মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুরে পালিত কুকুর দিয়ে পোলট্রি খামারের মুরগি খাওয়ানোর প্রতিবাদ করায় খামারের মালিককে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় খামারের মালিক মোশারফ খানের বাবা আব্দুল খান ছেলেকে উদ্ধার করতে গেলে পালিত কুকুর তাঁকে কামড়ে আহত করে।
আহত মোশারফ খানকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে টাঙ্গাইল সদরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলার বানাইল ইউনিয়নের ভূষন্ডী গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে। গতকাল বিষয়টি সাংবাদিকদের জানায় ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় বৃদ্ধ আব্দুল খান বাদী হয়ে একই গ্রামের অপু মণ্ডল (৩৫), প্রভাষ কুমার সৈদাল (৫০) ও গ্রামাটিয়া গ্রামের দেব্রত মণ্ডলের (২২) নামে মির্জাপুর থানায় অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভূষন্ডী গ্রামের অপু মণ্ডল (৩৫) দুটি বিদেশি ও একটি দেশি কুকুর পালন করে। গত ৩১ মার্চ বিকেলে সাড়ে পাঁচটার দিকে অপু মণ্ডল তার পালিত কুকুর তিনটি নিয়ে গ্রামের মোশারফের পোলট্রি খামারে প্রবেশ করে। এ সময় কুকুরগুলো ফার্মের ১০ থেকে ১২টি বাচ্চা মুরগি খেয়ে ফেলে এবং ২০ থেকে ২৫টি বাচ্চা মেরে ফেলে। এ সময় কুকুরগুলোকে মোশারফ তার ফার্ম থেকে তাড়িয়ে দিলে কুকুরের মালিক অপু মণ্ডল ক্ষিপ্ত হয়ে মোশারফের ওপর লাঠি নিয়ে হামলা চালান। ওই সময়ে মোশারফের আর্তচিৎকারে তার বাবা আব্দুল খান এগিয়ে এলে কুকুরগুলো তাকে কামড়ে আহত করে। পিতা পুত্রের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাপ ছেলেকে উদ্ধার করে।
ওই ঘটনার জের ধরে গত শনিবার সকালে অপু মণ্ডলের নেতৃত্বে অপর দুই আসামি প্রভাষ কুমার সৈদাল ও দেব্রত মণ্ডল মিলে পুনরায় লাঠিসোঁটা, ছুরি ও লোহার রড নিয়ে মোশারফের ওপর হামলা চালায়। তাঁদের হামলায় মোশারফের শরীরে মারাত্মক জখম হয়।
জানতে চাইলে ছুরি চালানোর কথা অস্বীকার করেন অপু মণ্ডল। তিনি বলেন, মোশারফ আমাকে মারতে চাকু নিয়ে এসেছিল। সেই চাকু তাঁর শরীরে লেগে তিনি আহত হন।
মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ‘অপু মণ্ডলসহ অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
মির্জাপুরে পালিত কুকুর দিয়ে পোলট্রি খামারের মুরগি খাওয়ানোর প্রতিবাদ করায় খামারের মালিককে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় খামারের মালিক মোশারফ খানের বাবা আব্দুল খান ছেলেকে উদ্ধার করতে গেলে পালিত কুকুর তাঁকে কামড়ে আহত করে।
আহত মোশারফ খানকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে টাঙ্গাইল সদরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলার বানাইল ইউনিয়নের ভূষন্ডী গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে। গতকাল বিষয়টি সাংবাদিকদের জানায় ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় বৃদ্ধ আব্দুল খান বাদী হয়ে একই গ্রামের অপু মণ্ডল (৩৫), প্রভাষ কুমার সৈদাল (৫০) ও গ্রামাটিয়া গ্রামের দেব্রত মণ্ডলের (২২) নামে মির্জাপুর থানায় অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভূষন্ডী গ্রামের অপু মণ্ডল (৩৫) দুটি বিদেশি ও একটি দেশি কুকুর পালন করে। গত ৩১ মার্চ বিকেলে সাড়ে পাঁচটার দিকে অপু মণ্ডল তার পালিত কুকুর তিনটি নিয়ে গ্রামের মোশারফের পোলট্রি খামারে প্রবেশ করে। এ সময় কুকুরগুলো ফার্মের ১০ থেকে ১২টি বাচ্চা মুরগি খেয়ে ফেলে এবং ২০ থেকে ২৫টি বাচ্চা মেরে ফেলে। এ সময় কুকুরগুলোকে মোশারফ তার ফার্ম থেকে তাড়িয়ে দিলে কুকুরের মালিক অপু মণ্ডল ক্ষিপ্ত হয়ে মোশারফের ওপর লাঠি নিয়ে হামলা চালান। ওই সময়ে মোশারফের আর্তচিৎকারে তার বাবা আব্দুল খান এগিয়ে এলে কুকুরগুলো তাকে কামড়ে আহত করে। পিতা পুত্রের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাপ ছেলেকে উদ্ধার করে।
ওই ঘটনার জের ধরে গত শনিবার সকালে অপু মণ্ডলের নেতৃত্বে অপর দুই আসামি প্রভাষ কুমার সৈদাল ও দেব্রত মণ্ডল মিলে পুনরায় লাঠিসোঁটা, ছুরি ও লোহার রড নিয়ে মোশারফের ওপর হামলা চালায়। তাঁদের হামলায় মোশারফের শরীরে মারাত্মক জখম হয়।
জানতে চাইলে ছুরি চালানোর কথা অস্বীকার করেন অপু মণ্ডল। তিনি বলেন, মোশারফ আমাকে মারতে চাকু নিয়ে এসেছিল। সেই চাকু তাঁর শরীরে লেগে তিনি আহত হন।
মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ‘অপু মণ্ডলসহ অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে