সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল বাজারে গত এক মাস ধরে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে গরুর দুধ। প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আগে যেখানে বিক্রি হতো ৪০ থেকে ৫০ টাকা করে।
বিক্রেতারা বলছেন, এ মাসে পূজা আর বিয়েশাদি বেড়ে যাওয়ায় দুধের চাহিদাও বেড়ে গেছে। এ জন্য দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে গরুর দুধ।
উপজেলার অরুয়াইল বাজার থেকে গতকাল শনিবার সকালে দুধ কিনতে আসেন শফিক ভুঁইয়া। তিনি বলেন, এ বাজারে শুধু খুচরা দুধ বিক্রি করা হয়। কিছুদিন ধরে বাড়তি দামে দুধ কিনতে হচ্ছে। আগে এ বাজারে প্রতি লিটার দুধ বিক্রি হতো ৪০ থেকে ৪৫ টাকা করে। আর এই মাসে সেখানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত।
কামাল হোসেন নামের আরেকজন ক্রেতা বলেন, ‘আশ্বিন কার্তিক মাসে আমাদের এলাকায় বিয়েশাদির অনুষ্ঠান বেশি হয়। এখন আবার পূজাও চলছে। তাই দুধের দাম দ্বিগুণ হয়ে গেছে। আজকে এক লিটার দুধ ৯০ টাকা দিয়ে কিনেছি।’
দুধ বিক্রেতা হুমায়ুন মিয়া বলেন, ‘এক মাস ধরে দুধের ভালো দাম পাচ্ছি। আগে ৪০ টাকা লিটার বিক্রি করতাম। চাহিদা বেড়ে যাওয়ায় এখন ৮০ থেকে ৯০ টাকা করে বিক্রি করছি। সারা বছর এই দামে বিক্রি করতে পারলে গাভি পালন করে লাভবান হতে পারতাম।’
অরুয়াইল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সায়েদ মিয়া বলেন, এ বাজারে প্রতিদিন ২৫ থেকে ৩০ মণ দুধ বিক্রি হয়। সারা বছর দুধের দাম কম থাকে। বিভিন্ন অনুষ্ঠানের কারণে আশ্বিন কার্তিক মাসে দুধের দাম বেশি থাকে। যেমন গতকাল শনিবার ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত প্রতি লিটার দুধ বিক্রি হয়েছে। কিছুদিন পর আগের দামে চলে যাবে।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল বাজারে গত এক মাস ধরে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে গরুর দুধ। প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আগে যেখানে বিক্রি হতো ৪০ থেকে ৫০ টাকা করে।
বিক্রেতারা বলছেন, এ মাসে পূজা আর বিয়েশাদি বেড়ে যাওয়ায় দুধের চাহিদাও বেড়ে গেছে। এ জন্য দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে গরুর দুধ।
উপজেলার অরুয়াইল বাজার থেকে গতকাল শনিবার সকালে দুধ কিনতে আসেন শফিক ভুঁইয়া। তিনি বলেন, এ বাজারে শুধু খুচরা দুধ বিক্রি করা হয়। কিছুদিন ধরে বাড়তি দামে দুধ কিনতে হচ্ছে। আগে এ বাজারে প্রতি লিটার দুধ বিক্রি হতো ৪০ থেকে ৪৫ টাকা করে। আর এই মাসে সেখানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত।
কামাল হোসেন নামের আরেকজন ক্রেতা বলেন, ‘আশ্বিন কার্তিক মাসে আমাদের এলাকায় বিয়েশাদির অনুষ্ঠান বেশি হয়। এখন আবার পূজাও চলছে। তাই দুধের দাম দ্বিগুণ হয়ে গেছে। আজকে এক লিটার দুধ ৯০ টাকা দিয়ে কিনেছি।’
দুধ বিক্রেতা হুমায়ুন মিয়া বলেন, ‘এক মাস ধরে দুধের ভালো দাম পাচ্ছি। আগে ৪০ টাকা লিটার বিক্রি করতাম। চাহিদা বেড়ে যাওয়ায় এখন ৮০ থেকে ৯০ টাকা করে বিক্রি করছি। সারা বছর এই দামে বিক্রি করতে পারলে গাভি পালন করে লাভবান হতে পারতাম।’
অরুয়াইল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সায়েদ মিয়া বলেন, এ বাজারে প্রতিদিন ২৫ থেকে ৩০ মণ দুধ বিক্রি হয়। সারা বছর দুধের দাম কম থাকে। বিভিন্ন অনুষ্ঠানের কারণে আশ্বিন কার্তিক মাসে দুধের দাম বেশি থাকে। যেমন গতকাল শনিবার ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত প্রতি লিটার দুধ বিক্রি হয়েছে। কিছুদিন পর আগের দামে চলে যাবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে