পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে চলতি মাসে ৭২ জন শিশু এবং ১০ জনের বেশি বয়স্ক মানুষ ঠান্ডাজনিত রোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়া শীতে এ অঞ্চলের মানুষ দুর্ভোগ পড়েছেন।
পাটগ্রামে কয়েক দিন ধরে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে রাস্তাঘাট। দুপুরের পর সূর্যের দেখা মিললেও বিকেল থেকে হিমেল হাওয়া এবং সন্ধ্যার পর শুরু হয় তীব্র শীত। এতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করছেন। এসব মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করলেও তাঁদের অনেকের প্রয়োজনীয় শীতবস্ত্র নেই। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, পাটগ্রাম উপজেলার পৌরসভার বাঁধের পাড়, মাস্টারপাড়া, পূর্বপাড়া, সাহেব ডাঙ্গা, রেল স্টেশনপাড়া, বেংকান্দা, সোহাগপুর, ইউনিয়নের মধ্যে জগতবেড়, পাটগ্রাম, দহগ্রাম ও জোংড়া ইউনিয়নের দরিদ্র মানুষের কষ্ট বেড়েছে বেশি। অপর দিকে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে কৃষকেরা খেতে কাজ করতে পারছেন না। ফলে ভুট্টা ও বোরো ধানের বীজতলায় ক্ষতি হচ্ছে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শীত বাড়ায় রোগীর হারও বেড়েছে। শীতে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। জানুয়ারি মাসের শুরু থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঠান্ডাজনিত রোগে ৭২ জন শিশু ডায়রিয়ার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে ১০ জনের বেশি বয়স্ক ব্যক্তি ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘এই উপজেলায় যেভাবে শীত অনুভূত হচ্ছে তা দরিদ্র মানুষদের জন্য বিপজ্জনক। শীতে এই পর্যন্ত সাড়ে ৪ হাজারেরও অধিক কম্বল ও দেড় হাজারের বেশি চাদর-সোয়েটার বিতরণ করেছি।
লালমনিরহাটের পাটগ্রামে চলতি মাসে ৭২ জন শিশু এবং ১০ জনের বেশি বয়স্ক মানুষ ঠান্ডাজনিত রোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়া শীতে এ অঞ্চলের মানুষ দুর্ভোগ পড়েছেন।
পাটগ্রামে কয়েক দিন ধরে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে রাস্তাঘাট। দুপুরের পর সূর্যের দেখা মিললেও বিকেল থেকে হিমেল হাওয়া এবং সন্ধ্যার পর শুরু হয় তীব্র শীত। এতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করছেন। এসব মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করলেও তাঁদের অনেকের প্রয়োজনীয় শীতবস্ত্র নেই। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, পাটগ্রাম উপজেলার পৌরসভার বাঁধের পাড়, মাস্টারপাড়া, পূর্বপাড়া, সাহেব ডাঙ্গা, রেল স্টেশনপাড়া, বেংকান্দা, সোহাগপুর, ইউনিয়নের মধ্যে জগতবেড়, পাটগ্রাম, দহগ্রাম ও জোংড়া ইউনিয়নের দরিদ্র মানুষের কষ্ট বেড়েছে বেশি। অপর দিকে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে কৃষকেরা খেতে কাজ করতে পারছেন না। ফলে ভুট্টা ও বোরো ধানের বীজতলায় ক্ষতি হচ্ছে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শীত বাড়ায় রোগীর হারও বেড়েছে। শীতে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। জানুয়ারি মাসের শুরু থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঠান্ডাজনিত রোগে ৭২ জন শিশু ডায়রিয়ার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে ১০ জনের বেশি বয়স্ক ব্যক্তি ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘এই উপজেলায় যেভাবে শীত অনুভূত হচ্ছে তা দরিদ্র মানুষদের জন্য বিপজ্জনক। শীতে এই পর্যন্ত সাড়ে ৪ হাজারেরও অধিক কম্বল ও দেড় হাজারের বেশি চাদর-সোয়েটার বিতরণ করেছি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে