রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের ওপর গড়ে উঠেছে বাঁশের অবৈধ হাট। এক যুগ ধরে এ হাটে চলছে বেচাকেনা। এতে ট্রেন চলাচলের সময় প্রায় ঘটছে দুর্ঘটনা। এমনটি জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা জানান, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী মাসোয়ারা নেওয়ার কারণে বন্ধ হচ্ছে না হাটটি। সৈয়দপুর রেলওয়ে থানা সূত্র জানায়, গত এক বছরে রেলপথে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন এ রেলপথে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে পাঁচটি আন্তনগর এবং একটি মেইল ট্রেন চলাচল করে। রেলওয়ে বিধি অনুযায়ী ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে রেললাইনের উভয় পাশের ২০ ফুট এলাকায় কোনো প্রকার স্থাপনা, দোকানপাট ও হাটবাজার গড়ে তোলা, এমনকি মানুষ চলাচলের সুযোগ নেই। কিন্তু এ আইনকে উপেক্ষা করে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ৪০০ গজ দক্ষিণে শহীদ ডা. সামসুল হক সড়ক ও শেরেবাংলা সড়কের মাঝে গড়ে উঠেছে বাঁশের হাট।
সরেজমিনে দেখা যায়, লম্বা বাঁশ রাখা হয়েছে রেললাইনের দুই ধারে। এমনকি কোনো কোনো সময় রেললাইনের ওপর রেখেও বেচাকেনা চলছে। হঠাৎ ট্রেন চলে এলে দৌড়ঝাঁপ শুরু হয় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।
স্থানীয় বাঁশ বিক্রেতা আকরাম আলী বলেন, ‘পৌরসভাকে টোল ও খাজনা দিয়ে বাঁশের ব্যবসা করছি। এ ছাড়া প্রতিদিন রেলওয়ে জিআরপি পুলিশের লোক এসে টাকা নিয়ে যায়। সরিয়ে দেওয়া হলে অন্যত্র চলে যাব।’ তাঁর মতো অনেকেই এভাবে রেললাইনের ওপর বাঁশ বেচাকেনা করছেন। তাঁদের সঙ্গে কথা বলতে চাইলে কোনো সদুত্তর মেলেনি।
সৈয়দপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ নার্জিজ বানু বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় এ ধরনের বাজার হওয়া ঠিক না। এসব দ্রুত সরিয়ে নেওয়ার জন্য পৌর পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, ‘আমরা কয়েকবার রেললাইন থেকে দখলদারদের উচ্ছেদ করি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। রেলওয়ের জায়গা চিহ্নিত করে সীমানাপ্রাচীর দিতে পারলে এ সমস্যা আর থাকবে না।’
সৈয়দপুর রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার আলমগীর হোসেন জানান, ট্রেনচালকেরা রেললাইন নিরাপদ রাখার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। রেললাইনের উভয় পাশের স্থাপনা, দোকানপাট ও হাটবাজার উচ্ছেদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিপূর্বে কয়েকবার রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আগের অবস্থায় ফিরে এসেছে।
সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অল্প দিন আগে দায়িত্ব নিয়েছি। রেলপথে ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত হোক—এটা আমরাও চাই। সেখান থেকে টোল কিংবা খাজনা আদায়ের বিষয়টি আমার জানা নেই।’
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের ওপর গড়ে উঠেছে বাঁশের অবৈধ হাট। এক যুগ ধরে এ হাটে চলছে বেচাকেনা। এতে ট্রেন চলাচলের সময় প্রায় ঘটছে দুর্ঘটনা। এমনটি জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা জানান, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী মাসোয়ারা নেওয়ার কারণে বন্ধ হচ্ছে না হাটটি। সৈয়দপুর রেলওয়ে থানা সূত্র জানায়, গত এক বছরে রেলপথে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন এ রেলপথে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে পাঁচটি আন্তনগর এবং একটি মেইল ট্রেন চলাচল করে। রেলওয়ে বিধি অনুযায়ী ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে রেললাইনের উভয় পাশের ২০ ফুট এলাকায় কোনো প্রকার স্থাপনা, দোকানপাট ও হাটবাজার গড়ে তোলা, এমনকি মানুষ চলাচলের সুযোগ নেই। কিন্তু এ আইনকে উপেক্ষা করে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ৪০০ গজ দক্ষিণে শহীদ ডা. সামসুল হক সড়ক ও শেরেবাংলা সড়কের মাঝে গড়ে উঠেছে বাঁশের হাট।
সরেজমিনে দেখা যায়, লম্বা বাঁশ রাখা হয়েছে রেললাইনের দুই ধারে। এমনকি কোনো কোনো সময় রেললাইনের ওপর রেখেও বেচাকেনা চলছে। হঠাৎ ট্রেন চলে এলে দৌড়ঝাঁপ শুরু হয় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।
স্থানীয় বাঁশ বিক্রেতা আকরাম আলী বলেন, ‘পৌরসভাকে টোল ও খাজনা দিয়ে বাঁশের ব্যবসা করছি। এ ছাড়া প্রতিদিন রেলওয়ে জিআরপি পুলিশের লোক এসে টাকা নিয়ে যায়। সরিয়ে দেওয়া হলে অন্যত্র চলে যাব।’ তাঁর মতো অনেকেই এভাবে রেললাইনের ওপর বাঁশ বেচাকেনা করছেন। তাঁদের সঙ্গে কথা বলতে চাইলে কোনো সদুত্তর মেলেনি।
সৈয়দপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ নার্জিজ বানু বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় এ ধরনের বাজার হওয়া ঠিক না। এসব দ্রুত সরিয়ে নেওয়ার জন্য পৌর পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, ‘আমরা কয়েকবার রেললাইন থেকে দখলদারদের উচ্ছেদ করি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। রেলওয়ের জায়গা চিহ্নিত করে সীমানাপ্রাচীর দিতে পারলে এ সমস্যা আর থাকবে না।’
সৈয়দপুর রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার আলমগীর হোসেন জানান, ট্রেনচালকেরা রেললাইন নিরাপদ রাখার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। রেললাইনের উভয় পাশের স্থাপনা, দোকানপাট ও হাটবাজার উচ্ছেদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিপূর্বে কয়েকবার রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আগের অবস্থায় ফিরে এসেছে।
সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অল্প দিন আগে দায়িত্ব নিয়েছি। রেলপথে ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত হোক—এটা আমরাও চাই। সেখান থেকে টোল কিংবা খাজনা আদায়ের বিষয়টি আমার জানা নেই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে