আওয়ামী লীগের ছয় ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে অব্যাহতি

দুর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০৫: ৫৮

‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দুর্গাপুরে আওয়ামী লীগের দলীয় পদ থেকে ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া নেতারা সবাই চেয়ারম্যান পদের প্রার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া ছয়জন হলেন নওপাড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, কিসমত গণকৈড় ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আকবর আলী, পানানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম আলী, দেলুয়াবাড়ি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, ঝালুকা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোজাহার আলী মণ্ডল এবং জয়নগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সমসের আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ায় ছয় আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনসহ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এ কে এম শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু ও সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত