রাশেদুজ্জামান, মেহেরপুর
দুই দিন পর মেহেরপুর পৌরসভাসহ সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা।
অনেকেই প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা এবং নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ করছেন। কারও কারও দাবি, এ সব অভিযোগ ভিত্তিহীন।
জেলা নির্বাচন কর্মকর্তার দাবি, ভোটের পরিবেশ ভালো রয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মেহেরপুর পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন সদ্য বিদায়ী মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে মাঠে রয়েছেন সাবেক মেয়র মুতাছিম বিল্লাহ মতু। জয়ের ব্যাপারে দুজনই আশাবাদী।
মাহফুজুর রহমান রিটন বলেন, ‘গত নির্বাচনে মানুষ আমাকে মেয়র নির্বাচিত করেছিলেন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করেছি। বিশেষ করে করোনা মহামারিতে রোদ-বৃষ্টি ও সব ভয়ভীতি উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। কাজ করেছি শহরের উন্নয়নে। নালা ব্যবস্থা থেকে শুরু রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি উন্নয়নের কাজও করেছি। এ কারণে মানুষ আবারও আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন। আমার প্রতিদ্বন্দ্বী টানা ২৪ বছর ক্ষমতা দখল করে রেখেছিলেন। মামলা করে নির্বাচন আটকে রেখেছিলেন। ফলে তাঁকে মানুষ কখনো গ্রহণ করবেন না।’
স্বতন্ত্র প্রার্থী মুতাছিম বিল্লাহ মতু বলেন, ‘টানা ২৪ বছর ধরে মেহেরপুরের পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছি। শহরকে একটি মডেল হিসেবে গড়ে তুলেছিলাম। মানুষ এখন পর্যন্ত আমাকে মনে রেখেছে। যেখানেই যাচ্ছি ভোটাররা আমাকে উৎসাহ দিচ্ছেন। বিগত দিনের কথা বিবেচনা করে মানুষ আমাকেই ভোট দেবেন। ইভিএমে নির্বাচন হওয়ায় আশা করি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে।’
ভিন্ন চিত্র মেহেরপুরের চার ইউনিয়ন পরিষদ নির্বাচনের। ইতিমধ্যে অসুস্থতার কারণ দেখিয়ে শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নৌকা প্রতীক পাওয়া আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস। চার ইউপিতেই রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। আমঝুপি ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছে বিএনপির দুই নেতা। প্রার্থীদের মধ্যেও রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
আমঝুপি ইউপির স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শফিকুল ইসলাম এবার ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে কিছুটা সংশয়ে আছি। কয়েক রাত ধরে বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। তবে সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করব।’
বারাদি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) সালেহ আল আজিজ টরিক বিশ্বাস বলেন, ‘আমার প্রচারে বাধা দেওয়া হচ্ছে। পোস্টার ছিঁড়ে ফেলছে। এমনকি নিয়মের বাইরে একাধিক অফিস করেছেন আওয়ামী লীগ প্রার্থী। আচরণবিধির বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হলেও এর কোনো সমাধান মেলেনি।’
আমঝুপি ইউপির আওয়ামী লীগের প্রার্থী বোরহান উদ্দীন চুন্নু বলেন, ‘এখন পর্যন্ত আমার কোনো নেতা-কর্মী কারও প্রচার প্রচারণায় বাধা দেননি। বরং অনেকে নিজেদের অফিস ভাঙচুর করে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সবাই সমান সুযোগ পেয়ে নির্বাচনে প্রচার চালাচ্ছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার বলেন, ‘নির্বাচনে কিছুটা পাল্টাপাল্টি অভিযোগ থাকবেই। এরপরও অভিযোগের ভিত্তিতে আমরা কয়েকজন প্রার্থীকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছি। ভোটের পরিবেশ ভালো রয়েছে। এবার ইভিএমে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
মেহেরপুরের একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন পরিষদে ১ লাখ ১৯ হাজার ৯৮৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ৬০ হাজার ১৫৬, আর পুরুষ ভোটার ৫৯ হাজার ৮৩২ জন।
দুই দিন পর মেহেরপুর পৌরসভাসহ সদর উপজেলার চার ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা।
অনেকেই প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা এবং নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ করছেন। কারও কারও দাবি, এ সব অভিযোগ ভিত্তিহীন।
জেলা নির্বাচন কর্মকর্তার দাবি, ভোটের পরিবেশ ভালো রয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মেহেরপুর পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন সদ্য বিদায়ী মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে মাঠে রয়েছেন সাবেক মেয়র মুতাছিম বিল্লাহ মতু। জয়ের ব্যাপারে দুজনই আশাবাদী।
মাহফুজুর রহমান রিটন বলেন, ‘গত নির্বাচনে মানুষ আমাকে মেয়র নির্বাচিত করেছিলেন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করেছি। বিশেষ করে করোনা মহামারিতে রোদ-বৃষ্টি ও সব ভয়ভীতি উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছি। কাজ করেছি শহরের উন্নয়নে। নালা ব্যবস্থা থেকে শুরু রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি উন্নয়নের কাজও করেছি। এ কারণে মানুষ আবারও আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন। আমার প্রতিদ্বন্দ্বী টানা ২৪ বছর ক্ষমতা দখল করে রেখেছিলেন। মামলা করে নির্বাচন আটকে রেখেছিলেন। ফলে তাঁকে মানুষ কখনো গ্রহণ করবেন না।’
স্বতন্ত্র প্রার্থী মুতাছিম বিল্লাহ মতু বলেন, ‘টানা ২৪ বছর ধরে মেহেরপুরের পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছি। শহরকে একটি মডেল হিসেবে গড়ে তুলেছিলাম। মানুষ এখন পর্যন্ত আমাকে মনে রেখেছে। যেখানেই যাচ্ছি ভোটাররা আমাকে উৎসাহ দিচ্ছেন। বিগত দিনের কথা বিবেচনা করে মানুষ আমাকেই ভোট দেবেন। ইভিএমে নির্বাচন হওয়ায় আশা করি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে।’
ভিন্ন চিত্র মেহেরপুরের চার ইউনিয়ন পরিষদ নির্বাচনের। ইতিমধ্যে অসুস্থতার কারণ দেখিয়ে শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নৌকা প্রতীক পাওয়া আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস। চার ইউপিতেই রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। আমঝুপি ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছে বিএনপির দুই নেতা। প্রার্থীদের মধ্যেও রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
আমঝুপি ইউপির স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শফিকুল ইসলাম এবার ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে কিছুটা সংশয়ে আছি। কয়েক রাত ধরে বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। তবে সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করব।’
বারাদি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) সালেহ আল আজিজ টরিক বিশ্বাস বলেন, ‘আমার প্রচারে বাধা দেওয়া হচ্ছে। পোস্টার ছিঁড়ে ফেলছে। এমনকি নিয়মের বাইরে একাধিক অফিস করেছেন আওয়ামী লীগ প্রার্থী। আচরণবিধির বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হলেও এর কোনো সমাধান মেলেনি।’
আমঝুপি ইউপির আওয়ামী লীগের প্রার্থী বোরহান উদ্দীন চুন্নু বলেন, ‘এখন পর্যন্ত আমার কোনো নেতা-কর্মী কারও প্রচার প্রচারণায় বাধা দেননি। বরং অনেকে নিজেদের অফিস ভাঙচুর করে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সবাই সমান সুযোগ পেয়ে নির্বাচনে প্রচার চালাচ্ছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার বলেন, ‘নির্বাচনে কিছুটা পাল্টাপাল্টি অভিযোগ থাকবেই। এরপরও অভিযোগের ভিত্তিতে আমরা কয়েকজন প্রার্থীকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছি। ভোটের পরিবেশ ভালো রয়েছে। এবার ইভিএমে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
মেহেরপুরের একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন পরিষদে ১ লাখ ১৯ হাজার ৯৮৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ৬০ হাজার ১৫৬, আর পুরুষ ভোটার ৫৯ হাজার ৮৩২ জন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে