সম্পাদকীয়
নকশাল আন্দোলন যখন শুরু হয়েছে, তখন যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের বয়স উনিশ-কুড়ি হতো, তাহলে তিনি অনায়াসে তাতে যোগ দিতেন। ছাত্র বয়সে বামপন্থীদের মিছিলে গেছেন। একসময় সেখান থেকে সরেও এসেছেন। একটা সর্বাত্মক বিপ্লব ছাড়া এই পচা-গলা শাসনব্যবস্থার পরিবর্তন সম্ভব নয় বলে মানতেন। বিপ্লব শব্দটাও ছিল খুবই আকর্ষণীয়। ‘চে গুয়েভারার প্রতি’, ‘আমার স্বপ্ন’ কবিতাগুলোয় বিপ্লব নিয়ে তাঁর ভাবনার প্রকাশ দেখা যাবে।
নকশালেরা সুনীলকে পছন্দ করত না। এর কারণ হলো যে পত্রিকাটিকে নকশালেরা প্রতিক্রিয়াশীলতার দুর্গ বলে মনে করে, সেটাই ছিল সুনীলের কর্মস্থল।আমেরিকায় ঘুরে এসেছেন সুনীল, সেটাও তাঁর প্রতি নকশালদের বিদ্বেষের আরেকটি কারণ। কংগ্রেসের মুখপত্র জনসেবকেও কিছুদিন কাজ করেছেন, ফলে এ রকম পোক্ত শ্রেণিশত্রুকে তো চিহ্নিত করাই যায়।
নকশাল আন্দোলন যখন তুঙ্গে, তখন পশ্চিম জার্মানির কনস্যুলেটের একটি পার্টিতে সমর সেনের সঙ্গে দেখা হলো সুনীলের। সে সময় সমর সেন কবিতা ছেড়ে পুরোদস্তুর সাংবাদিক। পুরোপুরি নকশাল বিপ্লবের সমর্থক। সুনীলের সঙ্গে মুখোমুখি পরিচয় ছিল না সমর সেনের। তবে কৃত্তিবাসে সমর সেনকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন তিনি। তাতে কেন তিনি কবিতা থেকে দূরে সরে গেলেন, তা নিয়ে আক্ষেপ ছিল। সেই কৃত্তিবাস সমর সেনকে দেওয়া হলে তিনি নাকি কবিতাটি পড়ে ছুড়ে ফেলে দিয়েছিলেন।
সমর সেনের সঙ্গে কেউ একজন সুনীলকে পরিচয় করিয়ে দিল। সমর সেন রামের গ্লাস হাতে নিয়ে বললেন, ‘সত্যজিৎ রায়ের দালালটা না?’
সত্যজিৎ সে সময় সুনীলের কাহিনি নিয়ে ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটি করেছেন। এ জন্য কেন সুনীলকে দালাল আখ্যা দেওয়া হবে, তা তিনি বুঝতে পারেননি।
সুনীলকে তির্যক বিদ্রূপ করা শুরু করলে সুনীল জিজ্ঞেস করলেন, ‘আপনি ক্যাপিটালিস্ট পশ্চিম জার্মানির এই বড়লোকদের পার্টিতে মদ খেতে এসেছেন কেন?’
ভীষণ খেপে গিয়ে সমর সেন বললেন, ‘এই ছেলেটার নাম খতমের তালিকায় আছে না? কত নম্বরে?’
সূত্র: সুনীল গঙ্গোপাধ্যায়, অর্ধেক জীবন, পৃষ্ঠা ৩০৪
নকশাল আন্দোলন যখন শুরু হয়েছে, তখন যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের বয়স উনিশ-কুড়ি হতো, তাহলে তিনি অনায়াসে তাতে যোগ দিতেন। ছাত্র বয়সে বামপন্থীদের মিছিলে গেছেন। একসময় সেখান থেকে সরেও এসেছেন। একটা সর্বাত্মক বিপ্লব ছাড়া এই পচা-গলা শাসনব্যবস্থার পরিবর্তন সম্ভব নয় বলে মানতেন। বিপ্লব শব্দটাও ছিল খুবই আকর্ষণীয়। ‘চে গুয়েভারার প্রতি’, ‘আমার স্বপ্ন’ কবিতাগুলোয় বিপ্লব নিয়ে তাঁর ভাবনার প্রকাশ দেখা যাবে।
নকশালেরা সুনীলকে পছন্দ করত না। এর কারণ হলো যে পত্রিকাটিকে নকশালেরা প্রতিক্রিয়াশীলতার দুর্গ বলে মনে করে, সেটাই ছিল সুনীলের কর্মস্থল।আমেরিকায় ঘুরে এসেছেন সুনীল, সেটাও তাঁর প্রতি নকশালদের বিদ্বেষের আরেকটি কারণ। কংগ্রেসের মুখপত্র জনসেবকেও কিছুদিন কাজ করেছেন, ফলে এ রকম পোক্ত শ্রেণিশত্রুকে তো চিহ্নিত করাই যায়।
নকশাল আন্দোলন যখন তুঙ্গে, তখন পশ্চিম জার্মানির কনস্যুলেটের একটি পার্টিতে সমর সেনের সঙ্গে দেখা হলো সুনীলের। সে সময় সমর সেন কবিতা ছেড়ে পুরোদস্তুর সাংবাদিক। পুরোপুরি নকশাল বিপ্লবের সমর্থক। সুনীলের সঙ্গে মুখোমুখি পরিচয় ছিল না সমর সেনের। তবে কৃত্তিবাসে সমর সেনকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন তিনি। তাতে কেন তিনি কবিতা থেকে দূরে সরে গেলেন, তা নিয়ে আক্ষেপ ছিল। সেই কৃত্তিবাস সমর সেনকে দেওয়া হলে তিনি নাকি কবিতাটি পড়ে ছুড়ে ফেলে দিয়েছিলেন।
সমর সেনের সঙ্গে কেউ একজন সুনীলকে পরিচয় করিয়ে দিল। সমর সেন রামের গ্লাস হাতে নিয়ে বললেন, ‘সত্যজিৎ রায়ের দালালটা না?’
সত্যজিৎ সে সময় সুনীলের কাহিনি নিয়ে ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটি করেছেন। এ জন্য কেন সুনীলকে দালাল আখ্যা দেওয়া হবে, তা তিনি বুঝতে পারেননি।
সুনীলকে তির্যক বিদ্রূপ করা শুরু করলে সুনীল জিজ্ঞেস করলেন, ‘আপনি ক্যাপিটালিস্ট পশ্চিম জার্মানির এই বড়লোকদের পার্টিতে মদ খেতে এসেছেন কেন?’
ভীষণ খেপে গিয়ে সমর সেন বললেন, ‘এই ছেলেটার নাম খতমের তালিকায় আছে না? কত নম্বরে?’
সূত্র: সুনীল গঙ্গোপাধ্যায়, অর্ধেক জীবন, পৃষ্ঠা ৩০৪
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে