ঈদে নাগরিক টিভিতে ৭ দিনে ২৮ সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৯: ১১

শুধু প্রেক্ষাগৃহ নয়, ঈদের সময়ে দর্শকের জন্য ছোট পর্দায় সিনেমার পসরা সাজিয়ে বসে টেলিভিশন চ্যানেলগুলো। সেই তালিকায় এবার শীর্ষে আছে নাগরিক টিভি। চ্যানেলটির ৭ দিনব্যাপী ঈদ আয়োজনে দেখা যাবে ২৮টি সিনেমা। 

ঈদের দিন সকাল ৮টায় প্রচারিত হবে ‘মন যেখানে হৃদয় সেখানে’ (শাকিব খান ও অপু বিশ্বাস), সকাল ১০টা ৩০ মিনিট-‘সবার উপরে তুমি’ (শাকিব খান ও কলকাতার স্বস্তিকা মুখার্জী), দুপুর ১টা ৩০ মিনিট-‘লাভ ম্যারেজ’ (শাকিব খান ও অপু বিশ্বাস), বিকেল ৫ টা-‘মিশন এক্সট্রিম’ (আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী)। 

ঈদের দ্বিতীয় দিনে রয়েছে ‘ভালোবাসার দুশমন’, ‘গুন্ডা দ্যা টেররিস্ট’ ‘তালাশ’ ও ‘রাত জাগা ফুল’। তৃতীয় দিন প্রচার হবে ‘বাস্তব’, ‘সবার উপরে প্রেম’, ‘বস নাম্বার ওয়ান’ ও ‘হিরো দ্যা সুপারস্টার’। চতুর্থ দিন ‘প্রেম সংঘাত’, ‘দুশমন দরদী’, ‘প্রেমিক নাম্বার ওয়ান’ ও ‘ফুল এন্ড ফাইনাল’। পঞ্চম দিন দেখা যাবে ‘নষ্ট ছাত্র’, ‘রাজধানীর রাজা’, ‘নায়ক’ ও ‘হিটম্যান’। ষষ্ঠ দিন ‘তাণ্ডব লীলা’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘ভালোবাসা এক্সপ্রেস’ ও ‘রাজাবাবু’। ঈদ আয়োজনের শেষ দিন প্রচার হবে ‘ওরা দালাল’, ‘রুখে দাঁড়াও’, ‘সন্তান আমার অহংকার’ ও ‘ওয়ার্নিং’। 

নাগরিক টিভির হেড অব প্রোগ্রাম কামরুজ্জামান বাবু বলেন, ‘বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। তাই এবার ঈদে আমরা দর্শকদের জন্য মন ছুঁয়ে যাওয়ার মতো সিনেমার পসরা সাজিয়েছি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত