শালিখা (মাগুরা) প্রতিনিধি
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে টাইগার পালং নামের একটি বাহারি নকশার খাট।
খোঁজ নিয়ে জানা যায়, শালিখা উপজেলার হরিশপুর বাজারের মারিয়া ফার্নিচার টাইগার পালং নামে খাটটি তৈরি করেছেন। পালংটির নকশা সাধারণ পালংয়ের মতো নয়।
পালংটি দেখতে আসা হাবীব বলেন, ‘আমি পাচঁকাউনিয়া গ্রাম থেকে এসেছি টাইগার পালং দেখতে। ফেসবুকে দেখে ভালো লেগেছে তাই সরাসরি দেখতে এসেছি। পালংটির ডিজাইন অসম্ভব সুন্দর হয়েছে। টাইগার পালংটির নকশা আমি আর কোথাও দেখিনি।’
দর্শক ইমামুল হাসান বলেন, ‘আমার জীবনে এ রকম ডিজাইন দেখিনি, টাইগার পালংটি খুব পছন্দ হয়েছে।’
স্থানীয় বাসিন্দা নুরুল হাসান বলেন, পালংটি দেখতে প্রতিদিন মানুষ আসছে দুর-দুরন্ত থেকে। বিলাস বহুল টাইগার পালংটির বাহারি নকশা কুদ্দুস মিস্ত্রি নিখুঁত ভাবে করেছে। পালংটি দেখে সবারই খুব পছন্দ হচ্ছে।’
মারিয়া ফার্নিচারের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বলেন, ‘আমিসহ ৫ জন দক্ষমিস্ত্রী দিয়ে তিন মাস রাত-দিন পরিশ্রম করে পালংটি তৈরি করেছি। পালংটি সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, মেহগনি গাছটি ৫০-৬০ বছরের পুরোন গাছ। আরও বলেন পালংটির নামকরণ ও সম্পূর্ণ ডিজাইন সে নিজেই করেছে। টাইগার পালংয়ের পায়া বাঘের পায়ের আকৃতি করা হয়েছে। পালংটিতে উঠতে সিঁড়ি ব্যবহার করতে হবে।’
কুদ্দুস আরও বলেন, ‘আমার ধারণা এই ধরনের পালং রাজা-জমিদাররা ব্যবহার করতেন। পালংটি ইতিমধ্যে মাগুরার ক্রেতার কাছে বিক্রয় করেছি প্রায় তিন লাখ টাকায়।’
টাইগার পালংটির ক্রেতা হাসানুর রহমান বলেন, ‘পালংটি আমি এখনো সরাসরি দেখিনি। ছবি ও ভিডিও দেখেছি আমার পছন্দ হয়েছে। শুনেছি এলাকার লোকজন প্রতিদিন পালংটি দেখতে আসছে। পালংটি আমি নিজের ব্যবহার করার জন্য কিনেছি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে টাইগার পালং নামের একটি বাহারি নকশার খাট।
খোঁজ নিয়ে জানা যায়, শালিখা উপজেলার হরিশপুর বাজারের মারিয়া ফার্নিচার টাইগার পালং নামে খাটটি তৈরি করেছেন। পালংটির নকশা সাধারণ পালংয়ের মতো নয়।
পালংটি দেখতে আসা হাবীব বলেন, ‘আমি পাচঁকাউনিয়া গ্রাম থেকে এসেছি টাইগার পালং দেখতে। ফেসবুকে দেখে ভালো লেগেছে তাই সরাসরি দেখতে এসেছি। পালংটির ডিজাইন অসম্ভব সুন্দর হয়েছে। টাইগার পালংটির নকশা আমি আর কোথাও দেখিনি।’
দর্শক ইমামুল হাসান বলেন, ‘আমার জীবনে এ রকম ডিজাইন দেখিনি, টাইগার পালংটি খুব পছন্দ হয়েছে।’
স্থানীয় বাসিন্দা নুরুল হাসান বলেন, পালংটি দেখতে প্রতিদিন মানুষ আসছে দুর-দুরন্ত থেকে। বিলাস বহুল টাইগার পালংটির বাহারি নকশা কুদ্দুস মিস্ত্রি নিখুঁত ভাবে করেছে। পালংটি দেখে সবারই খুব পছন্দ হচ্ছে।’
মারিয়া ফার্নিচারের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বলেন, ‘আমিসহ ৫ জন দক্ষমিস্ত্রী দিয়ে তিন মাস রাত-দিন পরিশ্রম করে পালংটি তৈরি করেছি। পালংটি সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, মেহগনি গাছটি ৫০-৬০ বছরের পুরোন গাছ। আরও বলেন পালংটির নামকরণ ও সম্পূর্ণ ডিজাইন সে নিজেই করেছে। টাইগার পালংয়ের পায়া বাঘের পায়ের আকৃতি করা হয়েছে। পালংটিতে উঠতে সিঁড়ি ব্যবহার করতে হবে।’
কুদ্দুস আরও বলেন, ‘আমার ধারণা এই ধরনের পালং রাজা-জমিদাররা ব্যবহার করতেন। পালংটি ইতিমধ্যে মাগুরার ক্রেতার কাছে বিক্রয় করেছি প্রায় তিন লাখ টাকায়।’
টাইগার পালংটির ক্রেতা হাসানুর রহমান বলেন, ‘পালংটি আমি এখনো সরাসরি দেখিনি। ছবি ও ভিডিও দেখেছি আমার পছন্দ হয়েছে। শুনেছি এলাকার লোকজন প্রতিদিন পালংটি দেখতে আসছে। পালংটি আমি নিজের ব্যবহার করার জন্য কিনেছি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে