নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছুরিকাঘাতে আহত মো. মাসুদ নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ট্রাকে পণ্য ওঠানো-নামানো আবারও বন্ধ করে বিক্ষোভ করেছেন ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের শ্রমিকেরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা দ্বিতীয় দিনের মতো পরিবহন থেকে পণ্য ওঠানো-নামানো বন্ধ রাখেন। এতে স্থবিরতা দেখা দিয়েছে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যে।
খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আহত শ্রমিকের মৃত্যুর ঘটনায় সকাল ৯টার পর থেকে শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। শ্রমিকদের কর্মবিরতির কারণে গত দুই দিনে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এতে লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘শ্রমিকেরা জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা কাজে ফিরবেন না। তাঁরা যদি কাজে না ফেরেন, তাহলে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়বে। তাই আমরা এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। না হয় আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব।’
নিহত শ্রমিক মাসুদ ভোলার দৌলতখান থানার চরখলিফা ইউনিয়নের মো. বেলায়েত হোসেন ব্যাপারীর ছেলে। তিনি পরিবার নিয়ে চাক্তাই রাজাখালী রোডে বসবাস করতেন। মাসুদ খাতুনগঞ্জে ট্রাকে পণ্য ওঠানো-নামানোর কাজ করতেন। গত সোমবার সন্ধ্যায় খাতুনগঞ্জে গাড়িতে পণ্য ওঠানো-নামানো নিয়ে চালক ও শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছুরিকাঘাতের ওই ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার শ্রমিকেরা সড়ক অবরোধ করে খাতুনগঞ্জে বিক্ষোভ করেন। পরে প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীদের আশ্বাসে অবরোধ তুলে নিলেও সারা দিন কর্মবিরতি পালন করেন তাঁরা। এ সময় শ্রমিকেরা বুধবার থেকে কাজে ফেরার আশ্বাস দেন। সেই অনুযায়ী বুধবার সকালে তাঁরা কাজও শুরু করেন। কিন্তু গতকাল সকাল ৮টার দিকে চিকিৎসাধীন মাসুদের মৃত্যু হলে সকাল ৯টা থেকে শ্রমিকেরা আবার কর্মবিরতি পালন করেন।
বিকেল ৫টা পর্যন্ত তাঁরা কোনো পণ্য ওঠানো-নামানোর কাজ করেনি। খাতুনগঞ্জ লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আমরা খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। এরই মধ্যে মাসুদের মৃত্যু হয়। তাঁর জানাজার পর সন্ধ্যায় (গতকাল) আমরা বসব। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমাদের একটাই দাবি, খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা কাজে ফিরব না।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি। তাঁদের কাজে ফিরে যেতে অনুরোধ করছি। তাঁরা বলছেন, সন্ধ্যায় নিহত শ্রমিকের জানাজার পর কাজে ফিরবেন।’
ছুরিকাঘাতে আহত মো. মাসুদ নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ট্রাকে পণ্য ওঠানো-নামানো আবারও বন্ধ করে বিক্ষোভ করেছেন ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের শ্রমিকেরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা দ্বিতীয় দিনের মতো পরিবহন থেকে পণ্য ওঠানো-নামানো বন্ধ রাখেন। এতে স্থবিরতা দেখা দিয়েছে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যে।
খাতুনগঞ্জ আড়তদার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আহত শ্রমিকের মৃত্যুর ঘটনায় সকাল ৯টার পর থেকে শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। শ্রমিকদের কর্মবিরতির কারণে গত দুই দিনে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এতে লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা।’
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘শ্রমিকেরা জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা কাজে ফিরবেন না। তাঁরা যদি কাজে না ফেরেন, তাহলে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়বে। তাই আমরা এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। না হয় আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব।’
নিহত শ্রমিক মাসুদ ভোলার দৌলতখান থানার চরখলিফা ইউনিয়নের মো. বেলায়েত হোসেন ব্যাপারীর ছেলে। তিনি পরিবার নিয়ে চাক্তাই রাজাখালী রোডে বসবাস করতেন। মাসুদ খাতুনগঞ্জে ট্রাকে পণ্য ওঠানো-নামানোর কাজ করতেন। গত সোমবার সন্ধ্যায় খাতুনগঞ্জে গাড়িতে পণ্য ওঠানো-নামানো নিয়ে চালক ও শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ছুরিকাঘাতের ওই ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার শ্রমিকেরা সড়ক অবরোধ করে খাতুনগঞ্জে বিক্ষোভ করেন। পরে প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীদের আশ্বাসে অবরোধ তুলে নিলেও সারা দিন কর্মবিরতি পালন করেন তাঁরা। এ সময় শ্রমিকেরা বুধবার থেকে কাজে ফেরার আশ্বাস দেন। সেই অনুযায়ী বুধবার সকালে তাঁরা কাজও শুরু করেন। কিন্তু গতকাল সকাল ৮টার দিকে চিকিৎসাধীন মাসুদের মৃত্যু হলে সকাল ৯টা থেকে শ্রমিকেরা আবার কর্মবিরতি পালন করেন।
বিকেল ৫টা পর্যন্ত তাঁরা কোনো পণ্য ওঠানো-নামানোর কাজ করেনি। খাতুনগঞ্জ লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আমরা খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। এরই মধ্যে মাসুদের মৃত্যু হয়। তাঁর জানাজার পর সন্ধ্যায় (গতকাল) আমরা বসব। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমাদের একটাই দাবি, খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা কাজে ফিরব না।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি। তাঁদের কাজে ফিরে যেতে অনুরোধ করছি। তাঁরা বলছেন, সন্ধ্যায় নিহত শ্রমিকের জানাজার পর কাজে ফিরবেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে