মো. হান্নান, ঢাকা
আসন্ন নির্বাচনে সংসদ সদস্য হতে দলীয় প্রার্থীর বাইরে ৪৫৫ জন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। গতকাল শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ২০৭ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে এ পরিসংখ্যান পাওয়া গেছে।
নির্বাচন কমিশন ও প্রতিনিধিদের তথ্যে দেখা যায়, মোট স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ৭৪৭ জন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ নেতা ছাড়া ছিলেন ২৯২ জন। এই ২৯২ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আবার ২১০ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এ ছাড়া ২৯৮ আসনে দলীয় প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ। তাঁদের মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর জাতীয় পার্টির (জাপা) ২০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ৪১ আসনে কারও মনোনয়নপত্র বাতিল হয়নি।
মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেছেন—ঋণখেলাপি, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি, ইউটিলিটি বিলখেলাপি, আয়করের তথ্য গোপন করা, প্রস্তাবকারী ও সমর্থনকারী অন্য জেলার ভোটার হওয়া ও দ্বৈত নাগরিকত্ব।
যাচাই-বাছাই শেষে গতকাল রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা হয়েছিল। তার মধ্যে যাচাই-বাছাইয়ে টিকেছে ১ হাজার ৯৮৫টি। বাকি ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার জানান, যাঁদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাঁরা আজ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি হবে। এতে মোট প্রার্থী সংখ্যার কিছুটা পরিবর্তন হতে পারে।
আলোচিত যাঁরা বাদ পড়লেন
এদিকে ঋণখেলাপি ও তথ্যে গরমিল থাকায় হেভিওয়েট নেতা ও আলোচিত অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনের নাসিরুল ইসলাম খান আওলাদ, বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের শাম্মী আহম্মেদ, কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সালাহউদ্দিন আহমদ, নোয়াখালী-৩ আসনের মামুনুর রশিদ কিরন ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের দিদারুল আলম। দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী শাম্মী আহম্মেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ ছাড়া সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান, মুন্সিগঞ্জ-১ আসনের বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য মাহী বি চৌধুরী, লক্ষ্মীপুর-৪ আসনের বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ সাফায়েতুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিষয়ে প্রার্থীরা জানান, তাঁরা মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন। এদিকে ভোটারের সমর্থন তালিকায় ‘ভুয়া’ স্বাক্ষর পাওয়ায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ক্রেডিট কার্ডসংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
ঢাকার ২০ আসনে এক-তৃতীয়াংশ মনোনয়নপত্র বাতিল
ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র জমা পড়েছিল মোট ২৩৪টি। এর মধ্যে ৭৮টি মনোনয়ন বাতিল হয়েছে। অর্থাৎ এক-তৃতীয়াংশ মনোনয়নপত্রই বাতিল হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের ১৫টি আসনে মোট ১৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তার মধ্যে বাতিল হয়েছে ৬৪টি। মহানগরের বাইরের বাকি ৫ আসনে ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে আগামী বছরের ৭ জানুয়ারি।
আসন্ন নির্বাচনে সংসদ সদস্য হতে দলীয় প্রার্থীর বাইরে ৪৫৫ জন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। গতকাল শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ২০৭ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে এ পরিসংখ্যান পাওয়া গেছে।
নির্বাচন কমিশন ও প্রতিনিধিদের তথ্যে দেখা যায়, মোট স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ৭৪৭ জন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ নেতা ছাড়া ছিলেন ২৯২ জন। এই ২৯২ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আবার ২১০ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এ ছাড়া ২৯৮ আসনে দলীয় প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ। তাঁদের মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর জাতীয় পার্টির (জাপা) ২০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ৪১ আসনে কারও মনোনয়নপত্র বাতিল হয়নি।
মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেছেন—ঋণখেলাপি, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি, ইউটিলিটি বিলখেলাপি, আয়করের তথ্য গোপন করা, প্রস্তাবকারী ও সমর্থনকারী অন্য জেলার ভোটার হওয়া ও দ্বৈত নাগরিকত্ব।
যাচাই-বাছাই শেষে গতকাল রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, ৩০০ সংসদীয় আসনে মোট ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা হয়েছিল। তার মধ্যে যাচাই-বাছাইয়ে টিকেছে ১ হাজার ৯৮৫টি। বাকি ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার জানান, যাঁদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাঁরা আজ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি হবে। এতে মোট প্রার্থী সংখ্যার কিছুটা পরিবর্তন হতে পারে।
আলোচিত যাঁরা বাদ পড়লেন
এদিকে ঋণখেলাপি ও তথ্যে গরমিল থাকায় হেভিওয়েট নেতা ও আলোচিত অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনের নাসিরুল ইসলাম খান আওলাদ, বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের শাম্মী আহম্মেদ, কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সালাহউদ্দিন আহমদ, নোয়াখালী-৩ আসনের মামুনুর রশিদ কিরন ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের দিদারুল আলম। দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী শাম্মী আহম্মেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ ছাড়া সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান, মুন্সিগঞ্জ-১ আসনের বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য মাহী বি চৌধুরী, লক্ষ্মীপুর-৪ আসনের বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ সাফায়েতুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিষয়ে প্রার্থীরা জানান, তাঁরা মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন। এদিকে ভোটারের সমর্থন তালিকায় ‘ভুয়া’ স্বাক্ষর পাওয়ায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ক্রেডিট কার্ডসংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
ঢাকার ২০ আসনে এক-তৃতীয়াংশ মনোনয়নপত্র বাতিল
ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র জমা পড়েছিল মোট ২৩৪টি। এর মধ্যে ৭৮টি মনোনয়ন বাতিল হয়েছে। অর্থাৎ এক-তৃতীয়াংশ মনোনয়নপত্রই বাতিল হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের ১৫টি আসনে মোট ১৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তার মধ্যে বাতিল হয়েছে ৬৪টি। মহানগরের বাইরের বাকি ৫ আসনে ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে আগামী বছরের ৭ জানুয়ারি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে