মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
ভারত থেকে বাংলাদেশে অস্ত্র চোরাচালানের অন্যতম পথ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে বিবেচনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই পথে সারা বছরই অবৈধ অস্ত্র আসে। এই অস্ত্র নানা হাত ঘুরে পৌঁছে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। বিজিবি বলছে, নির্বাচন সামনে রেখে অস্ত্রের চোরাচালান বেড়ে গেছে।
বিজিবির তথ্য বলছে, গত ১১ মাসে সীমান্ত এলাকায় ২০টি পিস্তল জব্দ করেছে ৫৯ বিজিবি। সঙ্গে ছিল ৩৭৩টি গুলি, ৩২টি ম্যাগাজিন ও মেশিনগানের ৫১টি গুলি। সম্প্রতি অস্ত্রের চোরাচালান আসা বেড়েছে। সর্বশেষ ২০ ডিসেম্বর একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয়টি গুলিসহ রুমা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেন ৫৯ বিজিবির সদস্যরা। একই রাতে চকপাড়া সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি বস্তা তল্লাশি করে ৬টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, পিস্তলের ২৩৬টি গুলি এবং মেশিনগানের ৫১টি গুলি উদ্ধার করে বিজিবি, যা এযাবৎকালে ৫৯ বিজিবির সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার অভিযান।
এর আগে ১৫ নভেম্বর একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৩৬টি গুলিসহ শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত থেকে মাহবুব নামের একজনকে গ্রেপ্তার করে বিজিবি। ৫৯ বিজিবির পাশাপাশি ৫৩ বিজিবি এবং র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানেও নিয়মিত অস্ত্র উদ্ধার হচ্ছে।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র আসছে। এ জন্য বিজিবি সদর দপ্তর থেকে সীমান্তে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পর থেকে নিয়মিত টহল টিমের বাইরে অস্ত্র উদ্ধারে বিশেষ টিম প্রস্তুত রয়েছে প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিয়মিত চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
গোয়েন্দা সূত্র বলেছে, ভারতের বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের মুঙ্গের এলাকার বিভিন্ন গ্রামে অবৈধ অস্ত্র তৈরির কারখানা গড়ে উঠেছে। ওই সব এলাকা সীমান্তঘেঁষা। ভারতের সঙ্গে লাগোয়া শিবগঞ্জ সীমান্ত দিয়েই প্রধানত অবৈধ অস্ত্র আসে। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ, আজমতপুর, চকপাড়া, তেলকুপি, গোমস্তাপুর, রহনপুর ও ভোলাহাটের বিলভাতিয়া সীমান্ত দিয়ে অস্ত্র আসে চাঁপাইনবাবগঞ্জে। এসব অবৈধ অস্ত্রের বাহকদের বেশির ভাগই সাধারণ মানুষ। বিজিবি সূত্র বলেছে, এসব অস্ত্রের গন্তব্য ঢাকা ও দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলো। তবে কারা এসব অস্ত্রের ক্রেতা, তা নিশ্চিত নয় বিজিবি।
বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, ‘অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। আমাদের কাছে খবর ছিল, জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি বিশেষ মহল অস্ত্রের চালান আনছিল। আমরা তাদের ধরতে সক্ষম হয়েছি।’
ভারত থেকে বাংলাদেশে অস্ত্র চোরাচালানের অন্যতম পথ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে বিবেচনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই পথে সারা বছরই অবৈধ অস্ত্র আসে। এই অস্ত্র নানা হাত ঘুরে পৌঁছে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। বিজিবি বলছে, নির্বাচন সামনে রেখে অস্ত্রের চোরাচালান বেড়ে গেছে।
বিজিবির তথ্য বলছে, গত ১১ মাসে সীমান্ত এলাকায় ২০টি পিস্তল জব্দ করেছে ৫৯ বিজিবি। সঙ্গে ছিল ৩৭৩টি গুলি, ৩২টি ম্যাগাজিন ও মেশিনগানের ৫১টি গুলি। সম্প্রতি অস্ত্রের চোরাচালান আসা বেড়েছে। সর্বশেষ ২০ ডিসেম্বর একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয়টি গুলিসহ রুমা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেন ৫৯ বিজিবির সদস্যরা। একই রাতে চকপাড়া সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি বস্তা তল্লাশি করে ৬টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, পিস্তলের ২৩৬টি গুলি এবং মেশিনগানের ৫১টি গুলি উদ্ধার করে বিজিবি, যা এযাবৎকালে ৫৯ বিজিবির সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার অভিযান।
এর আগে ১৫ নভেম্বর একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৩৬টি গুলিসহ শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত থেকে মাহবুব নামের একজনকে গ্রেপ্তার করে বিজিবি। ৫৯ বিজিবির পাশাপাশি ৫৩ বিজিবি এবং র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানেও নিয়মিত অস্ত্র উদ্ধার হচ্ছে।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র আসছে। এ জন্য বিজিবি সদর দপ্তর থেকে সীমান্তে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পর থেকে নিয়মিত টহল টিমের বাইরে অস্ত্র উদ্ধারে বিশেষ টিম প্রস্তুত রয়েছে প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিয়মিত চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
গোয়েন্দা সূত্র বলেছে, ভারতের বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের মুঙ্গের এলাকার বিভিন্ন গ্রামে অবৈধ অস্ত্র তৈরির কারখানা গড়ে উঠেছে। ওই সব এলাকা সীমান্তঘেঁষা। ভারতের সঙ্গে লাগোয়া শিবগঞ্জ সীমান্ত দিয়েই প্রধানত অবৈধ অস্ত্র আসে। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ, আজমতপুর, চকপাড়া, তেলকুপি, গোমস্তাপুর, রহনপুর ও ভোলাহাটের বিলভাতিয়া সীমান্ত দিয়ে অস্ত্র আসে চাঁপাইনবাবগঞ্জে। এসব অবৈধ অস্ত্রের বাহকদের বেশির ভাগই সাধারণ মানুষ। বিজিবি সূত্র বলেছে, এসব অস্ত্রের গন্তব্য ঢাকা ও দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলো। তবে কারা এসব অস্ত্রের ক্রেতা, তা নিশ্চিত নয় বিজিবি।
বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, ‘অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। আমাদের কাছে খবর ছিল, জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি বিশেষ মহল অস্ত্রের চালান আনছিল। আমরা তাদের ধরতে সক্ষম হয়েছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে