ধনবাড়ী প্রতিনিধি
ধনবাড়ীতে পুলিশি হয়রানিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্টের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়া অপর এজেন্ট মফিজুল ইসলামকেও পুলিশ হয়রানি করেছে বলে জানান স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন তালুকদার মিন্টু। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মোতাহের হোসেনের মৃত্যু হয়।
নিহত মোতাহের ওই ইউনিয়নের জমশেরপুর (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন তালুকদার মিন্টু এবং নিহতের স্ত্রী-সন্তান পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।
নিহতের ছেলে মিজানুর রহমান বলেন, ‘ঘটনার দিন রাত আড়াইটার দিকে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাকিরের নেতৃত্বে একদল পুলিশ আমাদের বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। তারা গেটে ভেঙে বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে শব্দ পেয়ে মা ঘরের দরজা খুলে দেন।’
মিজানুর আরও বলেন, ‘এ সময় তারা এ বাড়িতে অস্ত্র ও বোমা রাখা আছে বলে হুমকি-ধমকি দিতে থাকে। আমরা এগুলো খোঁজে বের করতে বললে ঘরে প্রবেশ করে বাবাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে আসে। এতে বাবা অসুস্থ হয়ে পড়েন। তখন জাকির বলেন, ভাব ধরছিস। পরে আবার আসব বলে তারা চলে যায়। তারা চলে যাওয়ার পর আমার বাবা ঘটনাস্থলেই মারা যান।’
উপপরিদর্শক জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। সেখানে ওই ব্যক্তি ছিল কি না আমার জানা নেই।’
ধনবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া এ অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ নিয়মিত টহলে গিয়েছিল। লোকজন পুলিশ দেখে ভয়ে দৌড় দেন। এখানে হয়রানির কোনো ঘটনা ঘটেনি।
ধনবাড়ীতে পুলিশি হয়রানিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্টের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়া অপর এজেন্ট মফিজুল ইসলামকেও পুলিশ হয়রানি করেছে বলে জানান স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন তালুকদার মিন্টু। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে মোতাহের হোসেনের মৃত্যু হয়।
নিহত মোতাহের ওই ইউনিয়নের জমশেরপুর (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন তালুকদার মিন্টু এবং নিহতের স্ত্রী-সন্তান পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।
নিহতের ছেলে মিজানুর রহমান বলেন, ‘ঘটনার দিন রাত আড়াইটার দিকে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাকিরের নেতৃত্বে একদল পুলিশ আমাদের বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। তারা গেটে ভেঙে বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে শব্দ পেয়ে মা ঘরের দরজা খুলে দেন।’
মিজানুর আরও বলেন, ‘এ সময় তারা এ বাড়িতে অস্ত্র ও বোমা রাখা আছে বলে হুমকি-ধমকি দিতে থাকে। আমরা এগুলো খোঁজে বের করতে বললে ঘরে প্রবেশ করে বাবাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে আসে। এতে বাবা অসুস্থ হয়ে পড়েন। তখন জাকির বলেন, ভাব ধরছিস। পরে আবার আসব বলে তারা চলে যায়। তারা চলে যাওয়ার পর আমার বাবা ঘটনাস্থলেই মারা যান।’
উপপরিদর্শক জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। সেখানে ওই ব্যক্তি ছিল কি না আমার জানা নেই।’
ধনবাড়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া এ অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ নিয়মিত টহলে গিয়েছিল। লোকজন পুলিশ দেখে ভয়ে দৌড় দেন। এখানে হয়রানির কোনো ঘটনা ঘটেনি।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে