ময়মনসিংহ প্রতিনিধি
তিন দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে আনন্দ মোহন কলেজের হল। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিবাদে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে গত সোমবার দিনভর কয়েক দফা মিটিং শেষে রাত ৯টার দিকে কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল খোলার কথা জানান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলা ছাত্রলীগ। এ ছাড়া তাঁদের বিবাদে আহত দুই শিক্ষক বিচার দাবি করেছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে হল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানাই। ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের সহযোগিতা করতে চায়।
এদিকে হল খোলায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ছাত্রলীগের বিবাদে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, দু-একজন করে শিক্ষার্থী হলে আসছেন। তাঁদের মধ্যে অনেকেই উচ্ছ্বসিত। আবার অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
জসিম উদ্দিন হলের ছাত্র আরিফুল ইসলাম বলেন, ‘পাঁচ দিন আমাদের খুব ভোগান্তিতে কাটাতে হয়েছে। আমি বন্ধুর বাসায় ছিলাম। বাকি বন্ধুরা গ্রাম থেকে আসছে।’
শেখ হাসিনা ছাত্রী নিবাসের চতুর্থ বর্ষের ছাত্রী জেসমিন নাহার বলেন, হল বন্ধ হওয়ায় আসবাবপত্র নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। হল খোলার সিদ্ধান্ত হওয়ায় আবার সকালেই এসেছি।’
জসিম উদ্দিন হলের হল সুপার ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান বলেন, গত শনিবার তিনি ও সহযোগী অধ্যাপক স্বপন কুমার দাশ আহত হন। পুলিশের কাছে সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয়েছে।
আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, কয়েক দফা আলোচনা করে শর্তসাপেক্ষে হল খোলার সিদ্ধান্ত হয়। ছেলে-মেয়েরা পরিচয়পত্র ছাড়া হলের ভেতরে এবং বাইরে যেতে পারবে না।
শিক্ষক আহত হওয়ার ঘটনায় অধ্যক্ষ বলেন, পুলিশ সিসি ফুটেজ নিয়েছে। যাদের দ্বারা শিক্ষকেরা আহত হয়েছেন, তাঁদের বিচার হোক।
কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, শিক্ষক আহত হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। কারও নাম উল্লেখ না থাকায় অপরাধীদের শনাক্ত করা কঠিন হচ্ছে।
তিন দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে আনন্দ মোহন কলেজের হল। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগের বিবাদে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে গত সোমবার দিনভর কয়েক দফা মিটিং শেষে রাত ৯টার দিকে কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল খোলার কথা জানান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলা ছাত্রলীগ। এ ছাড়া তাঁদের বিবাদে আহত দুই শিক্ষক বিচার দাবি করেছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে হল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানাই। ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের সহযোগিতা করতে চায়।
এদিকে হল খোলায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ছাত্রলীগের বিবাদে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, দু-একজন করে শিক্ষার্থী হলে আসছেন। তাঁদের মধ্যে অনেকেই উচ্ছ্বসিত। আবার অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
জসিম উদ্দিন হলের ছাত্র আরিফুল ইসলাম বলেন, ‘পাঁচ দিন আমাদের খুব ভোগান্তিতে কাটাতে হয়েছে। আমি বন্ধুর বাসায় ছিলাম। বাকি বন্ধুরা গ্রাম থেকে আসছে।’
শেখ হাসিনা ছাত্রী নিবাসের চতুর্থ বর্ষের ছাত্রী জেসমিন নাহার বলেন, হল বন্ধ হওয়ায় আসবাবপত্র নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। হল খোলার সিদ্ধান্ত হওয়ায় আবার সকালেই এসেছি।’
জসিম উদ্দিন হলের হল সুপার ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান বলেন, গত শনিবার তিনি ও সহযোগী অধ্যাপক স্বপন কুমার দাশ আহত হন। পুলিশের কাছে সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয়েছে।
আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, কয়েক দফা আলোচনা করে শর্তসাপেক্ষে হল খোলার সিদ্ধান্ত হয়। ছেলে-মেয়েরা পরিচয়পত্র ছাড়া হলের ভেতরে এবং বাইরে যেতে পারবে না।
শিক্ষক আহত হওয়ার ঘটনায় অধ্যক্ষ বলেন, পুলিশ সিসি ফুটেজ নিয়েছে। যাদের দ্বারা শিক্ষকেরা আহত হয়েছেন, তাঁদের বিচার হোক।
কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, শিক্ষক আহত হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। কারও নাম উল্লেখ না থাকায় অপরাধীদের শনাক্ত করা কঠিন হচ্ছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে