সম্পাদকীয়
কবি জসীমউদ্দীনের কমলাপুরের বাড়িতে সকাল থেকেই নানা বয়সের মানুষ এসে ভিড় করত। এদের বেশির ভাগই আসত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। কাউকে হাসপাতালে ভর্তি করতে হবে, কেউ চাকরিপ্রত্যাশী, কেউ কলেজে ভর্তি হতে এসেছে। এদের মধ্যে যারা আসত উপহার সঙ্গে নিয়ে, তাদের ওপর ক্ষিপ্ত হতেন কবি। কাউকে কাউকে ঘর থেকে বের করে দিয়েছেন। ঘুষ নিয়ে উপকার করার কথা ভাবতেই পারতেন না তিনি।
কখনো কখনো সন্ধ্যাবেলায় চেনা-অচেনা গ্রাম্য বয়াতিরা আসতেন তাঁর কাছে। সারা রাত ধরে গান করতেন। ভাবগান হলে তা জসীমউদ্দীনের মন ছুঁয়ে যেত। সেই গান শুনে কাঁদতেন জসীমউদ্দীন।
তাঁর সঙ্গে সখ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। জসীমউদ্দীনের কবিতা ভালো বাসতেন তিনি। বাংলার জল হাওয়া নদী আকাশ বাতাসের রূপকার জসীমউদ্দীন, সেটা বঙ্গবন্ধু বুঝতেন। জসীমউদ্দীন বিশ্বাস করতেন, কোনো একদিন বঙ্গবন্ধু তাঁকে জাতীয় কবির মর্যাদা দেবেন। অন্তত জাতীয় অধ্যাপক করবেন। কিন্তু সেটা বঙ্গবন্ধু করেননি। তাতে বঙ্গবন্ধুর প্রতি ক্ষোভ থাকতে পারত জসীমউদ্দীনের। কিন্তু অবাক কাণ্ড। বঙ্গবন্ধুর প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করতেই দেখা যায়নি তাঁকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, সেদিন একেবারে ভেঙে পড়লেন জসীমউদ্দীন। হু হু করে কেঁদে উঠলেন।
এর কিছুদিন পর দেশের গণ্যমান্য ব্যক্তিদের গভর্নমেন্ট হাউসে আমন্ত্রণ জানালেন খন্দকার মোশতাক আহমদ। বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক তখন দেশের রাষ্ট্রপতি। এই গণ্যমান্যদের তালিকায় ছিলেন জসীমউদ্দীনও। কিন্তু তিনি সেখানে গেলেন না। তিনি বললেন, ‘আমি খুনিদের সঙ্গে বসে চা খাব? না।’
অথচ বঙ্গবন্ধু যাদের জাতীয় অধ্যাপক করেছিলেন, তাদের অনেকেই খন্দকার মোশতাকের আমন্ত্রণ গ্রহণ করে গভর্নমেন্ট হাউসে গিয়েছিলেন। তাতে খুব কষ্ট পেয়েছিলেন জসীমউদ্দীন।
সূত্র: জসীমউদ্দীন জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ, পৃষ্ঠা: ৭৫-৭৬
কবি জসীমউদ্দীনের কমলাপুরের বাড়িতে সকাল থেকেই নানা বয়সের মানুষ এসে ভিড় করত। এদের বেশির ভাগই আসত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। কাউকে হাসপাতালে ভর্তি করতে হবে, কেউ চাকরিপ্রত্যাশী, কেউ কলেজে ভর্তি হতে এসেছে। এদের মধ্যে যারা আসত উপহার সঙ্গে নিয়ে, তাদের ওপর ক্ষিপ্ত হতেন কবি। কাউকে কাউকে ঘর থেকে বের করে দিয়েছেন। ঘুষ নিয়ে উপকার করার কথা ভাবতেই পারতেন না তিনি।
কখনো কখনো সন্ধ্যাবেলায় চেনা-অচেনা গ্রাম্য বয়াতিরা আসতেন তাঁর কাছে। সারা রাত ধরে গান করতেন। ভাবগান হলে তা জসীমউদ্দীনের মন ছুঁয়ে যেত। সেই গান শুনে কাঁদতেন জসীমউদ্দীন।
তাঁর সঙ্গে সখ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। জসীমউদ্দীনের কবিতা ভালো বাসতেন তিনি। বাংলার জল হাওয়া নদী আকাশ বাতাসের রূপকার জসীমউদ্দীন, সেটা বঙ্গবন্ধু বুঝতেন। জসীমউদ্দীন বিশ্বাস করতেন, কোনো একদিন বঙ্গবন্ধু তাঁকে জাতীয় কবির মর্যাদা দেবেন। অন্তত জাতীয় অধ্যাপক করবেন। কিন্তু সেটা বঙ্গবন্ধু করেননি। তাতে বঙ্গবন্ধুর প্রতি ক্ষোভ থাকতে পারত জসীমউদ্দীনের। কিন্তু অবাক কাণ্ড। বঙ্গবন্ধুর প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করতেই দেখা যায়নি তাঁকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, সেদিন একেবারে ভেঙে পড়লেন জসীমউদ্দীন। হু হু করে কেঁদে উঠলেন।
এর কিছুদিন পর দেশের গণ্যমান্য ব্যক্তিদের গভর্নমেন্ট হাউসে আমন্ত্রণ জানালেন খন্দকার মোশতাক আহমদ। বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক তখন দেশের রাষ্ট্রপতি। এই গণ্যমান্যদের তালিকায় ছিলেন জসীমউদ্দীনও। কিন্তু তিনি সেখানে গেলেন না। তিনি বললেন, ‘আমি খুনিদের সঙ্গে বসে চা খাব? না।’
অথচ বঙ্গবন্ধু যাদের জাতীয় অধ্যাপক করেছিলেন, তাদের অনেকেই খন্দকার মোশতাকের আমন্ত্রণ গ্রহণ করে গভর্নমেন্ট হাউসে গিয়েছিলেন। তাতে খুব কষ্ট পেয়েছিলেন জসীমউদ্দীন।
সূত্র: জসীমউদ্দীন জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ, পৃষ্ঠা: ৭৫-৭৬
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে