চুয়াডাঙ্গা প্রতিনিধি
সরকারি ওষুধ দেওয়ার কথা থাকলেও রোগীদের বেশির ভাগ ওষুধ কিনতে হয় বাইরে থেকে। এ চিত্র চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে। ভর্তি ও বহির্বিভাগের রোগীর স্বজনদের অভিযোগ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের থেকে উৎকোচ নিয়ে ব্যবস্থাপত্রে ওষুধ লিখছেন চিকিৎসকেরা। বেশির ভাগ ওষুধই তাঁদের বাইরের ফার্মেসি থেকে কিনতে হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীদের প্রয়োজনের ৯০ শতাংশ ওষুধ হাসপাতাল থেকে বিনা মূল্যে সরবরাহ করা হয়, কোনো কোনো ক্ষেত্রে ১০০ শতাংশ।
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের নাসির হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ। অসুস্থ হয়ে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে এসেছি। আশা ছিল, হাসপাতালে ভালো ডাক্তার দেখাব, সরকারি ওষুধও পাব। কিন্তু লাভ কিছুই হয়নি। সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে পৌঁছেছি ১০টায়। আরও আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তারপর টিকিট পেয়েছি। ডাক্তারের কক্ষের বাইরে দাঁড়িয়ে থেকেছি আরও ১ ঘণ্টা। ডাক্তার দেখে অনেক ওষুধ লিখেছে। যার সবগুলো ওষুধই কিনতে হবে বাইরের ফার্মেসি থেকে। হাসপাতাল থেকে দিয়েছে শুধুমাত্র ব্যথার আর গ্যাসের ট্যাবলেট। যদি সব ওষুধ বাইরের ফার্মেসি থেকেই কিনতে হয়, তাহলে হাসপাতালের ওষুধ কোথায় যায়?’
হাসপাতালের নারী মেডিসিন বিভাগে চিকিৎসাধীন মঞ্জুরা বেগম। তাঁর ছেলে শিপলুর রহমান বলেন, ‘চার দিন ধরে আমার মাকে নিয়ে হাসপাতালে রয়েছি। তিনি একসঙ্গে দুটি রোগে ভুগছেন। চার দিনে আমাদের ওষুধ কিনতে হয়েছে ২ হাজার টাকারও বেশি। প্রতিদিন তিন শ থেকে পাঁচ শ টাকার ওষুধ হাসপাতালের বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হয়। শুধু একটি অ্যান্টিবায়োটিক ও একটি করে গ্যাসের ওষুধ হাসপাতাল থেকে দিচ্ছে। ব্যবস্থাপত্রে আরও অনেকগুলো ওষুধের উল্লেখ আছে, যা আমদের হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে না। সরকার যে লাখ লাখ টাকার ওষুধ হাসপাতালে পাঠাচ্ছে, রোগীরা যদি সে ওষুধ নাই পান, তাহলে ওষুধগুলো কী হচ্ছে?’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে চিকিৎসাধীন বিউল হক। তাঁর স্ত্রী রোকেয়া খাতুন বলেন, ‘প্রেসক্রিপশনের দুই পাতায় শুধু ওষুধ লেখা। ডাক্তাররা প্রেসক্রিপশন ভর্তি করে ওষুধ লিখছেন। কিন্তু হাসপাতাল থেকে দিনে একটি করে স্যালাইন ও দুটা মাত্র ওষুধ পাচ্ছি। বাকি সব ওষুধ ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে। হাসপাতালের প্রধান ফটকের সামনের একটি ফার্মেসিতে পরিচিত মানুষ থাকায় ওষুধগুলো বাকিতে আনতে পারছি। হাসপাতাল থেকে ছুটি পেলে ওষুধের টাকা দিয়ে যাব বলেছি। যদি সব ওষুধ বাইরে থেকেই কিনতে হয়, তাহলে সরকারি হাসপাতালে ভর্তি থেকে লাভ কী? বাড়িতে থেকেই বাইরের ওষুধ কিনে খাওয়াতে পারতাম।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও এ এস এম ফাতেহ আকরাম বলেন, ‘রোগীরা ওষুধ পাচ্ছেন না, এমন হওয়ার কথা নয়। হাসপাতালে ওষুধ সরবরাহ রয়েছে। চিকিৎসকদের হাসপাতালের ওষুধই লেখার কথা। তবে প্রয়োজনে দুই একটা ওষুধ বাইরের লিখতেই পারেন। এ বিষয়ে হাসপাতালের কনসালট্যান্টদের বলা রয়েছে, ওষুধ সরবরাহ শেষ না হওয়া পর্যন্ত যেন হাসপাতালের ওষুধই লেখেন। এবং রোগীদের ছুটি-পরবর্তী প্রেসক্রিপশনেও হাসপাতালের ওষুধই যেন দেওয়া হয়।’
আরএমও আরও বলেন, ‘ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সপ্তাহে দুই দিন (রোববার ও বুধবার) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য হাসপাতালের দুই ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের দিন ও সময় নির্ধারণ করে লেখাও আছে।’
সরকারি ওষুধ দেওয়ার কথা থাকলেও রোগীদের বেশির ভাগ ওষুধ কিনতে হয় বাইরে থেকে। এ চিত্র চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে। ভর্তি ও বহির্বিভাগের রোগীর স্বজনদের অভিযোগ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের থেকে উৎকোচ নিয়ে ব্যবস্থাপত্রে ওষুধ লিখছেন চিকিৎসকেরা। বেশির ভাগ ওষুধই তাঁদের বাইরের ফার্মেসি থেকে কিনতে হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীদের প্রয়োজনের ৯০ শতাংশ ওষুধ হাসপাতাল থেকে বিনা মূল্যে সরবরাহ করা হয়, কোনো কোনো ক্ষেত্রে ১০০ শতাংশ।
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের নাসির হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ। অসুস্থ হয়ে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে এসেছি। আশা ছিল, হাসপাতালে ভালো ডাক্তার দেখাব, সরকারি ওষুধও পাব। কিন্তু লাভ কিছুই হয়নি। সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে পৌঁছেছি ১০টায়। আরও আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তারপর টিকিট পেয়েছি। ডাক্তারের কক্ষের বাইরে দাঁড়িয়ে থেকেছি আরও ১ ঘণ্টা। ডাক্তার দেখে অনেক ওষুধ লিখেছে। যার সবগুলো ওষুধই কিনতে হবে বাইরের ফার্মেসি থেকে। হাসপাতাল থেকে দিয়েছে শুধুমাত্র ব্যথার আর গ্যাসের ট্যাবলেট। যদি সব ওষুধ বাইরের ফার্মেসি থেকেই কিনতে হয়, তাহলে হাসপাতালের ওষুধ কোথায় যায়?’
হাসপাতালের নারী মেডিসিন বিভাগে চিকিৎসাধীন মঞ্জুরা বেগম। তাঁর ছেলে শিপলুর রহমান বলেন, ‘চার দিন ধরে আমার মাকে নিয়ে হাসপাতালে রয়েছি। তিনি একসঙ্গে দুটি রোগে ভুগছেন। চার দিনে আমাদের ওষুধ কিনতে হয়েছে ২ হাজার টাকারও বেশি। প্রতিদিন তিন শ থেকে পাঁচ শ টাকার ওষুধ হাসপাতালের বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হয়। শুধু একটি অ্যান্টিবায়োটিক ও একটি করে গ্যাসের ওষুধ হাসপাতাল থেকে দিচ্ছে। ব্যবস্থাপত্রে আরও অনেকগুলো ওষুধের উল্লেখ আছে, যা আমদের হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে না। সরকার যে লাখ লাখ টাকার ওষুধ হাসপাতালে পাঠাচ্ছে, রোগীরা যদি সে ওষুধ নাই পান, তাহলে ওষুধগুলো কী হচ্ছে?’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে চিকিৎসাধীন বিউল হক। তাঁর স্ত্রী রোকেয়া খাতুন বলেন, ‘প্রেসক্রিপশনের দুই পাতায় শুধু ওষুধ লেখা। ডাক্তাররা প্রেসক্রিপশন ভর্তি করে ওষুধ লিখছেন। কিন্তু হাসপাতাল থেকে দিনে একটি করে স্যালাইন ও দুটা মাত্র ওষুধ পাচ্ছি। বাকি সব ওষুধ ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে। হাসপাতালের প্রধান ফটকের সামনের একটি ফার্মেসিতে পরিচিত মানুষ থাকায় ওষুধগুলো বাকিতে আনতে পারছি। হাসপাতাল থেকে ছুটি পেলে ওষুধের টাকা দিয়ে যাব বলেছি। যদি সব ওষুধ বাইরে থেকেই কিনতে হয়, তাহলে সরকারি হাসপাতালে ভর্তি থেকে লাভ কী? বাড়িতে থেকেই বাইরের ওষুধ কিনে খাওয়াতে পারতাম।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও এ এস এম ফাতেহ আকরাম বলেন, ‘রোগীরা ওষুধ পাচ্ছেন না, এমন হওয়ার কথা নয়। হাসপাতালে ওষুধ সরবরাহ রয়েছে। চিকিৎসকদের হাসপাতালের ওষুধই লেখার কথা। তবে প্রয়োজনে দুই একটা ওষুধ বাইরের লিখতেই পারেন। এ বিষয়ে হাসপাতালের কনসালট্যান্টদের বলা রয়েছে, ওষুধ সরবরাহ শেষ না হওয়া পর্যন্ত যেন হাসপাতালের ওষুধই লেখেন। এবং রোগীদের ছুটি-পরবর্তী প্রেসক্রিপশনেও হাসপাতালের ওষুধই যেন দেওয়া হয়।’
আরএমও আরও বলেন, ‘ওষুধ কোম্পানির প্রতিনিধিরা সপ্তাহে দুই দিন (রোববার ও বুধবার) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য হাসপাতালের দুই ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের দিন ও সময় নির্ধারণ করে লেখাও আছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে