চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোর-নড়াইল সড়কের গাছ চুরির ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে যশোর জেলা পরিষদ। গত বুধবার কোতোয়ালি থানায় এই মামলা করা হয়। মামলায় আট লাখেরও বেশি টাকার মেহগনি গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলায় যশোর সদর উপজেলার দায়তলা গ্রামের হাসানুজ্জামান, কচুয়া গ্রামের আক্তার হোসেন, ফতেপুর গ্রামের সামছুর রহমান ও রাজিবুল ইসলাম এবং ঘোপ গ্রামের আব্দুল হাকিমকে আসামি করা হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামানের নির্দেশে সার্ভেয়ার (অতিরিক্ত দায়িত্ব) আশরাফ হোসেন এ মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ থেকে দায়তলা পর্যন্ত বন বিভাগের দরপত্রের মাধ্যমে যেসব গাছ কাটা হয়েছে তার মধ্যে থেকে ৩৩টি মাঝারি আকারের মেহগনি গাছ দুর্বৃত্তরা রাতের আঁধারে চুরি করে কেটে নিয়ে গেছে।
লিখিত এজাহারে আরও বলা হয়েছে, ‘গত ২৫ মার্চ রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে ওই ৩৩টি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। যার মূল্য আট লাখ ৪৮ হাজার ৩ শ’ ৭৫ টাকা। ওই পাঁচ আসামির সঙ্গে আরও ৮-১০ জন অজ্ঞাত পরিচয়ের সহযোগী মিলে গাছ কেটে নসিমনযোগে অন্য স্থানে নিয়ে যায়। গত ১৭ ও ১৯ এপ্রিল ঘটনা শোনার পর জেলা পরিষদের সার্ভেয়ার আশরাফ হোসেন তদন্ত করেন। তদন্তে উল্লেখিতদের সংশ্লিষ্টতার প্রমাণ পান। তাঁরা জেলা পরিষদের পক্ষ থেকে গাছে বসানো নম্বর প্লেট তুলে ফেলে ওই মেহগনি গাছ কেটে নেয়।’
যদিও স্থানীয়দের দাবি, নীলগঞ্জ থেকে দায়তলা ব্রিজ পর্যন্ত বন বিভাগের দরপত্রের বাইরেও বেশ কিছু মেহগনি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। যার সংখ্যা ৩৩ নয়, শতাধিক হবে।
সূত্রে জানা যায়, যশোর-নড়াইল সড়ককে পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত করতে চার লেন করার উদ্যোগ নিয়েছে সরকার। চার লেন করতে হলে গাছ কাটার প্রয়োজন পড়ে। এ জন্য সড়ক ও জনপথ বিভাগ বন বিভাগকে দ্রুত গাছ অপসারণের চিঠি দেয়। সে মোতাবেক গত ২ জানুয়ারি যশোর শহরের নীলগঞ্জ সেতু হতে সদর উপজেলার দায়তলা সেতু পর্যন্ত ২৭টি লটে ২ হাজার ৫২২টি গাছ দরপত্র হয়। যার বিক্রীত মূল্য ছিল ২৬ লাখ ২৯ হাজার ৪৯৪ টাকা এবং যশোর-ঝিনাইদহ সড়কের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে মান্দারতলা পর্যন্ত আটটি লটে ৪৯২টি গাছের বিক্রীত মূল্য ছিল পাঁচ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর-নড়াইল সড়কের গাছ চুরির ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে যশোর জেলা পরিষদ। গত বুধবার কোতোয়ালি থানায় এই মামলা করা হয়। মামলায় আট লাখেরও বেশি টাকার মেহগনি গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলায় যশোর সদর উপজেলার দায়তলা গ্রামের হাসানুজ্জামান, কচুয়া গ্রামের আক্তার হোসেন, ফতেপুর গ্রামের সামছুর রহমান ও রাজিবুল ইসলাম এবং ঘোপ গ্রামের আব্দুল হাকিমকে আসামি করা হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামানের নির্দেশে সার্ভেয়ার (অতিরিক্ত দায়িত্ব) আশরাফ হোসেন এ মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ থেকে দায়তলা পর্যন্ত বন বিভাগের দরপত্রের মাধ্যমে যেসব গাছ কাটা হয়েছে তার মধ্যে থেকে ৩৩টি মাঝারি আকারের মেহগনি গাছ দুর্বৃত্তরা রাতের আঁধারে চুরি করে কেটে নিয়ে গেছে।
লিখিত এজাহারে আরও বলা হয়েছে, ‘গত ২৫ মার্চ রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে ওই ৩৩টি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। যার মূল্য আট লাখ ৪৮ হাজার ৩ শ’ ৭৫ টাকা। ওই পাঁচ আসামির সঙ্গে আরও ৮-১০ জন অজ্ঞাত পরিচয়ের সহযোগী মিলে গাছ কেটে নসিমনযোগে অন্য স্থানে নিয়ে যায়। গত ১৭ ও ১৯ এপ্রিল ঘটনা শোনার পর জেলা পরিষদের সার্ভেয়ার আশরাফ হোসেন তদন্ত করেন। তদন্তে উল্লেখিতদের সংশ্লিষ্টতার প্রমাণ পান। তাঁরা জেলা পরিষদের পক্ষ থেকে গাছে বসানো নম্বর প্লেট তুলে ফেলে ওই মেহগনি গাছ কেটে নেয়।’
যদিও স্থানীয়দের দাবি, নীলগঞ্জ থেকে দায়তলা ব্রিজ পর্যন্ত বন বিভাগের দরপত্রের বাইরেও বেশ কিছু মেহগনি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। যার সংখ্যা ৩৩ নয়, শতাধিক হবে।
সূত্রে জানা যায়, যশোর-নড়াইল সড়ককে পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত করতে চার লেন করার উদ্যোগ নিয়েছে সরকার। চার লেন করতে হলে গাছ কাটার প্রয়োজন পড়ে। এ জন্য সড়ক ও জনপথ বিভাগ বন বিভাগকে দ্রুত গাছ অপসারণের চিঠি দেয়। সে মোতাবেক গত ২ জানুয়ারি যশোর শহরের নীলগঞ্জ সেতু হতে সদর উপজেলার দায়তলা সেতু পর্যন্ত ২৭টি লটে ২ হাজার ৫২২টি গাছ দরপত্র হয়। যার বিক্রীত মূল্য ছিল ২৬ লাখ ২৯ হাজার ৪৯৪ টাকা এবং যশোর-ঝিনাইদহ সড়কের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে মান্দারতলা পর্যন্ত আটটি লটে ৪৯২টি গাছের বিক্রীত মূল্য ছিল পাঁচ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে