম চালু রয়েছে। শিক্ষকদের ভাতার শিটে স্বাক্ষর নিয়ে বেতন না দেওয়ার অভিযোগ রয়েছে এ পরিচালকের বিরুদ্ধে। কোনো কেন্দ্রে শিক্ষক কাজ করতে অনাগ্রহ দেখালে সেখানে বিকল্প শিক্ষক নেওয়ার ব্যবস্থা থাকলেও তা করতে ব্যর্থ হয়েছেন প্রকাশ চন্দ্র।
মাবিয়া রহমান নামে এ প্রকল্পের এক শিক্ষক বলেন, ‘ফেদায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের কেন্দ্রের শিক্ষক আমি। ২-৩ মাস পড়ানোর পর বেতন পাইনি। তাই বন্ধ করে দিছি। আমার বেতন শিটে স্বাক্ষর নিয়েছেন সুপারভাইজার, কিন্তু বেতন দেননি।’
গোপালপুর কেন্দ্রের শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘শুরু থেকে দীপ শিখা আমাদের সঙ্গে প্রতারণা শুরু করে। ঠিকমতো শিক্ষা উপকরণ দেয় না। সুপারভাইজার খোঁজ নেয় না। ডিসেম্বরে আমাদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি। জানুয়ারি পর্যন্ত পড়াইছি। তাও বেতন পাইনি। চাপাচাপি করলে একদিন বেতন শিটে আমার স্বাক্ষর নিয়েছেন, কিন্তু টাকা দেয়নি। তারপর আমি স্কুল বন্ধ করে দিয়েছি।’
গোপালপুর কেন্দ্রের নারী শিক্ষক রোজিনা খাতুন বলেন, ‘বেতন দিচ্ছিল না। আমি ইউএনওকে জানাব বলায় আমাকে দুই মাসের বেতন দিয়েছে।’
রঘুনাথপুর কেন্দ্রের শিক্ষক মিনু মণ্ডল বলেন, ‘৪ মাস হয়ে গেছে। মাত্র ১ মাসের বেতন দিয়েছে।’
এদিকে সোমবার সরেজমিন দীপ শিখার কার্যালয়ে দেখা গেছে, বেতন না পেয়ে স্কুল বন্ধ করে দিলেও কাগজে কলমে এখনো সাইফুল ইসলাম ও আলমগীর হোসেনের নাম শিক্ষক হিসেবে আছেন।
জানতে চাইলে খানপুর ইউনিয়নের সুপারভাইজার আসলাম হোসেন বলেন, ‘মাবিয়ার পরিবর্তে ওই কেন্দ্রে কে শিক্ষক হয়েছেন বলতে পারব না। আমি যশোরে একটা কাজে এসেছি।’
দীপ শিখার পরিচালক প্রকাশ চন্দ্র বলেন, ‘আগামী ৭ জুন প্রকল্পের মেয়াদ শেষ হবে। সাড়ে চার মাসে এ পর্যন্ত দুই মাসের বেতন দিতে পেরেছি।’
জানতে চাইলে উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘দুই মাসের বেতন পেয়েছেন শিক্ষকেরা। তবে কোন শিক্ষক বেতন পাননি বা কোন স্কুল বন্ধ আছে এমন তথ্য আমার কাছে নেই।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘বয়স্ক শিক্ষার স্কুল বন্ধ বা শিক্ষকদের বেতন না পাওয়ার বিষয়টি জানা নেই।’
মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) নামে ছয় মাসমেয়াদি বয়স্ক শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত মনিরামপুরের শিক্ষকদের অনেকেই বেতন পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে অনেকে বেতন না পাওয়ায় স্কুল বন্ধ করে দিয়েছেন।
তবে কয়েকজন শিক্ষক বেতনের আশায় এখনো স্কুল চালু রেখেছেন। যদিও সেখানে ঠিকমতো উপস্থিত হচ্ছে না শিক্ষার্থীরা।
অনুসন্ধানে জানা গেছে, শিক্ষকদের প্রশিক্ষণ ও নিয়োগপত্র দিয়ে ২০২০ সালের ২৮ মার্চ দীপ শিখা বেসরকারি সংস্থার মাধ্যমে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে মনিরামপুরে শুরু হয় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) নামের বয়স্ক শিক্ষা কার্যক্রম। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আওতায় এ কার্যক্রম চালু হয়। তখন ৩২০ জন পুরুষ ও ৩২০ জন নারী মোট ৬৪০ জন শিক্ষককে ৪-৫ দিন করে প্রশিক্ষণ দিয়ে উপজেলাব্যাপী ৩২০ স্কুল চালু করা হয়। প্রতি শিক্ষকের আওতায় ৩০ জন শিক্ষার্থীর তালিকা করা হয়।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের ৮ ডিসেম্বর শিক্ষা কার্যক্রম শুরু হয়। শুরুতে ৩২০টি গুচ্ছে বিভক্ত করে কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে এ শিক্ষার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা রাজি না হওয়ায় বিভিন্ন বাড়িতে শুরু হয় শিক্ষাদানের কাজ। প্রতি শিক্ষকের মাসিক বেতন ধরা হয় ২ হাজার ৪০০ টাকা। ৬ মাসের এ প্রকল্পের কেন্দ্রগুলো দেখভালের জন্য ২ হাজার ৫০০ টাকা সম্মানীতে ১৬ জন তদারককারী (সুপারভাইজার) নিয়োগ দেওয়া হয়। আর উপজেলাব্যাপী এ শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আজহারুল ইসলাম নামে একজন উপজেলা প্রোগ্রাম কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়।
অনুসন্ধানে জানা গেছে, এ প্রকল্পের ৬৪০ জন শিক্ষকের অধিকাংশ বেতন না পেয়ে স্কুল বন্ধ করে দিয়েছেন। যারা কাজ করছেন তারা ভাতা পাচ্ছেন না নিয়মিত।
সুপারভাইজাররা ঠিকমতো সম্মানী না পাওয়ায় তাঁরা নিয়মিত স্কুল তদারকি করছেন না। স্কুল চলছে কি না তার খোঁজ রাখেন না উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা আজহারুল নিজেও।
উপজেলার মশিয়াহাঁটি বাজারে অবস্থিত দীপ শিখার (রেজি. নম্বর-য-৫৫৫/৯৮) পরিচালক প্রকাশ চন্দ্রের মাধ্যমে মনিরামপুরে বয়স্ক শিক্ষার কার্যক্রম চালু রয়েছে। শিক্ষকদের ভাতার শিটে স্বাক্ষর নিয়ে বেতন না দেওয়ার অভিযোগ রয়েছে এ পরিচালকের বিরুদ্ধে। কোনো কেন্দ্রে শিক্ষক কাজ করতে অনাগ্রহ দেখালে সেখানে বিকল্প শিক্ষক নেওয়ার ব্যবস্থা থাকলেও তা করতে ব্যর্থ হয়েছেন প্রকাশ চন্দ্র।
মাবিয়া রহমান নামে এ প্রকল্পের এক শিক্ষক বলেন, ‘ফেদায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের কেন্দ্রের শিক্ষক আমি। ২-৩ মাস পড়ানোর পর বেতন পাইনি। তাই বন্ধ করে দিছি। আমার বেতন শিটে স্বাক্ষর নিয়েছেন সুপারভাইজার, কিন্তু বেতন দেননি।’
গোপালপুর কেন্দ্রের শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘শুরু থেকে দীপ শিখা আমাদের সঙ্গে প্রতারণা শুরু করে। ঠিকমতো শিক্ষা উপকরণ দেয় না। সুপারভাইজার খোঁজ নেয় না। ডিসেম্বরে আমাদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি। জানুয়ারি পর্যন্ত পড়াইছি। তাও বেতন পাইনি। চাপাচাপি করলে একদিন বেতন শিটে আমার স্বাক্ষর নিয়েছেন, কিন্তু টাকা দেয়নি। তারপর আমি স্কুল বন্ধ করে দিয়েছি।’
গোপালপুর কেন্দ্রের নারী শিক্ষক রোজিনা খাতুন বলেন, ‘বেতন দিচ্ছিল না। আমি ইউএনওকে জানাব বলায় আমাকে দুই মাসের বেতন দিয়েছে।’
রঘুনাথপুর কেন্দ্রের শিক্ষক মিনু মণ্ডল বলেন, ‘৪ মাস হয়ে গেছে। মাত্র ১ মাসের বেতন দিয়েছে।’
এদিকে সোমবার সরেজমিন দীপ শিখার কার্যালয়ে দেখা গেছে, বেতন না পেয়ে স্কুল বন্ধ করে দিলেও কাগজে কলমে এখনো সাইফুল ইসলাম ও আলমগীর হোসেনের নাম শিক্ষক হিসেবে আছেন।
জানতে চাইলে খানপুর ইউনিয়নের সুপারভাইজার আসলাম হোসেন বলেন, ‘মাবিয়ার পরিবর্তে ওই কেন্দ্রে কে শিক্ষক হয়েছেন বলতে পারব না। আমি যশোরে একটা কাজে এসেছি।’
দীপ শিখার পরিচালক প্রকাশ চন্দ্র বলেন, ‘আগামী ৭ জুন প্রকল্পের মেয়াদ শেষ হবে। সাড়ে চার মাসে এ পর্যন্ত দুই মাসের বেতন দিতে পেরেছি।’
জানতে চাইলে উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘দুই মাসের বেতন পেয়েছেন শিক্ষকেরা। তবে কোন শিক্ষক বেতন পাননি বা কোন স্কুল বন্ধ আছে এমন তথ্য আমার কাছে নেই।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘বয়স্ক শিক্ষার স্কুল বন্ধ বা শিক্ষকদের বেতন না পাওয়ার বিষয়টি জানা নেই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে